1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিনায়ক সেন মামলায় ছত্তিশগড় সরকারকে সুপ্রিম কোর্টের নোটিশ

১১ মার্চ ২০১১

রাষ্ট্রদ্রোহিতার অপরাধে মানবতাবাদী চিকিৎসক বিনায়ক সেনের যাবজ্জীবন শাস্তি মামলায় ছত্তিশগড় সরকারকে নোটিশ জারি করেছে ভারতের সুপ্রিম কোর্ট৷ চার সপ্তাহের মধ্যে এর জবাব দিতে হবে৷

https://p.dw.com/p/10XaY
চিকিৎসক বিনায়ক সেনছবি: AP

মাওবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মানবতাবাদী চিকিৎসক বিনায়ক সেনকে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী সাব্যস্ত করে ছত্তিশগড়ের দায়রা আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দন্ডিত করলে তার বিরুদ্ধে আপীল ছত্তিশগড় উচ্চ আদালত গত ১০ই ফেব্রুয়ারি খারিজ করে তাঁর শাস্তি বহাল রাখেন এবং জামিন নামঞ্জুর করেন৷ হাইকোর্টের রায়কে সুপ্রীম কোর্টে চ্যালেঞ্জ করেন বিনায়ক সেন৷ আবেদনে তিনি বলেন, যথেষ্ট প্রমাণ না থাকা সত্ত্বেও তাঁকে এই শাস্তি দেয়া ন্যায়বিচারের খেলাপ৷ তাঁকে অবিলম্বে জামিন দেয়া হোক৷

এই আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টে দুই বিচারকের বেঞ্চ চার সপ্তাহের মধ্যে জবাব চেয়ে আজ নোটিশ জারি করেছে ছত্তিশগড় সরকারকে৷ বিনায়ক সেনের আইনজীবী অবশ্য সোমবার পর্যন্ত তা মুলতুবি রাখার আর্জি জানিয়েছিল৷

ডাক্তার সেনের শাস্তি নিয়ে দেশে বিদেশে তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ নোবেল পুরস্কার বিজয়ী ৪০ জন বিশ্ব ব্যক্তিত্ব, যার অন্যতম ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী ভেঙ্কটরমন রাধাকৃষ্ণন, ভারতের রাষ্ট্রপতির কাছে বিনায়ক সেনের মুক্তি এবং তাঁর প্রতি ন্যায়বিচারের আবেদন জানান৷ আবেদনে বলা হয়, ডাক্তার সেন একজন সাহসী ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে ভারতের বঞ্চিত অবহেলিতদের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন৷ ভারতের শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী সমাজ এবং মানবাধিকার সংগঠন এই শাস্তিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে৷

দক্ষিণ ভারতের ভেলোর খ্রীস্টান কলেজ থেকে ডাক্তারি পাশ করে অনগ্রসর রাজ্য ছত্তিশগড়ের প্রত্যন্ত অঞ্চলে জনজাতিদের স্বাস্থ্যসেবায় ডা. সেন নিজেকে নিয়োজিত করেন৷ মানবতাবাদী ডাক্তার সেন পিপলস ইউনিয়ন অফ সিভিল লিবার্টির সহ-সভাপতি৷ মানবসেবায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে গ্লোবাল হেলথ কাউন্সিল ২০০৬ সালে তাঁকে জনাথন ম্যান পুরস্কার দেন৷

বিনায়ক সেন ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত জেলে আটক থাকেন৷ আবার তাঁকে গ্রেপ্তার করা হয় ২০১০-এর ডিসেম্বরে৷ ছত্তিশগড়ে মাওবাদী নেটওয়ার্ক গড়ে তোলায় মদত দেবার অভিযোগে ডাক্তার সেনের সঙ্গে নক্সাল তাত্ত্বিক নারায়ণ সান্যাল এবং কলকাতার পীযুষ গুহের অনুরূপ শাস্তি হয়৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি

সম্পাদনা: সঞ্জীব বর্মন