1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিএনপির সমাবেশের আগে দূরাপাল্লার বাস কম, পুলিশের তল্লাশি

৯ ডিসেম্বর ২০২২

শুক্রবার সকাল থেকে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল যেমন কমে গেছে তেমনি যাত্রীও তুলনামূলক কম৷ বিশেষ অভিযান হিসেবে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করার কথা জানিয়েছে পুলিশ৷

https://p.dw.com/p/4Ki2I
ছবি: Harun Ur Rashid Swapan/DW

ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় এ অবস্থা বিরাজ করছে বলে ধারণা পরিবহন চালক ও যাত্রীদের৷

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক (উত্তর) বিভাগের সার্জন মো. মসিউর রহমান জানান, সরকারি ছুটির দুদিনও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি আর যাত্রীর চাপ সামাল দিতে তাদের হিমশিম খেতে হয়৷ সেখানে সকাল থেকে এ সড়কে দূরপাল্লার বাস চলাচল কম থাকায় অলস সময় কাটাচ্ছেন৷

ঢাকা-ময়মনসিংহ সড়কের শ্রীপুরের মাওনা, জৈনা বাজার এবং চান্দনা-চৌরাস্তা মোড় ও ভোগড়া বাইপাস এলাকায় শুক্রবার সকাল থেকে হাতে গোনা কয়েকটি দূরপাল্লার বাস চলতে দেখা গেছে৷ লোকাল বাস স্বাভাবিকভাবে চলাচল করলেও যাত্রী ছিল খুবই ‘কম'৷

গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন থাকলেও তল্লাশি অভিযান তেমন চোখে পড়েনি৷ তবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পুলিশের টহল গাড়ি ও সাঁজোয়া গাড়ি সাইরেন বাজিয়ে টহল দিচ্ছে৷

চান্দনা-চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী ড্রিম ল্যান্ড পরিবহনের চালক নুর মোহাম্মদ বলেন, ‘‘আমাদের মধ্যে একটা আতংক কাজ করছে৷ কখন না জানি, আমাদের গাড়ি হামলার শিকার হয়৷ তবে সকাল থেকে আমাদের বাসে কোথাও পুলিশের কোনো তল্লাশি হয়নি৷”

একই কথা জানান ওই সড়কে চলাচলকারী সৌখিন পরিবহনের চালকের সহযোগী মো. রাশেদুল ইসলাম, শ্যামলী বাংলার চালক উত্তম কুমার, মায়িশা পরিবহনের শ্রমিক মো. রেজওয়ান ও ইমাম পরিবহনের বাবলু মিয়া৷

‘‘পারিবারিক প্রয়োজনে আমাকে ঢাকা যেতে হচ্ছে৷ অন্য সময়ের চেয়ে রাস্তায় দূরপাল্লার গাড়ি ও যাত্রীর সংখ্যা খুব কম৷ আমাদের বাস অর্ধেকেরও কম যাত্রী নিয়ে ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে৷ পথে তেমন সমস্যাও নাই৷” একথা বলেন ড্রিম ল্যান্ড বাসের যাত্রী মো. আক্কাছ আলী৷

গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোল্যা নজরুল ইসলাম বিডিনিউজকে বলেন, ‘‘মহাসড়কে পুলিশ টহল বাড়ানো হয়েছে৷ অতিরিক্ত পুলিশ সাঁজোয়া গাড়ি নিয়ে টহল দিচ্ছেন৷ আমরা প্রয়োজন মনে করলে চেকপোস্টে তল্লাশি করছি৷ কোথাও যদি তথ্য পাই সেক্ষেত্রে তল্লাশি পরিচালনা করছি৷”

শুক্রবার সকাল থেকে মহাসড়কগুলো দূরপাল্লার গাড়ি কম বলে ট্রাফিকের এ কর্মকর্তাও জানালেন৷

মাওনা চৌরাস্তার চেকপোস্টে কর্তব্যরত শ্রীপুর থানার এসআই মো. সাদিক জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী ছোট বড় যানবাহনগুলোর রেজিস্ট্রেশন ও ফিটনেসসহ যাবতীয় কাগজপত্র যাচাই করা হচ্ছে৷

শ্রীপুর থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, অবৈধ অস্ত্র ও মাদক যাদে কেউ বহন করতে না পারে সেজন্য চেকপোস্টে তল্লাশি চলছে, তাছাড়া অবৈধ যানগুলোও ধরা হচ্ছে৷

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি শুক্রবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈরের চন্দ্রা এলাকা ঘুরে দেখেছেন, উত্তরবঙ্গের প্রবেশদ্বার গাজীপুরের চন্দ্রা ত্রিমোড়ে গাড়ি ও যাত্রীদের তল্লাশি অব্যাহত আছে৷ এই পথ দিয়েই উত্তরবঙ্গের সব গাড়ি ঢাকায় প্রবেশ করে থাকে৷ সেখানে দুটি চেকপোস্ট বসিয়েছে পুলিশ৷

সন্দেহভাজন মোটরসাইকেল, পিকআপ ভ্যান, দূরপাল্লার বাস ও ট্রাক গতিরোধ করে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করছেন তারা৷

এদিকে শুক্রবার যাত্রী কম থাকার কথা জানিয়েছেন উত্তরবঙ্গগামী পরিবহনের চালকরাও৷ সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী এসআই পরিবহনের চালক জনি বলেন, ‘অদৃশ্য ভয়ে' লোকজন বাসা হতে বের হয়নি৷ যেখানে গাড়িভর্তি যাত্রী থাকে, সেখানে ১০-১২ জন যাত্রী নিয়ে চলতে হচ্ছে৷ একই কথা জানান ঢাকা-উত্তরবঙ্গগামী চলাচলকারী আলম পরিবহনের চালক আবু তাহেরও৷

গাজীপুরের পুলিশ সুপার কাজী শফিকুল আলম বলেন, ‘‘গত ১ ডিসেম্বর থেকে আমাদের বিশেষ অভিযান চলছে৷ এরই ধারাবাহিকতায় মহাসড়কে গাড়িতে তল্লাশি করা হচ্ছে৷”

এনএস/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান