1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিশ্ব জুড়ে রেমিটেন্স প্রবাহ কমবে

১৭ জুলাই ২০০৯

বিশ্ব অর্থনৈতিক মন্দার কারণে বিশ্ব জুড়ে রেমিটেন্স প্রবাহ সাত থেকে দশ ভাগ কমবে ২০০৮ এর তুলনায়৷ বিশ্ব ব্যাংকের প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য প্রকাশ করা হয় সোমবার৷

https://p.dw.com/p/IrPt
ছবি: AP

রিপোর্টে বলা হয়, যেসব দেশের অর্থনীতির সঙ্গে অ্যামেরিকার অর্থনীতি জড়িত তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে৷ আর ইউরোপ এবং মধ্য এশিয়ার দেশগুলোর জন্য বিষয়টি হবে আরো ভয়াবহ ৷ কারণ সেখানে রেমিটেন্স প্রবাহ কমবে ১৫ থেকে ১৭ভাগ৷

রিপোর্টে বলা হচ্ছে, ২০০৮ এর সেপ্টেম্বরে অ্যামেরিকা থেকে বিশ্ব মন্দার যে-প্রভাব শুরু হয় তা বিশ্বের সকল অর্থনৈতিক কর্মকান্ডে ছড়িয়ে পড়ে৷ আর রেমিটেন্স কতোটা নামবে বা বাড়বে তা অনেকাংশেই নির্ভর করছে যে- দেশগুলো বিদেশ থেকে শ্রমিক নিয়ে থাকে তাদের অর্থনৈতিক অগ্রগতির উপর৷

এই রিপোর্টে বলা হয়েছে, ২০০৮ সালে বিশ্ব জুড়ে রেমিটেন্স প্রবাহ ২০০৭ এর তুলনায় বাড়ে ১৫ ভাগ৷ অর্থা ২৮৫বিলিয়ন ডলার থেকে ৩২৮বিলিয়ন ডলারে দাড়াঁয়৷ এর মধ্যে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে বিশ্বব্যাপী রেমিটেন্সের প্রবাহ বেড়েছিল শতকরা ৩৩ ভাগ৷ ভারত একাই ৫২ বিলিয়ন ডলার আয় করে৷ অন্যদিকে পূর্ব এশিয়ার দেশ চীন এবং ফিলিপাইনস-এ রেমিটেন্স বাড়ে ২০ভাগ৷ বিশ্ব ব্যাংক বলছে, ২০০৯ এ রেমিটেন্স প্রবাহ কমলেও ২০১০ সালে উন্নয়নশীল দেশগুলো এই ঘোর প্যাঁচ থেকে কিছুটা হলেও বের হয়ে আসতে পারবে৷ তাদের মতে, রেমিটেন্স প্রবাহ তখন বর্তমান হার থেকে বাড়বে ২.৯ ভাগ৷

বিশ্বের যে-সব দেশে সবচেয়ে বেশি অভিবাসী শ্রমিক উপস্থিত হয় তার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অষ্ট্রেলিয়া, মালয়শিয়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, ইটালি, স্পেন এবং মধ্য প্রাচ্যের দেশগুলো ৷ কিন্তু প্রতিটি দেশই অর্থনৈতিক মন্দার প্রভাবে তাদের অভিবাসী শ্রমিক গ্রহণের সংখ্যায় কাট-ছাঁট করে৷ যার ফলে কমে যায় বিদেশী শ্রমিকদের যাতায়ত৷ বিশ্বব্যাংকের উন্নয়ন কর্মকান্ড পরিচালনা গ্রুপের পরিচালক হানস টিমার বলছেন, একটা ঝুঁকি থেকেই যায়৷ কর্মী গ্রহণকারী দেশগুলোতেই যে হারে বেকারত্ব বাড়ছে তাতে, দেশগুলো অভ্যন্তরীণ চাকরির চাহিদা মেটাতে শ্রমিক নেয়ার হার আরো কমিয়ে দিতে পারে৷ বিশ্ব ব্যাংকের রিপোর্ট মতে, এবছরের শেষ নাগাদ অর্থনীতিতে সবচেয়ে খারাপ এক পরিস্থিতি তৈরি হবে৷ তবে এর পরই বিশ্ব অর্থনীতি শতকরা দুইভাগ বাড়বে ২০১০ সাল নাগাদ ৷ আর ২০১১ নাগাদ ৩.২ ভাগ বাড়বে ৷

বিশ্ব ব্যাংক তার রিপোর্টে বলছে, গেল বছর সবচেয়ে বেশি রেমিটেন্স ঘরে এনেছে ভারত ৷ যার পরিমাণ ৫২ বিলিয়ন ডলার ৷ এর পরই আছে চীন ৪০.৬ বিলিয়ন ডলার, মেক্সিকো ২৬.৩ বিলিয়ন ডলার, ফিলিপাইনস ১৮.৬ বিলিয়ন ডলার, পোল্যান্ড ১০.৭ বিলিয়ন ডলার, নাইজিরিয়া ১০ বিলিয়ন ডলার, এবং বাংলাদেশ ৯ বিলিয়ন ডলার৷

বিশ্ব ব্যাংকের এই রিপোর্টের সহকারী লেখক, দীলিপ রাথা বলছেন, রেমিটেন্স হল বহু পরিবারের প্রধান অর্থনৈতিক চালিকা শক্তি বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে৷ তাই রেমিটেন্স প্রবাহের সামান্য হের ফের অনেক বড় রকমের প্রভাব রাখে দেশগুলোর অর্থনীতিতে ৷

প্রতিবেদক: ঝুমুর বারী

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক