1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জার্মানির বিশ্বকাপ দল

৯ মে ২০১৪

প্রথম ৩০ জনের এই দলে অভিজ্ঞ স্ট্রাইকার মারিও গোমেজ নেই; নেই রেনে আডলারের মতো অভিজ্ঞ গোলকিপার৷ অপরদিকে শালকের লিওন গোরেটৎস্কা বা হফেনহাইমের কেভিন ফোলান্ডকে দলে রেখেছেন জার্মান কোচ ইওয়াখিম ল্যোভ৷

https://p.dw.com/p/1Bvqm
ছবি: Dennis Grombkowski/Bongarts/Getty Images

এই ‘প্রভিশনাল স্কোয়াড' থেকেও কমে ২৫ অথবা ২৬ জন প্লেয়ার বাকি থাকবে আগামী সপ্তাহে পোল্যান্ডের বিরুদ্ধে ফ্রেন্ডলির পর৷ চূড়ান্ত ২৩ জন প্লেয়ারের দল পেশ করার শেষ তারিখ হলো ২রা জুন৷

বৃহস্পতিবার ল্যোভ যে দলের নামকরণ করলেন, তা দেখলে প্রথমেই চোখে পড়ে: ল্যোভ একাধিক অভিজ্ঞ, বাঁধা খেলোয়াড়কে বাদ দিয়ে অপেক্ষাকৃত অপরিচিত প্লেয়ারদের দলে এনেছেন, যেমন জেনোয়ার ডিফেন্ডার স্কোদ্রান মুস্তাফি, ফ্রাইবুর্গের মিডফিল্ডার মাথিয়াস গিন্টার ও ডর্টমুন্ডের ডিফেন্ডার এরিক ডুর্ম৷

ল্যোভ কাকে বাদ দিলেন, তা বলতে হলে প্রথমেই ফিওরেন্তিনার স্ট্রাইকার মারিও গোমেজের নাম করতে হয়৷ ওদিকে ল্যোভ যে দু'জন নামি-দামি গোলরক্ষককে সঙ্গে নিচ্ছেন না, তারা হলেন মোয়েনশেনগ্লাডবাখের মার্ক-অন্দ্রে টের স্টেগেন ও সাবেক জার্মান গোলকিপার রেনে আডলার৷ বৃহস্পতিবার ল্যোভ নিজেই বলেন যে, তিনি মিডফিল্ডার সামি খেদিরার ক্ষেত্রে একটি ব্যতিক্রম করছেন, যদিও খেদিরা গত নভেম্বর মাসে হাঁটুর অস্ত্রোপচারের পর আর রেয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামেননি৷

সামি খেদিরার মতো লাৎসিও রোমের মিরোস্লাভ ক্লোজে-ও ইনজুরির পর আর টপ ফর্মে নেই৷ কিন্তু তা সত্ত্বেও ক্লোজেকে দলে রেখেছেন ল্যোভ৷ এটা হবে ক্লোজের চতুর্থ বিশ্বকাপ৷ ক্লোজেকে দলে রাখার কারণ আর খেদিরাকে বাদ না দেওয়ার কারণ সম্ভবত এক: মনোনয়নের মুখ্য শর্ত ছিল ‘‘ফর্ম এবং ফিটনেস'', বলেছেন ল্যোভ৷ কিন্তু খেদিরাকে চোট সত্ত্বেও রাখা হয়েছে তাঁর ‘‘ব্যক্তিত্ব ও অভিজ্ঞতার'' কারণে৷

FIFA 2014 WM Maskottchen
ব্রাজিল বিশ্বকাপের মাস্কট ফুলেকোছবি: Toshifumi Kitamura/AFP/Getty Images

অপরদিকে শালকের গোরেটৎস্কা ও ম্যাক্স মায়ারের বয়স যথাক্রমে ১৯ এবং ১৮৷ এভাবেই দলে তরতাজা তারুণ্য মিশিয়েছেন ল্যোভ, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপেও তিনি যেটা করেছিলেন৷ সেটা ছিল ৭৬ বছর পরে জার্মানির তরুণতম বিশ্বকাপ দল৷ তবে এবার ল্যোভের প্রথম দুশ্চিন্তা হয় ইনজুরি নিয়ে, যেমন প্লে-মেকার বাস্টিয়ান শোয়াইনস্টাইগারের ইনজুরি৷

বুধবার ল্যোভ ‘স্ট্যার্ন' পত্রিকাকে বলেন: ‘‘আপাতত আমাদের মাত্র সাত বা আটজন প্লেয়ার আছে, যারা টপ ফর্মে রয়েছে৷'' ল্যোভ নিজেই ফিরিস্তি দিয়েছেন: ‘‘ক্লোজে, খেদিরা, গোমেজ, গুইন্ডোয়ান, শোয়াইনস্টাইগার, এরা সবাই আমাদের দলের খুঁটি বলা চলে, কিন্তু সকলেরই ম্যাচ প্র্যাকটিসের অভাব৷''

কথাটা সত্যি৷ খেদিরা গতবছর একটি লিগামেন্ট ছেঁড়েন; গুইন্ডোয়ান পিঠে চোট পেয়ে গতবছরের অগাস্ট মাস যাবৎ খেলেননি – শোয়াইনস্টাইগার আর গোমেজের কথা তো আগেই বলা হয়েছে৷ ডর্টমুন্ডের সোয়েন বেন্ডার এবং শালকের বেনেডিক্ট হোয়ভেডেজ বেশ কয়েক সপ্তাহ ধরে ইনজিওর্ড থাকার পর হয়ত এই শনিবার মাঠে ফিরবেন৷ সেই সঙ্গে হামবুর্গের মার্সেল ইয়ানসেনকে যোগ করলে ল্যোভের প্রায় ট্যাঁক খালি! খোদ মেসুত ওয়েজিল আর্সেনালে এ মরশুমে বিশেষ ঝলসে উঠতে পারেননি – সদ্য পিঠের চোট থেকে সেরে উঠছেন ওয়েজিল৷ বায়ার্ন মিউনিখের টোনি ক্রোস আর জেরোম বোয়াটেংর ফর্মও বিশেষ ভালো যাচ্ছে না৷ সব মিলিয়ে ল্যোভ আপাতত যে টিম করেছেন, তা হলো:

গোলে (৩ জন মনোনীত): মানুয়েল নয়ার (বায়ার্ন মিউনিখ); রোমান ভাইডেনফেলার (ডর্টমুন্ড); রন-রবার্ট জিলার (হ্যানোভার)৷

ডিফেন্সে (১০ জন মনোনীত): জেরোম বোয়াটেং (বায়ার্ন); এরিক ডুর্ম (ডর্টমুন্ড); কেভিন গ্রোসক্রয়েৎস (ডর্টমুন্ড); বেনেডিক্ট হোয়ভেডেজ (শালকে); মাট্স হুমেল্স (ডর্টমুন্ড); মার্সেল ইয়ানসেন (হামবুর্গ); ফিলিপ লাম (বায়ার্ন); পের মের্টেসাকার (আর্সেনাল); শ্ক্রোদান মুস্তাফি (সাম্পদোরিয়া জেনোয়া); মার্সেল স্মেলৎসার (ডর্টমুন্ড)৷

মিডফিল্ডে (১৫ জন মনোনীত): লার্স বেন্ডার (লেভারকুজেন); ইউলিয়ান ড্রাক্সলার (শালকে); মাথিয়াস গিন্টার (ফ্রাইবুর্গ); লেওন গোরেটৎস্কা (শালকে); মারিও গোয়েটৎসে (বায়ার্ন); আন্ড্রো হান (আউগ্সবুর্গ); সামি খেদিরা (রেয়াল মাদ্রিদ); টোনি ক্রোস (বায়ার্ন); মাক্স মায়ার (শালকে); টোমাস ম্যুলার (বায়ার্ন); মেসুত ওয়েজিল (আর্সেনাল); লুকাস পোডোলস্কি (আর্সেনাল); মার্কো রয়েস (ডর্টমুন্ড); আন্ড্রে শুর্লে (চেলসি); বাস্টিয়ান শোয়াইনস্টাইগার (বায়ার্ন)৷

ফরোয়ার্ডে (২ জন মনোনীত): মিরোস্লাভ ক্লোজে (লাৎসিও রোম); কেভিন ফোলান্ড (হফেনহাইম)৷

এসি/ডিজি (এএফপি, এপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য