1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বড়দিন, নববর্ষের আমেজে ইউরোপের শেয়ার মার্কেট

২৪ ডিসেম্বর ২০১৪

ইউরোপে শুরু হয়ে গেছে বড়দিন আর নববর্ষের ছুটির আমেজ৷ তাই অনেকেই এই দুই উপলক্ষ্যের মাঝের সময়টা ছুটি নিয়ে আত্মীয়স্বজন অথবা বন্ধ-বান্ধবদের সঙ্গে বেরিয়ে পড়ছেন৷ বিনিয়োগকারীরাও এর বাইরে নন৷

https://p.dw.com/p/1E9Hh
Symbolbild Europa Fahne unscharf
ছবি: picture-alliance/dpa

ফলে এই সময়টায় ইউরোপের পুঁজিবাজারে লেনদেন কম হবে বলে ধারণা বাজার বিশ্লেষকদের৷ বড়দিন উপলক্ষ্যে ফ্রাংকফুর্ট, লন্ডন আর প্যারিসের মার্কেট বৃহস্পতি ও শুক্রবার বন্ধ থাকবে৷ বুধবার দুপুরের পর বন্ধ হয়ে যাবে লন্ডন ও প্যারিস মার্কেট৷ ফ্রাংকফুর্টের বাজার বন্ধ হয়ে গেছে মঙ্গলবার লেনদেনের পরই৷

বড়দিন ছাড়াও আর কদিন বাদেই রয়েছে নববর্ষ৷ বেশিরভাগ বিনিয়োগকারী এই সময়ে লম্বা ছুটি কাটানোর পরিকল্পনা করছেন বলে জানাচ্ছে বার্তা সংস্থাগুলো৷

এদিকে, চলতি সপ্তাহের শুরুতে ইউরোপের পুঁজিবাজারের অবস্থা ভালো ছিল৷ কারণ তেলের মূল্য কিছুটা বাড়তে শুরু করেছে৷ এছাড়া ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক যেন সরকারি বন্ড কেনে তার পক্ষে আরও সমর্থন পাওয়া যাচ্ছে৷ মুমূর্ষ অবস্থায় থাকা ইউরোজোনের অর্থনীতিকে চাঙা করতে ইসিবি সরকারি বন্ড কিনতে পারে বলে শোনা যাচ্ছে গত কয়েকদিন ধরে৷ এর সমর্থনে কথা বলেছেন ইসিবি-র নীতি নির্ধারকদের কেউ কেউ৷

সবশেষ এর পক্ষে কথা বলেছেন ইসিবি-র আরেক নীতি নির্ধারক এবং বেলজিয়ামের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর লুক ক্যোনে৷ তিনি মনে করেন, নিস্তেজ হয়ে পড়া ইউরোজোনের অর্থনীতিকে সতেজ করতে সরকারি বন্ড কেনা একটি ভালো উপায় হতে পারে৷

জেডএইচ/ডিজি (রয়টার্স, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য