1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ১৯৯৯: অসি রাজত্বের শুরু

৭ ফেব্রুয়ারি ২০১১

বিশ্ব ক্রিকেটে অসি রাজত্বের যে শুরু তার প্রমাণ মেলে এই বিশ্বকাপে৷ তবে তার চেয়েও বেশি স্মরণীয় হয়ে থাকবে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ম্যাচটি৷ সর্বকালের সেরা ওয়ানডে হিসেবে যাকে ধরা হয়ে থাকে৷

https://p.dw.com/p/10COs
স্টিভ ওয়াহছবি: AP

মূলত এই সেমিফাইনাল জয়ের পর অসি দলে যে উজ্জীবনী শক্তির সৃষ্টি হয় তা ঠেকানোর মত সাধ্য পাকিস্তান দলের ছিল না৷ যদিও পাকিস্তানের ইতিহাসে অন্যতম সেরা দল ছিল ১৯৯৯ সালের বিশ্বকাপের দলটি৷ ওয়াসিম আকরামের নেতৃত্বে একঝাঁক প্রতিভাবান খেলোয়াড় নিয়ে বিশ্বকাপে অংশ নেয় তারা এবং যোগ্যতর দল হিসেবেই তারা ফাইনালে ওঠে৷ অন্যদিকে টুর্নামেন্ট শুরু থেকে ধুঁকতে থাকা অস্ট্রেলিয়া নিজেকে যেন খুঁজে পায় সেমিফাইনালে হ্যান্সি ক্রোনিয়ের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে৷ ফলে ফাইনালটি হয়ে পড়ে অনেকটা একতরফা৷

ব্যাটিং'এ নেমে অসি বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানি ব্যাটসম্যানরা৷ মাত্র ৩৯ ওভারে ১৩২ রানে অল আউট হয় তারা৷ জবাবে মাত্র ২০ ওভারেই খেলা শেষ করে দেন অসি ব্যাটসম্যানরা৷ আর অধিনায়ক হিসেবে বিশ্বকাপ তুলে নেন অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অধিনায়ক স্টিভ ওয়াহ৷ এই নিয়ে দ্বিতীয়বারের মত বিশ্বকাপ জিতে নিজেদের ওয়েস্ট ইন্ডিজের সমান পর্যায়ে নিয়ে আসে অসিরা৷