1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাহারার বিনিয়োগ

২৪ মে ২০১২

ভারতের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ সাহারা বাংলাদেশের আবাসন খাতে বিনিয়োগ করবে৷ আর এ নিয়ে বাংলাদেশের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে৷

https://p.dw.com/p/15111
ছবি: Harun Ur Rashid

ভারতে সাহারা ইন্ডিয়া শিল্প পরিবারকে সার্বিক বিচারে দ্বিতীয় এবং আবাসন খাতে শীর্ষ প্রতিষ্ঠান হিসেবে বিবেচনা করা হয়৷ সেই সাহারা গ্রুপের দৃষ্টি এখন বাংলাদেশের আবাসন খাতে৷ বাংলাদেশের আবাসন খাতে বিনিয়োগের জন্য বুধবার ঢাকায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে একটি সমঝোতা স্মারক সই হয়েছে৷ এতে বাংলাদেশের পক্ষে সই করেন যুগ্ম সচিব সৈয়দ মতলুবুর রহমান এবং রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী নূরুল হুদা৷ আর সাহারার পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান সুব্রত রায় সাহারা৷ সমঝোতা স্মারক সইয়ের পর সুব্রত রায় সাহারা বলেন, সংবাদ মাধ্যমে বিলিয়ন ডলার বিনিয়োগের খবর ছাপা হয়েছে৷ আসলে তারা কাজটি করতে চান এটিই বড় কথা৷

সাহারা গ্রুপ ঢাকার আশপাশে মোট ৪টি স্যাটেলাইট সিটি গড়ে তুলতে চায়৷ এছাড়া বিদ্যুৎসহ আরো অনেক খাতে তাদের বিনিয়োগের আগ্রহ আছে৷ সুব্রত রায় সাহারা বলেন, তিনি ঢাকার বিক্রমপুরের সন্তান৷ তাঁর কাছে কখনোই মনে হয়না তিনি বিদেশে বিনিয়োগ করতে এসেছেন৷ তিনি তার ঘরেই এসেছেন৷

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের গৃহায়ন ও গনপূর্তমন্ত্রী আব্দুল মান্নান খান বলেন, ভারতের শীর্ষ স্থানীয় সাহারা শিল্প গ্রুপের এই আগ্রহ আমাদের জন্য ইতিবাচক৷ বিশেষ করে আবাসন খাতে তাদের বিনিয়োগ আমাদের আবাসন সমস্যা সমাধানে বড় ভূমিকা রাখবে৷ তিনি বলেন, ঢাকা এখন চার দিকে বিস্তৃত হচ্ছে৷ একে একটি পরিকল্পিত রূপ দিতে হবে৷

সুব্রত রায় সাহারা ৪ দিনের বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করবেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য