1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বাংলাকে জাতিসংঘের ভাষা করতে হাসিনার আহ্বান

২৬ সেপ্টেম্বর ২০১০

বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ অন্যদিকে পাবনায় সরকারি কর্মকর্তাদের ওপর ছাত্রলীগের হামলার জের এখনও চলছে৷

https://p.dw.com/p/PMrR
Bangladesh Prime Minister Sheikh Hasina
শেখ হাসিনাছবি: AP

এসব বিষয় ছাড়াও আফগানিস্তানে সেনা পাঠাতে মার্কিন অনুরোধের বিষয়টিও আজ জায়গা পেয়েছে পত্রিকাগুলোতে৷

হাসিনার বক্তব্যে বাংলা ভাষা

তাঁর বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতিদানের আহ্বান৷ উল্লেখ্য, বাংলাদেশের ১৫ কোটি মানুষ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ ও আসাম রাজ্যের কোটি কোটি মানুষ এই ভাষায় কথা বলে৷ অনেক দিন ধরেই বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতিদানের একটি প্রচেষ্টা আমরা দেখে আসছি৷ প্রধানমন্ত্রীর এই আহ্বান সেই প্রচেষ্টার পালে একটি জোর হাওয়া লাগাবে বলে মনে হচ্ছে৷ উল্লেখ্য, জাতিসংঘে আজ তিনি বাংলাতেই তাঁর ভাষনটি দেন৷ প্রধানমন্ত্রীর ভাষণের খবরটি কালের কন্ঠ এবং সমকাল শীর্ষ খবর করেছে৷

রয়েছে যুদ্ধাপরাধও

শেখ হাসিনা দাবি করেছেন যে একাত্তরের মুক্তিযুদ্ধে সংঘটিত যুদ্ধাপরাধ বিচারের জন্য যে ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে সেটি আন্তর্জাতিক আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ৷ তিনি বলেছেন, এই ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ আদালত সংক্রান্ত রোম ঘোষণা অনুযায়ীই হয়েছে৷ এছাড়া তিনি বলেছেন যে সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ কার্যকর ব্যবস্থা নিয়েছে৷

সরকারি কর্মকর্তাদের ওপর হামলার জের চলছে

বার্তা সংস্থা বিডি নিউজ স্থানীয় নেতৃবৃন্দের বরাত দিয়ে জানিয়েছে যে আজ জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করবে আওয়ামী ও ছাত্র লীগের নেতা কর্মীরা৷ এছাড়া যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা আজ আদালতে আত্মসমর্পণ করবে বলেও জানা গেছে৷ যুগান্তর তাদের এক প্রতিবেদনে জানিয়েছে যে পাবনায় সরকারি কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় আওয়ামী লীগের অনেক নেতাই এখন বিব্রত৷ এছাড়া এই ঘটনায় সরকারি প্রশাসনে ক্ষোভেরও সঞ্চার করেছে৷

আফগানিস্তানের জন্য সেনা চাইলো যুক্তরাষ্ট্র

আফগানিস্তানের জন্য বাংলাদেশি সেনা চেয়েছে যুক্তরাষ্ট্র, কালের কন্ঠ এই খবরটি জানিয়েছে৷ এতে লেখা হয়েছে যে আফগানিস্তানে নিযুক্ত ওবামা প্রশাসনের বিশেষ দূত রিচার্ড হলব্রুক বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ডা. দিপু মনির সঙ্গে বৈঠক করেছেন৷ এই সময় হলব্রুক আফগানিস্তানের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রশিক্ষণ দান বা অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা দিতে সেনা পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছেন৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য