1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেডারেল রিজার্ভের প্রধান

৮ জানুয়ারি ২০১৪

ফেডারেল রিজার্ভের প্রধান হয়েছেন জ্যানেট ইয়েলেন৷ প্রতিষ্ঠানটির ১০০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী সর্বোচ্চ পদ পেলেন৷ যুক্তরাষ্ট্রের অর্থ ও বানিজ্য জগতের পরিচিত মুখ জ্যানেটের অবশ্য এমন সম্মান পাওয়া নিশ্চিতই ছিল৷

https://p.dw.com/p/1AmSU
Janet Yellen
ছবি: Reuters

রিপাবলিকান দলের সদস্যরা ‘না' ভোট দিলেও ৫৬-২৬ ভোটে অর্থ বাজারে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ারপার্সন হয়েছেন জ্যানেট ইয়েলেন৷ ৬৭ বছর বয়সি জ্যানেট অর্থনীতিতে ডক্টরেট করেছেন, শিক্ষকতা করেছেন যুক্তরাষ্ট্রের বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে, এক সময় সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের উপদেষ্টাও ছিলেন তিনি৷ বেশ কিছুদিন ধরে পালন করে আসছেন ফেডারেল রিজার্ভের ভাইস চেয়ারপার্সনের দায়িত্ব৷ অবশেষে বিদায়ী চেয়ারপার্সন বেন বারনানকের স্থলাভিষিক্ত হয়ে নতুন ইতিহাসও গড়ে ফেললেন জ্যানেট ইয়েলেন৷

প্রথম নারী হিসেবে এই দায়িত্ব পাবার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে শুরু হয়েছে তাঁর তুমুল প্রশংসা৷ জার্মান সংবাদ সংস্থা ডিপিএ বিশ্বের অর্থ বাজারের প্রভাবশালী নারী হিসেবে জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল, আইএমএফ-এর চেয়ারম্যান ক্রিস্টিন লাগার্দের পাশেই রেখেছে তাঁকে৷

Janet Yellen US FED 14.11.2013
নতুন ইতিহাস গড়লেন জ্যানেট ইয়েলেনছবি: Reuters

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা অবশ্য ফেডারেল রিজার্ভের চেয়ারপার্সন পদের জন্য সাবেক ট্রেজারি সেক্রেটারি ল্যারি সামার্সের নাম সুপারিশ করেছিলেন৷ কিন্তু প্রতিপক্ষের সমালোচনার মুখে প্রার্থীতা প্রত্যাহার করেন নেন সামার্স৷ তারপর আসে জ্যানেট ইয়েলেনের সুযোগ৷ বারাক ওবামা তাঁর নাম সুপারিশ করার পর রিপাবলিকান দল থেকে বিরোধীতা হলেও ভোট যুদ্ধে জয় হয়েছে ইয়েলেনের৷

কর্মজীবনের মতো জ্যানেট ইয়েলেনের দাম্পত্যজীবনও যুক্তরাষ্টে বেশ আলোচিত৷ তাঁর স্বামীও অর্থনীতির বিশেষজ্ঞ৷ নাম জর্জ অ্যাকারলফ৷ ২০০১ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন তিনি৷

এসিবি/ডিজি (এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য