1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড়দিনে বাইরে থাকতে হলো তাঁদের

২৬ ডিসেম্বর ২০১৬

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে ৭০ বছরেরও বেশি সময় আগে৷ এখনও জার্মানিতে প্রায়ই সেই সময়ে ফেলা বিস্ফোরিত না হওয়া বোমা খুঁজে পাওয়া যায়৷ আউগসবুর্গে এমনই এক বোমা নিস্ক্রিয় করা হলো রবিবার৷

https://p.dw.com/p/2UsVb
প্রতীকী ছবি
ছবি: picture alliance/dpa/S. Puchner

অর্থাৎ বড়দিনের দিন৷ এই সময় জার্মানরা সাধারণত আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব নিয়ে বাড়িতে সময় কাটান৷ কিন্তু এবার অন্তত ৫৪ হাজার মানুষের জন্য তা সম্ভব হয়নি৷ কারণ তাঁরা থাকতেন আউগসবুর্গ শহরের কেন্দ্রে, যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের ফেলা প্রায় দুই টন ওজনের অবিস্ফোরিত বোমা পাওয়া গেছে৷ সেই বোমা নিস্ক্রিয় করতেই এতজন মানুষকে ঐ এলাকা থেকে সরে যেতে হয়েছে৷

কার পার্কিং নির্মাণের কাজ চলছে এমন এক জায়গায় কদিন আগে শ্রমিকরা ঐ বোমার সন্ধান পান৷ তারপর সেটি ক্রিসমাসের দিন নিস্ক্রিয় করার সিদ্ধান্ত নেয়া হয়৷ কারণ ছুটির দিনে কাজটি করা কম ঝক্কির হবে বলে মনে করেছে শহর কর্তৃপক্ষ৷ তাই বোমাটি যেখানে পাওয়া গেছে তার দেড় কিলোমিটার ব্যাস এলাকায় বসবাসরতদের সরে যেতে বলে কর্তৃপক্ষ৷ এজন্য বিশেষ বাস ও ট্রামের ব্যবস্থা করা হয়েছিল৷ রবিবার সকাল থেকে পুলিশ, দমকল কর্মী, শহর কর্তৃপক্ষের কর্মী সহ স্বেচ্ছাসেবকরা সকলকে বাড়ি থেকে চলে যেতে অনুরোধ করেন৷ বার বার মাইকে এ সংক্রান্ত ঘোষণা দেয়া হয়৷ অবশ্য রবিবার যে বোমা নিস্ক্রিয়ের কাজ করা হবে এবং এ জন্য যে সবাইকে বাড়ি ছাড়তে হবে সেটি আগেই জানিয়ে দেয়া হয়েছিল৷ যাঁদের শহরের বাইরে কোথাও যাওয়ার জায়গা ছিল না তাঁদের জন্য নির্দিষ্ট এলাকার বাইরে থাকা স্কুল, কলেজ ও সরকারি অন্যান্য ভবনে সাময়িকভাবে থাকার ব্যবস্থা করা হয়েছিল৷

বিস্ফোরক নিষ্ক্রিয় করার প্রযুক্তি | অন্বেষণ

চার ঘণ্টা লেগেছে

স্থানীয় সময় দুপুর তিনটার দিকে দু'জন বোমা বিশেষজ্ঞ বোমা নিস্ক্রিয় করার কাজ শুরু করেন৷ প্রায় চার ঘণ্টা পর সেই কাজ শেষ হয়৷ বোমাটি যেখানে পাওয়া গিয়েছিল তার চারপাশ বালুর ব্যাগ দিয়ে ঘিরে রাখা হয়েছিল৷ নিস্ক্রিয় কাজের সময় হঠাৎ দুর্ঘটনা এড়াতে সাবধানতা হিসেবে সেই পদক্ষেপ নেয়া হয়৷

নিয়মিত ঘটনা

দ্বিতীয় বিশ্বযুদ্ধের এতদিন পরও এখনও জার্মানির বিভিন্ন এলাকায় সেই সময়কার অবিস্ফোরিত বোমা পাওয়া যায়৷ এ সব বোমা নিস্ক্রিয় করতে বিভিন্ন রাজ্যে আলাদা বিভাগও আছে৷ এই কাজের জন্য আউগসবুর্গের ৫৪ হাজার মানুষকে সরিয়ে নেয়ার বিষয়টি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় ঘটনা৷ এর আগে কোবলেনৎস শহরে ২০১১ সালে আরেকটি বোমা নিস্ক্রিয় করতে প্রায় ৪৫ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছিল৷

জেডএইচ/ডিজি (ডিপিএ, এএফপি, এপি, কেএনএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য