1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের ব্লগাররা বিশ্বের সেরা : আবু সুফিয়ান

৪ এপ্রিল ২০১১

সাংবাদিক হিসেবে আবু সুফিয়ান বেশ পরিচিত নাম৷ কাজ করেছেন অনলাইন পত্রিকায়, বর্তমানে একটি টেলিভিশনে কর্মরত তিনি৷ তাঁর ব্লগের শিরোনাম, আবু সুফিয়ান’এর বাংলা ব্লগ৷ সুফিয়ান’এর সর্বশেষ লেখাটি একজন ব্যবসায়ীকে নিয়ে৷

https://p.dw.com/p/10mw1

গত বছর ব়্যাব'এর গুলিতে প্রাণ হারায় ব্যবসায়ী ফজলুল হক৷ সেই হত্যাকাণ্ডের বিশদ বিবরণ ব্লগে তুলে ধরেছেন সুফিয়ান৷ তাঁর কাছে জানতে চাই, আপনি তো একাধারে সাংবাদিক এবং ব্লগার৷ এই দুই ভিন্ন মিডিয়ার মধ্যে কোনটিতে আপনি বেশ স্বাচ্ছন্দ্য বোধ করেন ? সুফিয়ান বলেন, ‘‘আমরা অনুসন্ধানী প্রতিবেদক এবং অনেক বেশি ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে জড়িত৷ স্বাচ্ছন্দের প্রশ্ন যদি আসে তাহলে আমাদের ক্ষেত্রে ব্লগ বা টেলিভিশন কোনটাই স্বাচ্ছন্দের জায়গা নয়৷ তবে স্বস্তির জায়গা হিসেবে আমি ব্লগকেই বেশি প্রাধান্য দেব৷ কেননা, সেখানে স্বাধীনভাবে, নিজের মতো করে মত প্রকাশ করা যায়৷''

ঝুঁকিতে ব্লগাররা

সুফিয়ান'এর কাছে প্রশ্ন ছিল, ব্লগে লেখার স্বাধীনতা যেমন পাওয়া যায়, তেমনি বিশ্বের বিভিন্ন দেশে মানবাধিকার বিষয়ক ব্লগারদের উপর হামলা, নির্যাতন এমনকি হত্যার খবরও আমরা দেখি৷ এই দিক বিবেচনায় বাংলাদেশের পরিস্থিতি কেমন ? তিনি বলেন, ‘‘এ ধরনের ঝুঁকি থেকে আমরাও মুক্ত নই৷ আমরা যারা অনুসন্ধানী প্রতিবেদন করছি, সেটা ব্লগে বা টিভিতে যেখানেই হোক, বিভিন্ন সময় আমাদেরকে আইন প্রয়োগকারী সংস্থা এবং অন্যান্য বিভিন্ন দলের হুমকির শিকার হই৷''

Screenshot sufiande Blog Flash-Galerie
আবু সুফিয়ান এর বাংলা ব্লগছবি: sufiande.blogspot.com

ব্লগ প্রতিযোগিতায় সুফিয়ান

সুফিয়ান'এর বাংলা ব্লগটি ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার রিপোটার্স উইদাউট বর্ডার্স বিভাগে লড়াই করছে৷ সেখানে তাঁর ব্লগের প্রতিদ্বন্দ্বী আরো দশটি ভাষার একই বিষয়ের ব্লগ৷ এই বিষয়ে তিনি বলেন, ‘‘আমি অন্য ব্লগারদের অনেকের ভাষা বুঝি না৷ তারপরও সেসব ব্লগ দেখছি৷ এবং বুঝতে পারছি যে, তারা তাদের নিজ নিজ ক্ষেত্রে জনগণের জন্য অনেক কাজ করছে৷ আমার খুব ভালো লাগছে যে, অত্যন্ত শক্তিশালী এবং ভালো ব্লগারদের সঙ্গে আমি প্রতিযোগিতায় অবতীর্ন হয়েছি৷''

সুফিয়ানকে ভোট দিন

আবু সুফিয়ানকে ভোট দিতে ভিজিট করুন thebobs.com ওয়েবসাইট৷ এরপর ‘ইন দ্য ক্যাটেগরি' বিভাগে বেছে নিন রিপোটার্স উইদাউট বর্ডার্স অ্যাওয়ার্ড এবং ‘আই ভোট ফর' ঘরে বাছাই করুন আবু সুফিয়ান'এর ব্লগ৷ ঠিকঠাক বাছাইয়ের পর চেপে দিন ভোট বোতামটি৷

বাংলা ব্লগাররা সেরা

সুফিয়ান'এর কাছে জানতে চাই, আপনাকে ভোট প্রদান করা যাবে আগামী ১১ই এপ্রিল পর্যন্ত৷ তো ভোটার মানে ব্লগার বা ইন্টারনেট ব্যবহারকারী তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চাইবেন ? তিনি বলেন, ‘‘আমার ভোটারদের বলবো, আপনারা বাংলাদেশি ব্লগারদের ভোট দিয়ে এগিয়ে রাখুন৷ আমরা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে চাই৷ বাংলাদেশের সাংবাদিক, বাংলাদেশের ব্লগাররা বিশ্বের সেরা৷''

উল্লেখ্য, ডয়চে ভেলের এই প্রতিযোগিতায় ইউজার ভোট এবং বিচারকমণ্ডলীর বিবেচনায় আলাদাভাবে বিজয়ী নির্ধারণ করা হয়৷ আগামী ১২ই এপ্রিল জার্মানির বন শহরে ডয়চে ভেলে কার্যালয়ে বিচারকমণ্ডলী তাদের বিবেচনায় বিজয়ীদেরকে নির্ধারণ করবেন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই