1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জরিপে এগিয়ে ট্রাম্প

১১ আগস্ট ২০১৫

নারীর অবমাননার অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় বিরূপ প্রভাব ফেলেনি৷ ফক্স নিউজ-এর উপস্থাপিকা সম্পর্কে ‘আপত্তিকর মন্তব্য’ করার পরও রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে তিনি৷ জরিপ তা-ই বলছে৷

https://p.dw.com/p/1GDAq
Donald Trump The Celebrity Apprentice
ছবি: picture-alliance/AP Photo/C. Pizzello/Invision

বৃহস্পতিবার ফক্স নিউজ চ্যানেলে প্রেসিডেন্ট নির্বাচনের সম্ভাব্য প্রার্থীদের বিতর্ক অনুষ্ঠানে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প৷ রিপাবলিকান দলের প্রার্থী হবার দৌড়ে তখনো তিনি এগিয়ে৷ এক পর্যায়ে অনুষ্ঠানের সঞ্চালিকা মেগেন কেলি নারী সম্পর্কে ট্রাম্পের অতীতের কিছু আপত্তিকর মন্তব্য সম্পর্কে প্রশ্ন করেন৷ এ নিয়ে তখন কোনো বিতর্ক না হলেও পরের দিন সিএনএন-এ করা ট্রাম্পের একটি মন্তব্য যুক্তরাষ্ট্রে বিতর্কের ঝড় তোলে৷ সেখানে ফক্স নিউজের মেগেন কেলির প্রসঙ্গ টেনে রিপাবলিকান নেতা ট্রাম্প বলেন, ‘‘সেই মুহূর্তটি লক্ষ্য করলে দেখবেন, ওর চোখ থেকে, সব জায়গা থেকে রক্ত বের হচ্ছিল৷ ''

ডোনাল্ড ট্রাম্পের এই ইঙ্গিতপূর্ণ মন্তব্যকে শিষ্টাচার বহির্ভূত মনে করেছেন অনেকেই৷ সমালোচকদের মতে, ‘সব জায়গা থেকে রক্ত বের হচ্ছিল' বলে ট্রাম্প আসলে মেগেন কেলির ঋতুস্রাব বোঝাতে চেয়েছেন৷ এমন ইঙ্গিতপূর্ণ এবং ‘আপত্তিকর' মন্তব্যের জন্য প্রার্থীতার দৌড়ে পিছিয়ে পড়ার আশঙ্কা দেখা দিলেও ৬৯ বছর বয়সি রিয়েল এস্টেট ব্যবসায়ী তা আমলে নেননি৷ ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়ে এবিসি নিউজকে তিনি বলেছেন, ‘‘ভুল করলে আমি ক্ষমা চাই৷ কিন্তু এখানে আমি কোনো ভুল করিনি, ভুল কিছু বলিনি৷ (সব জায়গা থেকে – এ কথা বলে) আমি আসলে নাক, চোখ ইত্যাদির কথা বুঝিয়েছিলাম৷ আমার কথার ভুল ব্যখ্যা করা হয়েছে৷'' এবিসি নিউজের ‘দ্য উইক' অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প আরো বলেন, ‘‘আমি নারীদের অনুরাগী৷ আমি তাঁদের সাহায্য করতে চাই৷"

Donald Trump und Jeb Bush während des Fernsehduells (Foto: Reuters)
বিতর্ক অনুষ্ঠানে অংশ নেন ডোনাল্ড ট্রাম্প ও জেব বুশছবি: Reuters

এভাবে আত্মপক্ষ সমর্থন এবং নির্বাচনি প্রচারাভিযানে নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করলেও মেগেন কেলি সম্পর্কে ওই মন্তব্যের কারণে বড় ক্ষতির আশঙ্কার মুখে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প৷ শনিবার আটলান্টায় গুরুত্বপূ্র্ণ এক সভায় ভাষণ দেয়ার কথা ছিল তাঁর৷ কিন্তু নারী সম্পর্কে বিরূপ মন্তব্য করার বিষয়টি উল্লেখ করেই সেই সভায় ভাষণ দেয়ার আমন্ত্রণ প্রত্যাহার করে নেয়া হয়৷

শেষ পর্যন্ত অবশ্য দেখা গেল, মেগেন কেলি সম্পর্কে অনেকের মতে, ‘আপত্তিকর', ‘শিষ্টাচারবর্জিত' মন্তব্য করা সত্ত্বেও বিষয়টি ট্রাম্পের ভোট ব্যাংকে কোনো বিরূপ প্রভাব ফেলেনি৷ সর্বশেষ জরিপে দেখা গেছে, রিপাবলিকান প্রার্থীদের মধ্যে জনপ্রিয়তায় এখনো অনেক তিনিই এগিয়ে৷ বৃহস্পতিবার থেকে রবিবারের মধ্যে জরিপ চালিয়ে দেখা গেছে, রিপাপলিকান দলের সব সম্ভাব্য প্রার্থীর চেয়ে অনেক এগিয়ে ট্রাম্প৷ তাঁর সবচেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী এখনো জেব বুশ৷ তাঁর চেয়ে ট্রাম্প এখনো দ্বিগুণ জনপ্রিয়৷ জরিপে দেখা গেছে, এখনো অন্তত ২৪ শতাংশ রিপাবলিকান ভোটারের আস্থায় আছেন ট্রাম্প, অন্যদিকে জেব বুশকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দেখতে চেয়েছেন মাত্র ১২ শতাংশ রিপাবলিকান ভোটার৷

এসিবি/ডিজি (এপি, রয়টার্স, এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য