1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিন হাম্মামেরও পদত্যাগ করা উচিত: পিটার ভেলাপ্পান

২১ জুন ২০১১

সোমবার পদত্যাগ করেছেন ফিফার ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নার৷ এবার এশীয় ফুটবল সংগঠনের প্রাক্তন প্রধান পিটার ভেলাপ্পান বর্তমান প্রধান মহম্মদ বিন হাম্মামের পদত্যাগের দাবি করলেন৷

https://p.dw.com/p/11g0r
FIFA, Mohamed Bin Hammam
এশীয় ফুটবল সংগঠনের প্রধান মহম্মদ বিন হাম্মামছবি: AP

ফিফার দুর্নীতি কেলেঙ্কারির রেশ এখনো কাটছে না৷ সেপ ব্লাটার তৃতীয় বারের মতো ফিফার প্রধান হিসেবে নির্বাচিত হয়েছেন বটে, কিন্তু সংকট ফিফার পেছন ছাড়ছে না৷ সোমবার পদত্যাগ করেছেন ফিফার ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নার৷ দুর্নীতির অভিযোগের মুখে তিনি মারাত্মক সব গোপন কেচ্ছা ফাঁস করে দেবার হুমকি দিয়েছিলেন৷ কিন্তু ফিফা আপাতত ওয়ার্নারের বিরুদ্ধে অভিযোগের তদন্ত বন্ধ সিদ্ধান্ত নেওয়ায় অনেকের মনে হচ্ছে, দুই পক্ষের মধ্যে হয়তো কোনো রফা হয়েছে৷ এর আগে ঘুস নেওয়ার অভিযোগের জের ধরে ওয়ার্নার'কে সাসপেন্ড করা হয়েছিল৷ তাঁর বিরুদ্ধে তদন্তও চলছিল৷ নির্বাচনে ব্লাটার'এর প্রতিদ্বন্দ্বী মহম্মদ বিন হাম্মাম'কে জেতাতে ঘুস দেওয়ার অভিযোগ ঝুলছে তাঁর কাঁধে৷

Jack Warner
সোমবার পদত্যাগ করেছেন ফিফার ভাইস প্রেসিডেন্ট জ্যাক ওয়ার্নারছবি: picture-alliance/dpa

এবার বিন হাম্মামের বিরুদ্ধে কামান দাগলেন পিটার ভেলাপ্পান৷ দীর্ঘ ৩০ বছর ধরে তিনি এশীয় ফুটবল সংগঠনের শীর্ষে ছিলেন৷ ২০০৭ সালে তিনি অবসর গ্রহণ করেন৷ দুর্নীতির দায়ে বিপর্যস্ত ফিফার মান-সম্মান বাঁচাতে বিন হাম্মাম সহ নির্বাহী কমিটির সব সদস্যেরই একযোগে পদত্যাগ করা উচিত বলে তিনি মনে করেন৷ সেইসঙ্গে এশিয়ার ফুটবল জগতের স্বার্থে বিন হাম্মামের এশীয় ফুটবল সংগঠনের শীর্ষ পদ থেকে সরে যাবার সময় এসে গেছে৷ ভেলাপ্পান মনে করেন, বিন হাম্মামও সেটা বুঝতে পেরেছেন৷ তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে বলে আপাতত তাঁর কাজ সামলাচ্ছেন চীনের জাং জিলং৷ তবে বিন হাম্মাম পদত্যাগ করলে দুই থেকে তিন জন প্রার্থী এই পদের জন্য নির্বাচনে লড়বেন বলে ভেলাপ্পানের বিশ্বাস৷ তাছাড়া গোটা ফুটবল জগত এখন শুধু টাকার পেছনে দৌড়চ্ছে বলেও ক্ষোভ প্রকাশ করেন ভেলাপ্পান৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ