1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বই পড়তে গিয়ে গেল প্রাণ!

২২ সেপ্টেম্বর ২০১৬

পরিবারের দাবি, কিথ ল্যামন্ট স্কটের হাতে তখন বই ছিল৷ পুলিশ বলছে, অস্ত্র ছিল, তাই তাঁকে গুলি করা হয়৷ নিহত হন স্কট৷ তাঁকে হত্যার প্রতিবাদে ফেটে পড়েছে যুক্তরাষ্ট্রের শার্লট শহরের মানুষ৷ জরুরি অবস্থা ঘোষণা করেছে নগর প্রশাসন৷

https://p.dw.com/p/1K6U9
পুলিশ কিথ ল্যামন্ট স্কটকে গুলি করায় সাধারণ মানুষের প্রতিবাদ
ছবি: Reuters/A. Kelly

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লট শহরের এক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের কার পার্কে পুলিশের গুলিতে নিহত হন কিথ ল্যামন্ট স্কট৷ পুলিশ বলছে, তাঁর শরীর তল্লাসি করতে চাইলে স্কট তা না মেনে অস্ত্র বের করেছিলেন৷ অন্যদিকে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, স্কট সম্পূর্ণ নির্দোষ, তাঁর হাতে কোনো অস্ত্র ছিল না, ছিল বই৷

কিথ ল্যামন্ট স্কট নিহত হওয়ার পর থেকেই শার্লটে চলছে বিক্ষোভ৷ বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হচ্ছে পুলিশের৷

বুধবার পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, বিক্ষোভকারীদের একজন গুলিতে নিহত হয়েছেন৷ তবে পরে জানানো হয়, ওই ব্যক্তিকে আসলে লাইফ সাপোর্টে রাখা হয়েছে, অর্থাৎ তাঁর জীবন সংকটাপন্ন৷

বুধবার বিক্ষোভ ভয়াবহ রূপ নেয়৷ শত শত মানুষ পুলিশকে ঘিরে স্লোগান দিতে থাকে৷ স্লোগানের অনেক বক্তব্যই ছিল পুলিশের প্রতি কটাক্ষপূর্ণ৷ এ সময় অনেক বিক্ষোভকারী পুলিশকে লক্ষ্য করে বোতল ও অন্যান্য দ্রব্য ছুড়তে শুরু করে৷ পুলিশের টহল গাড়ি ও রাস্তার পাশের ভবনের কাচের জানালায় ঢিল ছুড়তে শুরু করে তারা৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ তখন কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ে৷ বিক্ষোভকারীরা তখন দৌড়ে ঘটনাস্থল থেকে সরে যান৷ সেই সময় কিছু লোক দোকানপাট লুট করেছে বলেও অভিযোগ পাওয়া গেছে৷

বৃহস্পতিবার বিক্ষোভের তৃতীয় দিনে নর্থ ক্যারোলাইনার গভর্নর সেখানে জরুরি অবস্থা ঘোষণা করেন৷

এসিবি/ডিজি (এপি, এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য