1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেসবুক, ব্লগে ইসলাম অবমাননাকারী সনাক্তে কমিটি

জাহিদুল হক১৪ মার্চ ২০১৩

ফেসবুক ও ব্লগে ইসলাম ও হযরত মুহম্মদ (সা.) কে নিয়ে অবমাননাকর মন্তব্যকারীদের সনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নয় সদস্যের একটি কমিটি করেছে সরকার৷

https://p.dw.com/p/17xpE
ছবি: dapd

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাইনুদ্দিন খন্দকারকে প্রধান করে বুধবার এই কমিটি করা হয়েছে৷

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলছে, কমিটি খুব শিগগিরই কাজ শুরু করবে৷ আর এই কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

অনুসন্ধানে প্রাপ্ত তথ্য ও তার ভিত্তিতে গৃহীত পদক্ষেপ প্রধানমন্ত্রীর দপ্তরকে অবহিত করবে কমিটি৷

এ প্রসঙ্গে ‘আমার ব্লগ' এ রাসেল (.........) লিখেছেন, সরকারের এই পদক্ষেপ ‘সংবিধান লঙ্ঘনের অপরাধে দুষ্ট'৷ এই কথার পক্ষে তিনি সংবিধানের কয়েকটি ধারা উল্লেখ করেছেন৷

এক জায়গায় রাসেল (.........) লিখেছেন, ‘‘রাষ্ট্রের প্রজাতন্ত্রের কোনো কর্মচারী যদি রাষ্ট্র প্রধানের অত্যুৎসাহে সংবিধান ও আইন বিরোধী কোনো কর্মকাণ্ডে লিপ্ত হয় সেটার দায় মূলত রাষ্ট্রপ্রধানের উপরে বর্তায়৷''

‘‘শেখ হাসিনা তার পরামর্শে নাগরিকের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন, একদল ধর্মবিকৃত মানুষের ভোটের লোভে নিজেদের অতি আস্তিক প্রমাণের তাড়নায় ধর্ম পালনের স্বাধীনতা এবং ধর্ম না পালনের স্বাধীনতায় এক ধরণের স্পষ্ট নিষেধাজ্ঞা আরোপ করে সে সবকে অপরাধ পর্যায়ভুক্ত করার উদ্যোগ নিয়েছেন৷ তার নির্দেশনায় সরকারি কর্মচারীরা নিজেদের পেশাগত দায়িত্ব ও কর্তব্যবিধি ভুলে অসাংবিধানিক আচরণ করছেন এবং এখনও এই বৈষম্য বিষয়ে কাউকে কোনো স্পষ্ট বক্তব্য দিতে শুনি নি৷ মৌনতাই সম্মতির লক্ষণ মেনে নিলে বলতে হবে আমরা বুদ্ধিবৃত্তিক ভাবেই ক্রমশ: এক ধরণের সাম্প্রদায়িক রাষ্ট্র সৃজনের উদ্যোগ নিচ্ছি৷''

একই ব্লগে আরেক ব্লগার ইফ্‌তেখার মোহাম্মদ লিখেছেন, ‘‘ব্লগ কি জিনিস, ব্লগার কারা এই সম্বন্ধে একটা ভুল মেসেজ সারাদেশে কিছু হলুদ সাংবাদিকের কল্যাণে ছড়িয়ে পড়েছে৷ অনেক মানুষ আছেন যারা শিক্ষিত, ভদ্র সমাজের ওঠাবসা করেন, তারাও বিষয়টি সম্বন্ধে সম্যক ধারণা রাখেন বলে আমি মনে করি না৷ এই অজ্ঞতাকে পুঁজি করে কিছু স্বার্থান্বেষী মহল সকল ব্লগারকে নাস্তিক বলে পরিচয় করিয়ে দিলেন৷ রাষ্ট্রের শীর্ষ স্থানীয় নেতৃত্ব থেকে শুরু করে ওলামা মাশায়েখ নামধারী ধর্মীয় নেতা ও কতিপয় ধর্মান্ধ লোকেরা সর্বস্তরে একই প্রচারণা চালাতে থাকলো৷ সরকারও কথিত অবমানরার দায়ে কমিটি করে আঁটঘাট বেঁধে নেমে পড়লেন নাস্তিক ব্লগারদের খোঁজে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য