‘বিজ্ঞান বিষয়ক লেখাগুলি উপভোগ করি’ | পাঠক ভাবনা | DW | 08.07.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বিজ্ঞান বিষয়ক লেখাগুলি উপভোগ করি’

আমি ডয়চে ভেলের বাংলা ওয়েবসাইটের পাঠিকা এবং একজন ছাত্রী৷ সেই কারণেই কিনা জানি না, বিজ্ঞান বিষয়ক লেখাগুলি আমি বেশ আগ্রহভরে উপভোগ করি৷ পড়ে খুব আনন্দ হয়, কিন্তু এতদিন লেখা হয়নি৷

আজ হঠাৎ ‘দৃষ্টিহীনদের জন্য বই তৈরি করুন আপনি' লেখাটির সাথে ছবি খোঁজার প্রতিযোগিতার ছবিটি দেখতে পেয়ে গেলাম৷ তাই মনে হলো, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একটা চিঠি লিখে ফেলি, তাই লিখছি৷ আগে আপনাদের ওয়েবসাইট সম্পর্কে আমার অনুভূতির কথা কিছু লিখি৷ রাজনীতি আমি বুঝি না৷ তাই সে সম্বন্ধে লিখবো না, যদিও ভারতীয় রাজনীতির উপর লেখাও মাঝেমাঝেই আপনাদের ওয়েবসাইটে থাকে৷

আমার ভালো লাগে বিজ্ঞানের উপর লেখাগুলি৷ তবে তার চেয়েও ভালো লাগে এগুলির সাথে অত্যন্ত উন্নতমানের ঝকঝকে ছবিগুলি৷ ‘ডলফিন বাঁচাতে ক্রোয়েশিয়ার উদ্যোগ' লেখাটির সাথে তিনটি ডলফিনের যে ছবিটা রয়েছে, সেটা তো অসাধারণ৷ আজ একসাথে অনেকগুলি লেখা পেলাম৷ মহাকাশের আবর্জনা সাফের পরিকল্পনা সংক্রান্ত লেখাগুলি পড়তে পড়তে ভাবছিলাম, কল্পবিজ্ঞানের লেখা পড়ছি না তো! খুব ভালো লেগেছে৷ জানি না নিয়মিত লিখতে পারবো কি না৷ তবে আপনাদের একজন একনিষ্ঠ পাঠিকা হিসাবে থেকে যাব৷ শিং ভাঙা মোড়, গঙ্গাজলঘাটী,বাঁকুড়া থেকে তার প্রথম ই-মেলটি এভাবেই লিখেছেন অন্বেজা মাজি৷

সুপ্রিয় বন্ধুরা, আমার ভালোবাসা ও শুভেচ্ছা নিবেন, আশা করছি সবাই ভালো আছেন৷

‘‘ধন্যবাদ সবাইকে৷ প্রিয় বন্ধুরা, আপনারা বেশ কিছুদিন থেকেই লক্ষ্য করছেন ‘পাঠক ভাবনা' পাতায় আর তেমন মতামত থাকছে না৷ অর্থাৎ, পাঠক বন্ধুরা আর আগের মতো ই-মেল বা এসএমএস করছেন না৷ কাজেই প্রতিদিন আর নতুন নতুন চিঠিপত্র দিয়ে সাজানোও সম্ভব হচ্ছে না৷ শুধু নামে মাত্র ‘পাঠক ভাবনা' পাতাটি কি থাকার প্রয়োজন আছে বলে আপনারা মনে করেন? আমরা জানানোর অনুরোধ করছি৷''

- ওয়েবসাইটের ‘পাঠক ভাবনা' পাতায় আপনাদের এই লেখাটি পড়ে খুবই মর্তমাহত হলাম৷ ওয়েবসাইটে আপনারা একটা পাতা বেশি রাখবেন, তার জন্য জানিনা কত টাকা আপনাদেরকে বেশি দিতে হয়৷ থাকনা একটা পাতা ওয়েবসাইটে আমাদের জন্য৷ সপ্তাহে না হয় মাসে একবার আপডেট করুন তবুও যেন পাতাটি বন্ধ করা না হয়৷ এটা হলে খুবই দুঃখের কথা হবে৷ আমরা সময়ের অভাবে ঠিকমতো না লিখতে পারলেও প্রতিদিনই ওয়েবসাইটটি দেখা হয়৷ ভালো থাকবেন সবাই৷ মো. সোহেল রানা হৃদয় ভিউয়ার, আইজিএসএন্ডসি, ঢাকা সেনানিবাস থেকে লিখেছেন৷

‘পাঠক ভাবনা'-র আসল উদ্দেশ্য ওয়েবসাইটের নানা বিষয় তুলে ধরা৷ প্রতিবেদনগুলো পড়ে আমাদের ভালো লাগা না লাগা, সুচিন্তিত মতামত বা গঠনমূলক সমালোচনা ও আমাদের অনুরোধ ডয়চে ভেলেকে জানিয়ে দেওয়ার কাজটা আমাদের৷ একই সাথে একজন পাঠকের মনের কথা অন্য পাঠকদের কাছে পৌঁছে দেওয়া যায় এ পাতার মাধ্যমে৷ আমরা যদি একটু সময় ব্যয় করে আমাদের লেখনীর মধ্য দিয়ে আমাদের কথা ডয়চে ভেলেকে বা পাঠকদের কাছে পৌঁছে দিতে না পারি, তাহলে কেবল নামে মাত্র ‘পাঠক ভাবনা' পাতাটিকে টিকিয়ে রাখার প্রয়োজন আছে বলে আমি মনে করি না৷ কথাটা লিখতে যদিও হৃদয় ভারাক্রান্ত হচ্ছে, তবুও মনের কথা না জানিয়ে পারলাম না৷ পাঠক ভাবনা থাকুন বা না থাকুক, কিছু যায় আসে না৷ বাংলা ওয়েবসাইটটি যেন স্বমহিমায় বিরাজমান থাকে, যেন রেডিওর মতো একদিন হারিয়ে না যায় – শুধু এইটুকু অনুরোধ রইলো৷ কথা দিলাম ডয়চে ভেলে যে মাধ্যমেই আমাদের কাছে উপস্থিত হবে, আমারা সবসময় পাশে থাকবো৷ সুভাষ চক্রবর্তী, নতুন দিল্লি৷

- বন্ধুরা, এই পাতাটি সাজানো হয় পাঠক বন্ধুদের পাঠানো মতামত দিয়ে আর সেখানে যদি পাঠকদের মতামত না থাকে তাহলে কি দেয়ে সাজানো হবে বলুন? বন্ধু সোহেল রানা লিখেছেন, ‘সাপ্তাহে না হয় মাসে একবার আপডেট করুন'৷ এর উত্তরে বলবো , অবশ্যই তা করা যেতে পারে৷ কিন্তু আমরা এর আগে দেখেছি যে, একটি পাতা এতদিন আপেডেট না হলে নানা অভিযোগ আসতে শুরু করে পাঠক বন্ধুদের, মানে আপনাদের কাছ থেকেই৷ আর হ্যাঁ বন্ধুদের জানাই, আমাদের নতুন ধাঁধা প্রতিযোগিতা শুরু হবে –তবে কখন এবং কি বিষয়ে – সেসব জানতে নিয়মিত আমাদের ওয়েবসাইটে ক্লিক করুন৷ মতামত জানানোর জন্য অনেক ধন্যবাদ এবং সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ



নির্বাচিত প্রতিবেদন