1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিদ্রোহীদের ওপর গাদ্দাফি বাহিনীর হামলা অব্যাহত

৮ মার্চ ২০১১

লিবিয়ায় বিদ্রোহীদের ওপর মঙ্গলবারও হামলা চালিয়েছে গাদ্দাফি বাহিনী৷ তাদের হামলার শিকার হয়েছে সাধারণ মানুষের ঘরবাড়িও৷ এদিকে দেশটির উপর উড়াল নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে খসড়া প্রস্তাব তৈরি হচ্ছে বলে জানা গেছে৷

https://p.dw.com/p/10VIs
একজন বিদ্রোহীছবি: dapd

সর্বশেষ পরিস্থিতি

লিবীয় শহর রাস লানুফের উপর চারবার বিমান হামলা করেছে গাদ্দাফি বাহিনী৷ এসময় বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে মারা হয়৷ তবে প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি৷ এসব হামলার লক্ষ্যবস্তু বিদ্রোহীরা হলেও শহরের আবাসিক এলাকায়ও হামলার খবর পাওয়া গেছে৷ এমনই এক হামলায় একটি দ্বিতল ভবনের দেয়াল ধসে যায়৷

বিদ্রোহীদের সঙ্গে আপোসের খবর

দুটি আরব পত্রিকা ও আল জাজিরা এ ধরনের খবর দিয়েছিল৷ কিন্তু পরে সেটা লিবিয়ার সরকারের পক্ষ থেকে প্রত্যাখ্যান করা হয়েছে৷ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই খবরকে ‘পুরোপুরি বানোয়াট' বলেছেন৷ এদিকে বিরোধীদের নিয়ে গড়া জাতীয় পরিষদের প্রধান মুস্তাফা আবদেল জলিল বার্তা সংস্থা এএফপি'কে বলেছেন, গাদ্দাফি নিজে কাউকে আলোচনার জন্য পাঠায়নি৷ রক্তপাত থামাতে কয়েকজন আইনজীবী নিজেরা এই উদ্যোগ নিয়েছিলেন৷ এছাড়া জলিল বলেছেন গাদ্দাফি যদি ৭২ ঘন্টার মধ্যে সরে দাঁড়ায় তাহলে তাঁর বিরুদ্ধে কোনো মামলা করা হবেনা৷ অর্থাৎ বোঝা যাচ্ছে তিনি অবস্থার একটি শান্তিপূর্ণ সমাধান চান৷

উড়াল নিষেধাজ্ঞা

ফ্রান্স আর ব্রিটেন মিলে এ বিষয়ে একটা খসড়া তৈরি করছে৷ যেটা নিয়ে ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীরা বৃহস্পতিবার আলোচনা করবেন৷ এদিকে ওআইসি'র মহাসচিব একমেলেদ্দিন ইহসানুগলো এ ধরনের নিষেধাজ্ঞার পক্ষে তাঁর সমর্থন জানিয়েছেন৷ এছাড়া সমর্থন জানিয়েছে গল্ফ রাষ্ট্রগুলোও৷ তারা আরব লিগের একটা জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে৷ যেটা হবে এই শুক্রবারে৷

উড়াল নিষেধাজ্ঞা বিভিন্ন ধরনের হতে পারে৷ তবে লিবিয়ার ক্ষেত্রে যেটা পরিকল্পনা করা হচ্ছে সেটা হলো, এর ফলে দেশটির আকাশের একটা নির্দিষ্ট সীমানার উপর দিয়ে কোনো কিছু উড়তে পারবে না৷ এর মানে হলো গাদ্দাফি বাহিনী বর্তমানে যে বিমান থেকে হামলা করছে সেটা বন্ধ হবে৷ কিন্তু সামরিক বিশেষজ্ঞদের ধারণা এসব করেও গাদ্দাফিকে থামানো যাবে না৷ এর আগে ১৯৯১ সালে ইরাকের আকাশে এবং ৯৪-৯৫ সালে বসনিয়ার যুদ্ধের সময় এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: সঞ্জীব বর্মন