1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাজনৈতিক সংকট

৫ মার্চ ২০১২

বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধান নিজেদেরই করতে হবে৷ কোন বিদেশি রাষ্ট্র বা সংঘের সুপারিশে বাংলাদেশের সমস্যার সমাধান হবেনা বা – এই অভিমত সাবেক তত্ত্বাবধায়ক সরকারে প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমানের৷

https://p.dw.com/p/14FAW
ছবি: AP

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কোন ধরনের সরকার ব্যবস্থার অধীনে হবে, তাই নিয়েই এখন চলছে রাজনৈতিক সঙ্কট৷ দেয়া হচ্ছে পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচি৷ বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার দাবি, আগামী নির্বাচন হতে হবে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে৷

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান একদম বিপরীত মেরুতে৷ আর আদালতের রায়ের ভিত্তিতে ইতিমধ্যেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে৷

এই রাজনৈতিক সংকট নিরসনে ইতিমধ্যেই কয়েকটি বিদেশি রাষ্ট্র ও জোটের প্রতিনিধিরা সক্রিয় হয়েছেন৷ তারা চাইছেন, দুই বড় দল আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুক৷ আর সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি হাবিবুর রহমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, আমাদের নিজেদেরই রাজনৈতিক সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করতে হবে৷ কোন বিদেশি রাষ্ট্র বা সংঘের পরামর্শে এই সমস্যার সমাধান হবেনা৷

তিনি বলেন, রাজনৈতিক সমস্যা সমাধানে বাংলাদেশের একটি নিজস্ব পদ্ধতি রয়েছে৷ সেই পদ্ধতিতে এগোতে হবে৷ আর শেখ হাসিনা এবং খালেদা জিয়া এক টেবিলে বসলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এমন ধারণাও ঠিক নয়৷

বিচারপতি হাবিবুর রহমান আরও বলেন, বাংলাদেশের তরুণরা অনেক সম্ভাবনাময় এবং মেধাবী৷ তারই সংকট থেকে বেরিয়ে আসার পথ খুঁজে বের করবে৷ তিনি বলেন আতঙ্কিত হওয়ার কিছু নাই, যতই সংকট থাকুক শেষ পর্যন্ত সমাধানও আসবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য