1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এমএইচ১৭ দুর্ঘটনার জন্য দায়ী রাশিয়া?

২৫ মে ২০১৮

২০১৪ সালে ইউক্রেনের আকাশসীমায় মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ১৭ ফ্লাইট দুর্ঘটনার জন্য শুক্রবার রাশিয়াকে দায়ী করেছে নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া৷ বিষয়টি আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়া হতে পারে বলে জানিয়েছে ডাচ সরকার৷

https://p.dw.com/p/2yKXN
ছবি: Oleg Vtulkin

একদিন আগে একটি আন্তর্জাতিক তদন্ত দল তাদের প্রতিবেদনে ঐ দুর্ঘটনার জন্য রাশিয়াকে দায়ী করে৷ অস্ট্রেলিয়া, বেলজিয়াম, মালয়েশিয়া, নেদারল্যান্ডস ও ইউক্রেনের প্রতিনিধিরা ঐ তদন্ত দলে ছিলেন৷ প্রতিবেদনে বলা হয়, ‘বুক’ নামে যে মিসাইল ব্যবহার করে দুর্ঘটনাটি ঘটানো হয়, সেটি রাশিয়ার একটি সামরিক ঘাঁটি থেকে ছোঁড়া হয়েছে৷ আর যে বাহনগুলোতে করে মিসাইলটি পরিবহণ করা হয়েছে, সেগুলোও রুশ সামরিক বাহিনীর বলে জানায় ঐ তদন্ত দল৷

বিমানটিতে থাকা ২৯৮ জন যাত্রীর সবাই প্রাণ হারিয়েছিলেন৷ ২০১৪ সালের ১৭ জুলাই বিমানটি আমস্টারডাম থেকে কুয়ালালামপুর যাচ্ছিল৷ অধিকাংশ যাত্রী ছিলেন নেদারল্যান্ডসের৷ অস্ট্রেলিয়ারও বেশ কয়েকজন যাত্রী ছিলেন ঐ ফ্লাইটে৷

Karte Flug MH17
ফ্লাইটটি যেখানে দুর্ঘটনায় পড়েছিল

তদন্ত দলের প্রতিবেদন উল্লেখ করে ডাচ পররাষ্ট্রমন্ত্রী স্টেফ ব্লক জানান, নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া রাশিয়ার জড়িত থাকার বিষয়টি বিশ্বাস করছে৷ এক বিবৃতিতে ডাচ সরকার জানিয়েছে, তদন্তের ‘পরবর্তী’ ধাপ হতে পারে বিষয়টি আন্তর্জাতিক আদালত বা কোনো সংস্থায় তোলা৷

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চেয়েছেন৷ তদন্তের ফলাফল ‘আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি' বলে মনে করছেন তিনি৷

তবে ক্রেমলিন এসব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, রাশিয়াকে যেহেতু তদন্তের অংশ হতে দেয়া হয়নি, তাই এই প্রতিবেদন বিশ্বাস করা যায়না৷ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, দুর্ঘটনায় ব্যবহৃত মিসাইলটি যে রাশিয়ার ছিল সে ব্যাপারে কোনো ‘তথ্যপ্রমাণ’ দেয়নি নেদারল্যান্ডস৷ দেশটির সরকার তাদের ‘নিজেদের রাজনৈতিক লক্ষ্য অর্জনের’ জন্য এমন করছে বলেও অভিযোগ করেন তিনি৷

দুর্ঘটনা বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানোর আগে রাশিয়ার দেয়া প্রমাণগুলো পর্যবেক্ষণ করে দেখতে ডাচ পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান লাভরভ৷

এদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাবর বলে এসেছে যে, মিসাইলটি ইউক্রেনের সামরিক বাহিনীর ছিল৷

ন্যাটো মহাসচিব ইয়েন্স স্টলটেনব্যার্গ ‘দায় স্বীকার’ করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন৷

জার্মানি, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি ও যুক্তরাজ্যও আন্তর্জাতিক তদন্ত দলের প্রতিবেদনের প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে৷

জেডএইচ/জেডএ (এপি, এএফপি, রয়টার্স)

এমএইচ১৭ দুর্ঘটনার চারদিন পর প্রকাশিত ছবিঘরটি দেখুন...

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য