1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুক প্রোফাইল উদ্ধার

৪ মে ২০১৩

ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়া সম্ভব৷ আর তারচেয়েও বেশি সম্ভব হয়ত পাসওয়ার্ড উদ্ধারের জন্য দেওয়া নিরাপত্তা প্রশ্নের উত্তর ভুলে যাওয়া৷ আর এই দুটো বিষয় ভোলার পর ফেসবুক প্রোফাইল ফিরে পাওয়া কিন্তু বেশ কঠিন৷

https://p.dw.com/p/18S1a
ছবি: Screenshot Facebook

ফেসবুক অবশ্য নিজেই এবার এর এক সমাধান বের করেছে৷ পাসওয়ার্ড ভুলে যাওয়ায় কারো অ্যাকাউন্ট যাতে লক হয়ে না যায়, সেজন্য ফেসবুক চালু করেছে নতুন ফিচার৷ এই ফিচারের আওতায় একজন ফেসবুক ব্যবহারকারী তাঁর বিশ্বস্ত বন্ধুদের একটি তালিকা তৈরি করতে পারবেন৷ এরপর কোনো কারণে ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে বিশ্বস্ত বন্ধুদের সহায়তায় নিতে পারবেন৷ ফলে পাসওয়ার্ড ভুললেও প্রোফাইলে প্রবেশে সমস্যা হবে না৷

কিন্তু প্রশ্ন হচ্ছে, ঠিক কিভাবে কাজ করে এই ফিচার? এক ব্লগ পোস্টে ফেসবুক জানিয়েছে, প্রথমে ফেসবুকের সিকিউরিটি সেটিংসে প্রবেশ করে বিশ্বস্ত বন্ধুদের একটি তালিকা তৈরি করতে হবে৷ এরপর কখনো পাসওয়ার্ড হারিয়ে গেলে বিশ্বস্ত তালিকায় থাকা তিন ব্যক্তির মাধ্যমে সেটা উদ্ধার করা যাবে৷ এক্ষেত্রে এই তিনজনের কাছে আলাদা আলাদা কোড পাঠাবে ফেসবুক৷ আর সেসব কোড ব্যবহার করে প্রবেশ করা যাবে ফেসবুক প্রোফাইলে৷

উল্লেখ্য, গোটা বিশ্বজুড়েই ফেসবুক দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে৷ শুধু বাংলাদেশেই ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩২ লাখের বেশি৷ আর সব মিলিয়ে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা পঞ্চাশ কোটি পেরিয়েছে বহু আগেই৷ ফেসবুক ছাড়া এখন অনেকেরই যে চলে না!

এআই/ডিজি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য