1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বলিউড অস্কার’ এর সেরা ছবি সালমানের ‘দাবাং’

২৬ জুন ২০১১

ছয়-ছয়টি সেরা পুরস্কার নিয়ে ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ডের সেরা ছবি সালমান খান অভিনীত ‘দাবাং’৷ অন্যদিকে শাহরুখ খান আবারও হলেন সেরা অভিনেতা, তাঁর অভিনীত ছবি ‘মাই নেম ইজ খান’ পেল চারটি পুরস্কার৷

https://p.dw.com/p/11jj8
সেরা অভিনেতা শাহরুখ খানছবি: webdunia

সালমান খান অভিনীত ‘দাবাং' ছবিটি সেরা ছবি ও সেরা সঙ্গীত পরিচালনা সহ মোট ছয়টি পুরস্কার পেয়ে সবার চেয়ে এগিয়ে রইলো৷ যদিও টরন্টোর রজার্স সেন্টারে অনুষ্ঠিত জমকালো এই অনুষ্ঠানে তিনি ছিলেন অনুপস্থিত৷ নতুন ছবি ‘বডিগার্ড' এর শ্যুটিং এর জন্য আসতে পারেন নি সালমান৷ তবে সেখানে ছিলেন বলিউডের ‘কিং খান' খ্যাত শাহরুখ খান৷ হাঁটুর ব্যাথার জন্য আসতে পারছেন না, এমন একটি কথা শোনা যাচ্ছিল আগে থেকে৷ তবে সমর্থকদের আনন্দে ভাসিয়ে দিয়ে ঠিকই হাজির হলেন তিনি৷ আর ‘মাই নেম ইজ খান' ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কারটা গেল তাঁর কাছেই৷ আর এই ছবির পরিচালক করন জোহর পেয়েছেন সেরা পরিচালকের স্বীকৃতি৷ অন্যদিকে সেরা অভিনেত্রীর পুরস্কারটি পেয়েছেন ‘ব্যান্ড বাজা বারাত' ছবির নায়িকা আনুশ্কা শর্মা৷

টরন্টোর এই চোখ ধাঁধানো অনুষ্ঠান পরিণত হয়েছিল বলিউডের তারকাদের মিলনস্থলে৷ তাদের দেখতে হাজার হাজার ভক্ত জড়ো হন রজার্স সেন্টার ও তার আশেপাশে৷ এই প্রথমবারের মত উত্তর অ্যামেরিকাতে অনুষ্ঠিত হলো বলিউড অস্কার৷ প্রয়াত পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ভাই জেরমেইন জ্যাকসন গান গেয়েছেন অনুষ্ঠানে৷ এছাড়া হলিউডের দুইবার অস্কার বিজয়ী অভিনেত্রী হিলারি সোয়াংকও ছিলেন এবারের ইন্ডিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড অনুষ্ঠানে৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক