1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিডিআর মামলার চার্জশিট নিয়ে প্রশ্ন

১৩ জুলাই ২০১০

রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই বিডিআর সদর দফতরে সেনা কর্মকর্তা হত্যাকাণ্ডের চার্জশিট দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন৷

https://p.dw.com/p/OIKL
ছবি: DW

চার্জশিটে প্রকৃত অপরাধীদের আড়ালে রেখে বিএনপি নেতা নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর নাম অন্তর্ভুক্তিকে আষাঢ়ে গল্প বলে তিনি অভিযোগ করেন৷ এই চার্জশিটে সরকারের প্রভাব রয়েছে – এমন অভিযোগ করে খোন্দকার দেলোয়ার বলেন, তদন্তে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে৷ বিএনপি মহাসচিব বলেন, বিরোধীদলকে নিশ্চিহ্ন করতে সরকার মরিয়া হয়ে উঠেছে৷ এই নির্যাতন পরিহার করার আহ্বান জানান তিনি৷ তিনি বলেন, জনগণ সরকারের এই ষড়যন্ত্রের জবাব দেবে৷ তিনি নাসিরউদ্দিন পিন্টুর এই মামলা ‘সাজানো' বলে উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহার ও পিন্টুর নিঃশর্ত মুক্তির দাবি জানান সংবাদ সম্মেলনে৷

তবে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির এ্যাডিশনাল এসপি আব্দুল কাহহার আকন্দ জানিয়েছেন, তিনি নিরপেক্ষভাবে তদন্ত করেছেন৷ কোন রাজনৈতিক চিন্তা তার মাথায় ছিলনা৷ এজন্য বিদেশী তদন্ত সংস্থারও সহায়তা নেয়া হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন