1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাদেশে চাপাতির কোপে গুরুতর আহত ইমাম

৯ মে ২০১৭

তিন ব্যক্তি একটি মসজিদে প্রবেশ করে আহমদিয়া সম্প্রদায়ের এক ইমামকে চাপাতি দিয়ে কুপিয়েছে৷ তাঁর অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ৷

https://p.dw.com/p/2ceDq
Symbolbild Mord Ehrenmord Messer
ছবি: bilderbox

বাংলাদেশের উত্তরাঞ্চলের ময়মনসিংহ জেলার খানপুর গ্রামে সোমবার বিকেলে আজানের কিছুক্ষণ পরই হামলার ঘটনা ঘটে৷ তিন ব্যক্তি আহমদিয়া মসজিদে প্রবেশ করে ইমাম মুস্তাফিজুর রহমানকে কোপায় বলে জানিয়েছেন জেলা পুলিশ প্রধান সৈয়দ নুরুল ইসলাম৷ তিনি বলেন, ‘‘তাঁকে অন্তত চারটি কোপ দেয়া হয়, যা তাঁর ঘাড়ের এবং পেটের পেছনে লেগেছে৷ হামলার কারণে তাঁর ঘাড়ে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে৷''

গুরুতর অবস্থায় ইমামকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ কর্মকর্তা৷ এদিকে, স্থানীয় জনতা হামলাকারীদের একজনকে ধরে ফেলতে সক্ষম হয় বলে জানা যাচ্ছে৷ তাকে স্থানীয়রা মারধরও করেছে৷ তবে পুলিশ জানিয়েছে, হামলাকারীদের সঙ্গে সম্প্রতি ইসলামি উগ্রপন্থিদের ধর্মীয় সংখ্যালঘু এবং বিদেশিদের উপর হামলার কোনো সম্পর্ক আছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি৷

প্রসঙ্গত, গতবছর বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চলের বাঘমারা শহরে সন্দেহভাজন ইসলামী উগ্রপন্থির আত্মঘাতী হামলায় কমপক্ষে তিনব্যক্তি আহত হন৷ তথাকথিত জঙ্গি গোষ্ঠী ‘ইসলামিক স্টেট' সেই হামলার দায় স্বীকার করেছিল৷ তবে বাংলাদেশ সরকার জানিয়েছে যে, স্থানীয় জঙ্গিগোষ্ঠী জামিয়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সেই হামলা চালিয়েছে৷ জঙ্গিগোষ্ঠীটি সংখ্যালঘু হিন্দু, খ্রিষ্টান, সুফি মুসলিম এবং শিয়াদের উপর হামলার জন্য দায়ী বলেও জানিয়েছে পুলিশ৷

বাঘমারায় সেই হামলার পর কানপুরে নিরাপত্তা বাড়িয়ে দেয় পুলিশ, কেননা, সেখানে বারোটি আহমদিয়া  পরিবার অবস্থান করছেন৷ আহমদিয়া সম্প্রদায়ের মুখপাত্র আহমেদ তাবশির চৌধুরী জানিয়েছেন যে, স্থানীয় সুন্নি মুসলমানরা সম্প্রতি তাদের বিরুদ্ধে ‘প্রতিবাদ' করেছে৷ সেখানে মসজিদ স্থাপনের সময়ও স্থানীয়রা বাধা দেয়ার চেষ্টা করেছিল বলে দাবি করেন তিনি৷

উল্লেখ্য, বাংলাদেশে এক লাখের মতো আহমদিয়া মুসলমান বসবাস করেন৷ অতীতে তাদের উপর একাধিক হামলা হয়েছে৷ সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছিল ১৯৯৯ সালের অক্টোবরে৷ খুলনায় একটি আহমদিয়া মসজিদে বোমা বিস্ফোরণে সেই সময় কমপক্ষে আট ব্যক্তি নিহত হন৷

এআই/এসিবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান