1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের দুর্নীতি এখনো কমেনি: ট্রান্সপারেন্সি

২৬ অক্টোবর ২০১০

বাংলাদেশে দুর্নীতি কমেনি৷ এবছর ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্টে দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান আগের চেয়ে একধাপ নীচে, অর্থাৎ ১২তম৷ তবে এই সূচক একই রয়েছে ২.৪৷

https://p.dw.com/p/PoPH
দুর্নীতিতে বাংলাদেশের অবস্থান আগের চেয়ে একধাপ নীচে নামালো ট্রান্সপারেন্সি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের রিপোর্ট সারা বিশ্বের মত বাংলাদেশেও মঙ্গলবার একযোগে প্রকাশিত হয়েছে৷ ওই রিপোর্টে ২০০১ সাল থেকে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে পরপর তিনবার চ্যাম্পিয়ন হওয়ার পর ধীরে ধীরে কিছুটা উন্নতি হতে থাকলেও এ বছর কোন অগ্রগতি নেই বাংলাদেশের৷ ২০০৯ সালে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান ১৩তম হলেও এবার ২০১০ এ রয়েছে ১২তম স্থানে৷ রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ দুর্নীতিতে ২০০৬ সালে তৃতীয়, ২০০৭ সালে সপ্তম, ২০০৮ সালে দশম, ২০০৯ সালে ত্রয়োদশ এবং ২০১০ সালে দ্বাদশ অবস্থানে রয়েছে৷ তবে গত দুই বছরের সূচক একই রয়েছে৷

রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে টিআইবি'র চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দুর্নীতি প্রতিরোধে সরকার কিছু ভালো পদক্ষেপ নিলেও অধিকাংশ ক্ষেত্রে বাংলাদেশের অর্জন হতাশাজনক৷

প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান মোজাফফর আহমেদ বলেন, প্রধান দুই রাজনৈতিক দল নির্বাচনী প্রতিশ্রুতি সঠিকভাবে পালন করলে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশের লজ্জা অনেকটাই লাঘব হতো৷ অর্থনীতিবিদ এমএম আকাশ ডয়চে ভেলেকে বলেন, দুর্নীতি বাড়েনি, একই জায়গায় রয়েছে৷ এর মানে হল আমাদের ইতিবাচক অগ্রগতি নেই ৷

এ বছরও তালিকায় সর্বনিম্ন ১ দশমিক ১ পেয়ে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে রয়েছে সোমালিয়া৷ আর কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে প্রথমবারের মত তিনটি দেশ একত্রে অবস্থান নিয়েছে৷ এগুলো হলো ডেনমার্ক, নিউজিল্যান্ড এবং সিঙ্গাপুর৷ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে ভাল অবস্থানে রয়েছে ভুটান৷ আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: সঞ্জীব বর্মন