‘বাংলাদেশের জন্য পারফেক্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা' | পাঠক ভাবনা | DW | 18.09.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বাংলাদেশের জন্য পারফেক্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা'

ব্রিটিশ জঙ্গিরা বাংলাদেশে সন্ত্রাসবাদের বিস্তারে ইন্ধন জোগাচ্ছে – গার্ডিয়ান পত্রিকার মারফত রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে সতর্ক করেছেন শেখ হাসিনা৷ আমাদের ফেসবুক পাতায় পোস্টটি দেখে পাঠকদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে৷

হাসিবুল কবির শেখের মন্তব্য: ‘‘বাংলাদেশের জন্য ‘পারফেক্ট প্রধানমন্ত্রী' শেখা হাসিনা৷'' তিনি আরো লিখেছেন, ‘‘জামায়েত এবং বিএনপি দেশে যে বিশৃঙ্খলার সৃষ্টি করছে, তা বন্ধ হওয়া উচিত৷ বিশেষ করে জামায়েত এবং শিবিরকে সারা দেশে নিষিদ্ধ করে দেওয়া উচিত৷ কারণ আমরা শান্তির পৃথিবী চাই৷''

পাঠক খান রাহাত রহমানও প্রায় একই মত পোষণ করেন৷ তবে হাসিবুল কবির শেখের মন্তব্যে পাল্টা মন্তব্য জুলফিকার আলীর৷ তাংর কথায়, ‘‘আপনি আওয়ামী লীগের একজন যুক্তিহীন সাপোর্টার৷ এমনকি আপনি কোনটা ভালো, কোনটা মন্দ – সেটা বিচারের ক্ষমতাও হারিয়ে ফেলেছেন৷''

ব্রিটিশ জঙ্গিরা বাংলাদেশে সন্ত্রাসবাদের বিস্তারে ইন্ধন জোগাচ্ছে বলে ডেভিড ক্যামেরনকে সতর্ক করে দিয়েছেন শেখ হাসিনা৷ এর উত্তরে শরীফুল ইসলাম ইমনের মন্তব্য: ‘‘আমাদের দেশের নামে এই রকম অপবাদ দিয়ে উনি কী চাচ্ছেন?''

হাসিনার সরকার আজ নিজেই জঙ্গিবাদ, উনি অপরকে জঙ্গিবাদ ইন্ধন জোগানোর কথা বলেন কী করে? – প্রশ্ন পাঠকবন্ধু শফিক রাজের৷

প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে জিনাত মহল মিশোরের মন্তব্য, ‘‘নিজ দেশকে করেছেন নিজদলীয় সন্ত্রাসীদের অভয়ারণ্য....ব্রিটেন নিয়ে না ভেবে নিজের পালিত জঙ্গিদের দমন করার চেষ্টা করুন৷''

ডয়চে ভেলের ফেসবুকবন্ধু মাহবুব আলম অবশ্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ববোধ করেন বলে জানিয়েছেন৷ তিনি লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী একজন সাহসী নারী৷''

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন