1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশের ক্রিকেট এগিয়েছে, বিপিএল তার প্রমাণ: লিপু

১২ জানুয়ারি ২০১২

আগামী মাসের ১০ তারিখ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল'এর খেলা৷ উদ্বোধন হবে তার আগের দিন৷ কিন্তু বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে কী ভূমিকা রাখবে জাঁকজমকপূর্ণ এই আয়োজন?

https://p.dw.com/p/13hlA
ক্রিকেট জগতে বাংলাদেশ দ্রুত নিজস্ব স্থান করে নিয়েছেছবি: AP

বিপিএলের গভর্নিং কমিটির সভাপতি ও বিসিবির পরিচালক গাজী আশরাফ হোসেন লিপু বললেন, এটি একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট৷ ফলে এখানে খেললে ক্রিকেটারদের এই ফর্মেটের খেলার অভিজ্ঞতা হবে৷ এছাড়া প্রতিটি দলে পাঁচজন করে বাইরের খেলোয়াড় থাকবেন৷ স্থানীয় ক্রিকেটাররা তাদের সঙ্গে খেলে অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন৷

লিপু বলেন, মাত্র তিন সপ্তাহের এই প্রতিযোগিতায় খেলে ক্রিকেটাররা যে অর্থ আয় করতে পারবেন তা দিয়ে সামাজিকভাবে তারা ভালভাবে জীবনযাপন করতে পারবেন৷

তিনি বলেন, এখন শুধু জাতীয় দলের খেলোয়াড়রা অনেক টাকা আয় করেন৷ কিন্তু বিপিএল এ খেললে জাতীয় দলের বাইরের খেলোয়াড়রাও একটা সম্মানজনক অর্থ উপার্জন করতে পারবেন৷

Flash-Galerie Cricket World Cup 2011
বাংলাদেশে ক্রিকেটকে ঘিরে মাতামাতিও কম নয়ছবি: DW

বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার বলেন, বিপিএল যেহেতু প্রতি বছর হবে তাই ক্রিকেট খেলার প্রতি সবার একটা আগ্রহ বাড়বে৷ অর্থাৎ ক্রিকেট খেলেও যে জীবিকা নির্বাহ করা যেতে পারে তরুণ ও তাদের অভিভাবকদের মধ্যে সেই উপলব্ধিটা জন্মাতে পারে৷

বিপিএল থেকে বোর্ড যে বাড়তি আয় করবে সেটা ঘরোয়া ক্রিকেটের মান উন্নয়নে কাজে লাগানো হবে বলে জানালেন বাংলাদেশের প্রথম ওয়ানডে'র অধিনায়ক লিপু৷

সাবেক খেলোয়াড় হিসেবে বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থা সম্পর্কে বলতে গিয়েও লিপু বিপিএলকে টেনে আনলেন৷ তিনি বললেন, বাংলাদেশের ক্রিকেট একটা সম্মানজনক পর্যায়ে পৌঁছাতে পেরেছে বলেই বাইরের একটি কোম্পানি বিপিএল এর মতো এত বড় একটি টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব নিয়ে এসেছে৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান