বাঁচার একমাত্র উপায় কঠোর আইন প্রয়োগ | পাঠক ভাবনা | DW | 18.07.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

বাঁচার একমাত্র উপায় কঠোর আইন প্রয়োগ

সড়ক দুর্ঘটনা বাংলাদেশের সংস্কৃতির সাথে ওতপ্রেতোভাবে জড়িত৷ প্রতিদিন অসংখ্য মানুষ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে সড়ক দুর্ঘটনার কারণে৷ এখানে ..

এখানে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ দুর্বল প্রশাসনিক কাঠামো ও বেপরোয়াভাবে গাড়ি চালানো আর উপযুক্ত আইনের অভাব৷ তাই সড়ক পরিবহন আইনকে শক্তিশালী ও কঠোরভাবে প্রয়োগ করতে হবে৷

বিদ্যুৎ বাংলাদেশের জন্য অনেক বড় সমস্যা৷ এখনো অনেক গ্রাম আছে যেখানে মানুষ বিদ্যুৎ থেকে বিচ্ছিন্ন৷ জার্মানির বোডেনজে হ্রদের কাছে অবস্থিত শহরগুলোর মত নিজস্ব উদ্যোগে যদি বাংলাদেশেও বিদ্যুৎ উৎপাদন করা যেত তাহলে এখানে অবস্থানরত মানুষের জীবনে অনেক পরিবর্তন আসতো৷ বিদ্যুতের অভাবে এখানে মানুষের জীবন প্রযুক্তিগত দিক থেকে অনেক পিছিয়ে৷ সারা বিশ্বে ঘটে যাওয়া অসংখ্য গুরুত্বপূর্ণ ঘটনা এসব মানুষের দৃষ্টির অন্তরালে থেকে যাচ্ছে৷ আর আধুনিকতা ও প্রযুক্তির দিক থেকে মানুষ ক্রমশ পিছিয়ে পড়ছে যা দেশের উন্নয়নের পথে অনেক বড় বাধা৷ যদিও উন্নত দেশগুলোর প্রথম সারিতে জার্মানির অবস্থান তাই জার্মানির সাথে বাংলাদেশের তুলনা করা ঠিক নয়৷ তারপরও প্রশাসনিক দুর্বলতার কারণে এখানে মানুষ আধুনিকতা থেকে বিছিন্ন৷ লিখেছেন খালিদ হাসান, আজমপুর, কুষ্টিয়া থেকে৷

গতকাল রাতে বড় ইনবক্স শোনার অপেক্ষায় ছিলাম৷কিন্তু শুনলাম ভাষাশিক্ষার আসর ও পশ্চিমের জানালা৷ আমরা ইনবক্স থেকে বঞ্চিত হলাম৷ জানাবেন কি ব্যাপার৷ প্রদীপ বসাক, হাট শিমলা, সমূদ্রগড়, বর্ধমান৷

আপনাদের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে৷ আমি ডয়চে ভেলের নিয়মিত শ্রোতা৷ আমাকে কি বন্ধু হিসেবে নেবেন? আপনাদের সংবাদের সত্যনিষ্ঠতা আমাকে মুগ্ধ করে৷ আপনাদের ওয়েবসাইট অনেক সুন্দর৷ লিখেছেন শ্রোতাবন্ধু জয়, বাংলাদেশ থেকে৷

আমরা ইনবক্স শুনতে চাই রাতের অনুষ্ঠানে, সকালের অনুষ্ঠানে নয়৷ বিএম ফয়সাল আহমেদ, সুলতানশাহী, গোপালগঞ্জ৷

বর্তমানে ডয়চে ভেলে মানে শুধু রেডিও অনুষ্ঠান নয়, পাশাপাশি রয়েছে অনলাইন পরিষেবা৷ আপনাদের মনোমুগ্ধকর অনুষ্ঠান আর ওয়েবসাইট আমাদের কাছে বিশাল তথ্যভান্ডার৷ অনুষ্ঠান ওবং ওয়েবসাইট থেকে আমরা অনেক তথ্য পাচ্ছি এবং উপকৃত হচ্ছি৷ জানিয়েছেন ডয়চে ভেলের নিয়মিত বন্ধু মো.হাফিজুর রহমান, চুপী, বর্ধমান থেকে৷

আপনাদের ওয়েবসাইটে চট্টগ্রামে ৪০জন ছাত্রের মৃত্যুসংবাদ পড়ে আমরা অত্যন্ত মর্মাহত যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়৷ এধরনের দুর্ঘটনা থেকে বাঁচার একমাত্র উপায় কঠোর আইন প্রয়োগ৷ টাকার বিনিময়ে যদি কেউ ড্রাইভিং লাইসেন্স পায় তা খুবই দুঃখজনক৷ এমনটাই মনে করেন বেলদা, পশ্চিম মেদিনীপুর থেকে ডা.এসএস ভট্টাচার্য্য৷

এসপ্তাহ থেকে বাংলা অনুষ্ঠানের বৈপ্লবিক পরিবর্তন এবং বড় ইনবক্স শ্রোতাদের মনে এনেছে এক অভূতপূর্ব নবজাগরণ৷ এ যেন অনেকদিন পরে আবার বৃষ্টি এলো৷ আজ সকালের অনুষ্ঠানে শুনলাম তানজানিয়ায় স্কুল ছাত্রীরা কিভাবে শিক্ষকদের দ্বারা অবৈধ সন্তানের মা হচ্ছেন তার করুণ কাহিনী যা আমাকে খুবই ব্যাথিত করলো৷ তপন ও চৈতালী ব্যানার্জী, জিয়াগঞ্জ, মুর্শিদাবাদ৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক