1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ ক্রিকেটের জোয়ারে ভাসছে বলিউড

২ এপ্রিল ২০১১

বিশ্বকাপ ক্রিকেট ফাইনাল নিয়ে উত্তেজনার ঢেউ আছড়ে পড়েছে বলিউডের আঙিনায়৷ ভারতের চলচ্চিত্র ও সংগীত জগতের রথি-মহারথিরাও নেমে পড়েছেন সোনার ছেলেদের নানাভাবে উৎসাহিত করার কাজে৷ মাঠেও হাজির বলিউডের জনপ্রিয় তারকাদের অনেকেই৷

https://p.dw.com/p/10mPG
Singer, Lata, Mangeshkar, hindi, music, album, Music, Day, Mumbai, India, ক্রিকেট, ভারত, বলিউড, সংগীত, তারকা, ছবি, লতা, শচীন
প্রিয় খেলোয়াড় শচীনের শততম শতকের প্রত্যাশী লতাছবি: AP

১৯৮৩ সালের পর আবার বিশ্বকাপ জয়ের কাছাকাছি অবস্থানে ভারত৷ তাই রাজনীতিক, ব্যবসায়ী, কর্মজীবীসহ সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউডের তারকারাও শামিল হয়েছেন লোভনীয় বিশ্বকাপটি আবারও নিজের দেশের মাটিতে রাখার জোর প্রচেষ্টায়৷ শুধু ক্রিকেট পিচে নামতে পারছেন না তারা৷ এছাড়া বাকি যা কিছু করা যায়, সবই করছেন৷

আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে চলমান উত্তেজনাপূর্ণ ফাইনালের মাঠেও হাজির রয়েছেন শাহরুখ খান, আমির খান, লারা দত্ত, মিনিশা লাম্বা, তুষার কাপুর, সুনীল শেঠির মতো জনপ্রিয় তারকারা৷ লারা দত্ত বলেছেন, ‘‘ফাইনালে জয় ছিনিয়ে আনতে যা কিছু প্রয়োজন তার সব দক্ষতাই ভারতীয় দলের আছে৷ জয়ের প্রতীক্ষায় আজ সারাদেশ৷'' তারকা সুনীল শেঠির মন্তব্য, ‘‘ভারতীয় দলে চমৎকার সন্নিবেশ রয়েছে৷ জয়ই তাদের প্রাপ্য৷''

তবে ‘থ্যাঙ্ক ইউ' ছবির চিত্রধারণের জন্য এখন মধ্যপ্রদেশে অক্ষয় কুমার৷ মাঠে থাকতে না পারলেও আজকের ম্যাচ নিয়ে তাঁর জল্পনা-কল্পনা জানিয়ে দিয়েছেন অক্ষয়৷ তিনি বলেন, ‘‘আমার ধারণা প্রথমে ব্যাট করে ২৬০ রান মতো তুলবে ভারত৷ আর শেষ পর্যন্ত জয় ছিনিয়ে আনবে তারা৷'' তবে অক্ষয়ের প্রথম ধারণাটি ভুল হয়েছে৷ অর্থাৎ ভারত নয় বরং শ্রীলঙ্কাই টসে জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয়৷

যাহোক, অক্ষয় কুমার তাঁর সম্প্রতি মুক্তি পাওয়া ছবি ‘পাটিয়ালা হাউস'-এ ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করেছেন৷ ফলে আজকের ভারত-শ্রীলঙ্কা লড়াই নিয়ে তাঁর আগ্রহ স্বাভাবিকভাবেই একটু বেশি৷ তবে বিশ্বকাপের পর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ - আইপিএল'র আসর মিলিয়ে দীর্ঘ ক্রিকেট জ্বরের কারণে বক্স অফিস ক্ষতিগ্রস্ত হবে না বলেই মত অক্ষয়ের৷ ৪৩ বছর বয়সি এই তারকা বলেন, ‘‘আমি মনে করি যে, মানুষ অনেক ক্রিকেট খেলা দেখল, এবার তারা আবার সিনেমা হলের দিকে ছুটবে৷''

এদিকে, কিংবদন্তি কণ্ঠশিল্পী এবং ক্রিকেট ভক্ত লতা মঙ্গেশকর তাঁর প্রিয় খেলোয়াড় শচীন তেন্ডুলকরের জন্য গত ৩০ মার্চ ভারত-পাকিস্তান খেলা চলাকালে টানা ৯ ঘণ্টা দানাপানি খাননি৷ লতার আশা, শচীন আজ শততম সেঞ্চুরি করবেন৷ অক্ষয় কুমারও মনে করেন, শচীনের শততম শতকের লক্ষ্য আজ পূরণ হবে৷ অমিতাভ বচ্চনও ভারতের সোনার ছেলেদের জন্য জানিয়েছেন শুভ কামনা৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী