‘বাংলাদেশে যার টাকা আছে, তারই সব অধিকার' | পাঠক ভাবনা | DW | 07.10.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘বাংলাদেশে যার টাকা আছে, তারই সব অধিকার'

বাংলাদেশের শিশুরা যেভাবে হত্যা-নির্যাতনের শিকার হচ্ছে, সেখানে বাংলাদেশের আইন ও সাধারণ মানুষের মনোভাব ‘শিশুবান্ধব' কি? বাংলাদেশে শিশুদের কোনো অধিকার নেই, এমনটাই জায়েছেন ফেসবুক পাতায় পাঠক বন্ধুরা৷

‘‘বাংলাদেশে কোনো মানবাধিকার নাই, আছে টাকাধিকার৷ যার টাকা আছে তারই সব অধিকার৷'' এই মন্তব্য ডয়চে ভেলের ফেসবুক বন্ধু জলিলুর রহমানের৷ এছাড়াও তিনি তার আরো মত প্রকাশ করেছেন এভাবে, ‘‘বাংলাদেশকে বলা হয় মধ্য আয়ের দেশ, কিন্তু বাস্তব কি তাই বলে? জলিলুর রহমানের নিজের প্রশ্ন, ‘‘যে দেশে পেটের দায়ে শিশুরা এখনো বিক্রি হয়, সে দেশ আবার শিশু বান্ধব হয় কী করে?''

‘রক্ষকই ভক্ষক' অনেকটা এরকম ধারণা বন্ধু শাকিলের৷ আমাদের ফেসবুকে তাঁর মন্তব্য, ‘‘যারা শিশু অধিকার নিয়ে কাজ করছে, দেখেন তাদের বাসাতেই শিশু নির্যাতিত হচ্ছে৷''

টি. শাকিলের কিন্তু মনে হয় না বাংলাদেশ শিশুবান্ধব৷

মো. সাকিবের কাছে ডয়চে ভেলের ফেসবুক পাতায় প্রকাশিক শিশু বিষয়ক এই লেখাটি বেশ ভালো লেগেছে মনে হয়৷

সোহেল রানা বলছেন, প্রত্যেক কিশোরকে বুঝতে হবে৷ তাদের কথা শুনতে হবে তা না হলে অকালে জাতির ভবিষ্যত নষ্ট হয়ে যাবে৷

‘শিশু নির্যাতনের দিক দিয়ে বাংলাদেশ এক নম্বরে' – এই মন্তব্য শূন্য হৃদয়ের৷ আর একজন ফেসবুক বন্ধু জানিয়েছেন যে তিনি একজন শিশুকে চেনেনে, যার বয়স মাত্র ১২ এবং সে এখন বন্দী জীবন কাটাচ্ছে যৌন সহিংসতার অভিযোগে৷ ‘‘এটা কতটুকু যৌক্তিক?'' – এই প্রশ্ন এখন পাঠকের৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন