1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‌বাংলা সংবাদপত্রের ২০০ বছর

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
২২ জুন ২০১৭

২০১৮ সালে ২০০ বছর হবে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের৷ কলকাতার প্রেস ক্লাব দিনটি উদযাপনের উদ্যোগ নিয়েছে৷ আসছেন স্বয়ং রাষ্ট্রপতি৷

https://p.dw.com/p/2f93N
ছবি: picture-alliance/dpa/S. Stache

তারিখটা ছিল ১৮১৮ সালের ২৩ মে৷ শ্রীরামপুরে ব্যাপটিস্ট মিশনারিরা প্রকাশ করলেন ‘‌সমাচার দর্পণ'‌৷ সেই প্রথম বাংলা ভাষায় প্রথম খবরের কাগজ৷ তবে দৈনিক নয়, সাপ্তাহিক৷ দাম ছিল চার আনা৷ কাগজের মালিক ও প্রকাশক হিসেবে নাম ছাপা হতো ‘‌ব্যাপটিস্ট মিশনারি সোসাইটি'‌-র৷ সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান৷ মুদ্রক শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন প্রেস৷ ১৮০০ সালে যে ছাপাখানার পত্তন করেছিলেন উইলিয়াম কেরি৷ পঞ্চানন কর্মকার নামে এক বাঙালি ঢালাই হরফের কারিগরের তৈরি বাংলা হরফ দিয়ে এখানেই ছাপানো হয়েছিল বাংলা বাইবেল, সংস্কৃত ব্যাকরণের বই৷

SiMridulDasgupta - MP3-Stereo

সমাচার দর্পণের আগে বাংলায় মাসিক পত্রিকা প্রকাশিত হয়েছে৷ নাম ‘‌দিগদর্শন'‌৷ সেটাও প্রকাশ করতেন এই ব্যাপটিস্ট মিশনারিরাই৷ সেই পত্রিকার পাঠকপ্রিয়তায় উৎসাহিত হয়েই বাংলায় খবরের কাগজ প্রকাশের উদ্যোগ নেন তাঁরা৷ সেই কাগজের ২০০ বছর হচ্ছে ২০১৮ সালে৷ একই সঙ্গে ২০০ বছরে পড়ছে ঐতিহাসিক শ্রীরামপুর কলেজ, যেখানে এখনও সযত্নে রাখা আছে দিগদর্শন এবং সমাচার দর্পণের কিছু সংখ্যা, সংরক্ষিত আছে মুদ্রণযন্ত্রটি, যাতে ওই দুটি কাগজ ছাপা হতো৷ জানালেন বিশিষ্ট কবি ও সাংবাদিক এবং শ্রীরামপুরের বাসিন্দা মৃদুল দাশগুপ্ত৷

সমাচার দর্পণের ২০০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে কলকাতা প্রেস ক্লাব৷ ৩০ জুন কলকাতার রবীন্দ্র সদনে এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠান হবে, যাতে প্রধান অতিথি হবেন ভারতের বিদায়ী রাষ্ট্রপতি প্রণব মুখার্জি৷ তবে শুধু রাষ্ট্রপতি হওয়ার সুবাদেই নয়, নিজে একজন নিবিষ্ট পাঠক এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার সোচ্চার সমর্থক প্রণব মুখার্জিই এই উদযাপনে যোগ্যতম অতিথি, এ নিয়ে কোনো সন্দেহ নেই৷ সম্প্রতি এক বাংলা দৈনিকের ৬৪ বছর পূর্তি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, গণতন্ত্রের যে স্তম্ভটি সবথেকে সুদৃঢ় থাকা উচিত, সেটি সংবাদমাধ্যম৷ যে পেশার মানুষদের সৈনিকের মতোই সজাগ, সতর্ক, সচেতন থাকা উচিত, সেটি সাংবাদিকতা৷

কলকাতা প্রেস ক্লাব এই উপলক্ষ্যে বাংলা সংবাদপত্র প্রকাশনার গত ২০০ বছরের বিকাশ ও বিবর্তন বিষয়ক লেখার একটি সংকলন প্রকাশ করবে, যে বইটিরও আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করবেন রাষ্ট্রপতি৷ একালের বিশিষ্ট বাঙালি সাংবাদিকেরা লিখবেন সেকালের সাংবাদিকতা নিয়ে, জানিয়েছেন কলকাতা প্রেস ক্লাবের বর্তমান সভাপতি, বরিষ্ঠ সাংবাদিক স্নেহাশিস শূর৷ কলকাতা, তথা বাংলার সাংবাদিকরা খুবই উৎসাহিত এবং উত্তেজিত, বাংলা সংবাদপত্রের দ্বিশতবর্ষপূর্তির এই ঐতিহাসিক ক্ষণের শরিক থাকতে পারবেন ভেবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য