বাংলাদেশে ডয়চে ভেলের নতুন চ্যানেলের যাত্রা শুরু | পাঠক ভাবনা | DW | 03.09.2015
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বাংলাদেশে ডয়চে ভেলের নতুন চ্যানেলের যাত্রা শুরু

বৃহস্পতিবার ঢাকার একটি অভিজাত হোটেলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ডিডাব্লিউ নিউজ৷ ইংরেজি ভাষায় ডয়চে ভেলের নতুন টিভি চ্যানেলে বিশেষভাবে গুরুত্ব দেয়া হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াকে৷

রাজধানীর সোনারগাঁও হোটেলে চার পর্বে সাজানো হয় অনুষ্ঠানটি৷ প্রথম পর্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. টোমাস প্রিনত্‍স ও বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আবদুল মান্নান৷ দ্বিতীয় পর্বে টেলিভিশনের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন ডয়চে ভেলের এশিয়া ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান ডরোটে উলরিশস৷ তৃতীয় পর্বে ছিলেন বাংলাদেশের দুই ‘লোকাল হিরো' মাহফুজা আক্তার ও করবি রাকসান্দ৷ শেষ পর্বে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অতিথিরা৷ আর পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান দেবারতি গুহ৷ অনুষ্ঠানে ডয়চে ভেলের এশিয়া অঞ্চলের মার্কেটিং প্রধান টোবিয়াস গ্রোটে বেভারবর্গ-সহ বাংলাদেশের দৈনিক পত্রিকা ও টেলিভিশনের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন৷

আলোচনায় অংশ নিয়ে জার্মান রাষ্ট্রদূত ড. টোমাস প্রিনত্‍স বলেন, ‘‘নতুন এই টিভিতে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াকে বিশেষ করে বাংলাদেশকে প্রাধান্য দেয়ায় আমি অনেক খুশি৷ আমি মনে করি এর একটি ইতিবাচক প্রভাব পাওয়া যাবে৷'' এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘বাংলাদেশে প্রচুর সংবাদ মাধ্যম ও টেলিভিশন চ্যানেল কাজ করছে৷ এখানে তাদের সরব উপস্থিতি রয়েছে৷ এখানে অনেক অনুষ্ঠান লাইভ প্রচার করা হচ্ছে৷ আসলে মিডিয়া এখানে ভালোভাবেই কাজ করছে৷ তারা সঠিকভাবেই চলছে বলে আমার মনে হয়৷''

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক আবদুল মান্নান বলেন, ‘‘জার্মানির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অত্যন্ত নিবিড়৷ তাদের একটি টেলিভিশনে বাংলাদেশকে গুরুত্ব দেয়ার বিষয়টি আমাদের জন্য সুখকর৷ আমি আশা করি এখানকার ইতিবাচক খবরকেও ডিডাব্লিউ নিউজ-এ গুরুত্ব সহকারে প্রচার করা হবে৷ এখানকার আর্থ সামাজিক অবস্থাও তুলে ধরা হবে৷

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডয়চে ভেলের এশিয়া ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান ডরোটে উলরিশস বলেন, ‘‘অন্য টেলিভিশন থেকে আমাদের টেলিভিশনের পার্থক্যটা হল আমরা জার্মান৷ আমরা খবরের গুরুত্ব বিবেচনা করে প্রকাশ করি৷ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, বিশেষ করে বাংলাদেশকে আমরা অনেক বেশী গুরুত্ব দিতে চাই৷''

একজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান দেবারতি গুহ বলেন, ‘‘এখানে অনেক অনুসন্ধানী রিপোর্ট প্রকাশ করা হবে৷ ইতিমধ্যে ডয়চে ভেলেতে ব্লগারদের নিয়ে অনুসন্ধানী রিপোর্ট করা হয়েছে৷ তবে এই মুহূর্তে ইংরেজি ভাষার বাইরে অন্য কোনো ভাষায় এটি প্রচার করার পরিকল্পনা নেই৷ তবে বাংলাতেও অনুষ্ঠান প্রচার হচ্ছে৷ একুশে টেলিভিশনে ‘অন্বেষণ' নামে একটি অনুষ্ঠান নিয়মিত প্রচার করছে ডয়চে ভেলে৷ এছাড়া বাংলা বিভাগের অনলাইনেও প্রচুর অনুষ্ঠান ও নানা ধরনের খবর নিয়মিত পরিবেশন করা হচ্ছে৷''

‘লোকাল হিরো' মাহফুজা আক্তার নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘‘প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসায় উপস্থিত মানুষদের সেবা দিয়ে নিজের বাইসাইকেল নিয়ে বের হই৷ সকাল থেকেই তার কাছে অনেক মানুষ হাজির হয়৷

Deutsche Welle Süd-Ost-Asien Debarati Guha

দেবারতি গুহ

তাদের কারো প্রেশার, কারো ডায়াবেটিস বা কারো প্রেগনেন্সি টেস্ট করতে হয়৷'' এর বাইরে ছবিও তুলে দেন তিনি৷ নিজের সাইকেল নিয়ে বের হয়েও একই ধরনের কাজ করেন৷ আর এ কাজ করেই ডয়চে ভেলের লোকাল হিরো হয়েছেন তিনি৷ জার্মানিতে যাওয়ার অভিজ্ঞতা বর্ণনা করে মাহফুজা বলেন, ‘‘আমি জীবনে কল্পনাও করিনি, কখনও জার্মানিতে যাব খুবই সুন্দর দেশ, আমার খুবই ভালো লেগেছে৷'' বাংলাদেশের নারীদের প্রতি আহ্বান জানিয়ে মাহফুজা বলেন, ‘‘আমরা মেয়েরা নিজের পায়ে দাঁড়াতে চাই৷ কারো বোঝা হতে চাই না৷ একটু চেষ্টা করলেই নিজে উপার্জন করে যে পরিবারকে সহযোগিতা করা যায়৷''

আরেকজন ‘লোকাল হিরো' করবি রাকসান্দ বলেন, ‘‘দুর্গম গ্রামের মানুষকেও যে আধুনিক শিক্ষা দেয়া যায় তা আমরা করে দেখিয়েছি৷ বান্দরবার ও কক্সবাজারের টেকনাফের মতো এলাকায়ও সুবিধাবঞ্চিত শিশুরা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হচ্ছে৷ আমরা চাই সবাই এভাবেই এগিয়ে আসলে দেশটাকে আরো অনেক দূর এগিয়ে নেয়া যাবে৷''

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের মধ্যে অনুষ্ঠান চলাকালে নিজের ফেসবুক, ইউটিউব বা টুইটারে পোস্ট করা একটি ছবির সবচেয়ে বেশী শেয়ার ও লাইক পাওয়া একজনকে একটি আইফোন মোবাইল ফোন সেট উপহার দেয়া হয়৷

সমীর কুমার দে, ঢাকা

সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন