1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুকে হয়রানির অভিযোগ, মায়ের বিরুদ্ধে আদালতে পুত্র

১২ এপ্রিল ২০১০

আবার খবরে ফেসবুক৷ অ্যামেরিকান ছেলের প্রোফাইল ঘেঁটে দেখেছেন মা৷ আর তাই মায়ের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলেছে ১৬ বছরের লানে৷ ব্যাপার এখন গড়াতে গড়াতে আদালতে৷

https://p.dw.com/p/MtQ1
ফেসবুক নিয়ে খবরের শেষ নেই (ফাইল ফটো)ছবি: AP

তরুণটির নাম লানে৷ তাঁর মায়ের নাম ডেনিস নিউ৷ এই মা নাকি তাঁর ছেলের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলে দিয়েছেন, প্রোফাইলে করেছেন নানা মন্তব্য৷ একইসঙ্গে বদলে দিয়েছেন ফেসবুক অ্যাকাউন্ট সংশ্লিষ্ট ই-মেল অ্যাড্রেসের পাসওয়ার্ড৷ ফলে ফেসবুক থেকে কোন ধরণের আপডেট আর জানতে পারছে না লানে৷ আর তাই মায়ের বিরুদ্ধে হ্যাকিংসহ ফেসবুক সংক্রান্ত নানা অভিযোগ আরকানসাসের আদালতে দাখিল করেছে সে৷

অবশ্য যাঁর বিরুদ্ধে এত অভিযোগ, সেই মা, মানে ডেনিস জানিয়েছেন, সন্তানের প্রতি অভিভাবকের যে দায়িত্ব তাই পালন করেছেন তিনি৷ তাঁর কথায়, আমি ফেসবুক থেকেই জেনেছি কিভাবে লানে একটি পার্টিতে গিয়েছিল এবং সেখানে এক মেয়ের আচরণে কষ্ট পেয়ে প্রতি ঘন্টায় ৯৫ মাইল বেগে গাড়ি চালিয়ে বাড়ি ফিরেছিল৷ তার এক বন্ধুও আমাকে বিষয়টি জানিয়েছিল৷ এরপর আমি আরো আগ্রহ নিয়ে লানের ফেসবুক ঘেঁটেছিলাম৷

তবে, ঘটনা যাই হোক না কেন, ফেসবুক নিয়ে মা আর সন্তানের এই মামলাকে ঘিরে সরগরম আলোচনাও হচ্ছে বেশ৷ সন্তান যেমন চাইছে এর বিচার, তেমনি মায়েরও কথা এই ঘটনার শেষ দেখে দেখে তবেই থামবেন তিনি৷ অবশ্য, এই বিষয় নিয়ে কোন ধরণের মন্তব্য করতে নারাজ আরকানসাসের সরকারি কৌঁসুলি৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সুপ্রিয় বন্দোপাধ্যায়