1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্বকাপ উপলক্ষে ঢাকায় আসছেন বলিউড তারকারা

৭ জানুয়ারি ২০১১

কেবল বাংলাদেশ কেন, উপমহাদেশের সর্বত্র এখন আলোচ্য বিষয় ক্রিকেটের বিশ্বকাপ৷ ঢাকায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান৷ তাই ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোয় লেগেছে কাউন্টডাউন ঘড়ি৷

https://p.dw.com/p/zufz
ঢাকায় আসছেন ক্যাটরিনা কাইফছবি: UNI

আনন্দের সংবাদ এই যে বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে ঢাকায় আসছেন বলিউড তারকারা৷

বিশ্বকাপ ক্রিকেট শুরুর ঠিক আগে ঢাকা সাজছে নতুন সাজে৷ বিভিন্ন সংগঠন আয়োজন করছে এ উপলক্ষে নানা আনন্দানুষ্ঠানের৷ সবচেয়ে বড় আয়োজনটি করছে এটিএন রেকর্ডস৷ তাদের অনুষ্ঠানে থাকবেন ভারত, বাংলাদেশ এবং শ্রীলংকার নামকরা সব নায়ক নায়িকা, গায়ক গায়িকা৷

Beschluss zu Ausweitung des Kampfes gegen den Terrorismus
এবার সাল্লু ভাইকে সামনা সামনি দেখবে ঢাকার দর্শকছবি: picture-alliance/dpa/Pakistan Army Forces-Anadolu Agency

বাংলাদেশের প্রতিষ্ঠান এটিএন রেকর্ডস জানিয়েছে, এরই মধ্যে সালমান খান, অক্ষয় কুমার, গোবিন্দ, ক্যাটরিনা কাইফ, সুস্মিতা সেন, প্রিয়াঙ্কা চোপড়া, মালাইকা অরোরা, সনু নিগম, শান, প্রীতম, রিয়া সেন ও উদিতা গোস্বামীর সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে তারা৷ এটিএন রেকর্ডসের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ঢাকার সাংবাদিকদের জানিয়েছেন, ‘‘বলিউডের তারকাদের সঙ্গে চুক্তি সম্পাদন সম্পন্ন৷ এখন বাংলাদেশ ও শ্রীলঙ্কার শিল্পীদের চূড়ান্ত করার কাজ হচ্ছে৷''

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বাংলাদেশে তিন দিনের অনুষ্ঠানের প্রথম আয়োজনটি হবে ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে৷ সেখানে অংশ নেবেন অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, সুস্মিতা সেন, প্রীতম এবং বাংলাদেশ ও শ্রীলঙ্কার শিল্পীরা৷ ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে উদ্বোধনী অনুষ্ঠান৷ পরদিন বঙ্গবন্ধু স্টেডিয়ামের অনুষ্ঠানে যোগ দেবেন বলিউডের ১২ জন তারকা৷ বিকেল চারটা থেকে রাত ১০টা পর্যন্ত ছয় ঘণ্টার এই অনুষ্ঠানে আরও থাকবেন বাংলাদেশ ও শ্রীলঙ্কার শিল্পীরা৷ দ্য বিগ শো নামের এই আয়োজনটির সঙ্গে থাকছে আতশবাজির আলোকছটা৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক