1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবলে বর্ণবাদ

১৫ ডিসেম্বর ২০১২

‘‘ফুটবলে বর্ণবাদ এবং বৈষম্য রয়েই গেছে’’, খোদ ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের মুখ থেকে বের হলো এই কথা৷ সার্বিয়ার ফুটবলে বর্ণবাদ কেলেঙ্কারি প্রসঙ্গে ব্লাটারের এই স্বীকারোক্তি বাস্তবতারই প্রতিচ্ছবি৷

https://p.dw.com/p/1731m
International Federation of Football Association (FIFA) President Sepp Blatter poses with a ball on a local soccer pitch in Zurich July 4, 2012. The International Football Association Board (IFAB) will hold a meeting on goal line technology on July 5, at the Home of FIFA in Zurich. REUTERS/Michael Buholzer (SWITZERLAND - Tags: SPORT SOCCER)
ছবি: Reuters

গত অক্টোবরে পূর্ব ইউরোপের দেশ সার্বিয়াতে অনুষ্ঠিত হয় অনুর্ধ্ব ২১ দলের একটি আন্তর্জাতিক ম্যাচ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে সার্বরা ১-০ গোলে হারে৷ কিন্তু জয়ী দলের কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের সঙ্গে সার্বিয়ার দর্শকদের বর্ণবাদ আচরণ গোটা ম্যাচের পরিবেশ নষ্ট করে দেয়৷ আর দর্শকদের সঙ্গে যোগ দেয় সার্ব দলের খেলোয়াড়রাও৷ খেলার মাঠে সার্বদের এই বর্ণবাদ আচরণ টেলিভিশনে দেখতে পেয়ে স্তম্ভিত হয়ে পড়ে বিশ্ববাসী৷ তবে এই আচরণের পরও যথাযথ শাস্তি পায় নি সার্বিয়া, এমনটি অভিযোগ ইংলিশ ফুটবল কর্তৃপক্ষের৷ কারণ উয়েফা মাত্র ৮০ হাজার ইউরো জরিমানা করে দিয়েই ছেড়ে দিয়েছে সার্বিয়াকে৷ আর বলেছে, স্টেডিয়ামে পরের ম্যাচটি যেন দর্শকছাড়াই করা হয়৷

আর সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার স্বীকার করলেন, ফুটবলে বর্ণবাদ থেকেই যাচ্ছে৷ তবে এই বর্ণবাদ ফুটবল থেকে নয় আমাদের সমাজ থেকে আসে, তাই এটা হচ্ছে শিক্ষাদানের বিষয়, এমন মত ব্লাটারের৷ তবে সবাইকে যে এই শিক্ষায় শিক্ষিত করা সম্ভব না সেটাও স্বীকার করেছেন ফুটবলের এই বড়কর্তা৷ অর্থাৎ ফুটবলের মাঠে কোন কোন দেশ বর্ণবাদী আচরণ করে যাবে এই বাস্তবতাটাই যেন মেনে নিতে বললেন ব্লাটার৷

এদিকে সার্বিয়ার ওপর উয়েফার লঘু শাস্তি নিয়েও সংগঠনের প্রধান মিশেল প্লাতিনির সঙ্গে কথা বলবেন ব্লাটার৷ তবে উয়েফার ডিসিপ্লিনারি কমিটির এই সিদ্ধান্ত প্লাতিনি নিজেও বদলাতে পারবেন কিনা, সেটি জানেন না ফিফা প্রেসিডেন্ট৷ উয়েফার অবস্থান যা-ই হোক না কেন, ফিফা যে কোন বর্ণবাদ ও বৈষম্যের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স' দেখাবে বলে জানিয়েছেন সেপ ব্লাটার৷

ইন্দোনেশিয়াকে আরও তিন মাস

এদিকে অন্তর্কোন্দল মেটাতে ইন্দোনেশিয়াকে আরও তিন মাস সময় দিলো ফিফা৷ গত দুই বছর ধরে ইন্দোনেশিয়ার ফুটবল দুই ভাগে ভাগ হয়ে আছে৷ একদিকে ইন্দোনেশিয়ার ফুটবল অ্যাসোসিয়েশন আর অন্যদিকে ইন্দোনেশিয়ান ফুটবল রেসকিউ কমিটি৷ ক্ষমতার ভাগাভাগি নিয়ে এই দুই পক্ষের দ্বন্দ্বে এখন পর্যন্ত ইন্দোনেশিয়ার ফুটবল কোন উন্নতির মুখ দেখেনি৷ তাই ফিফা এবার শেষবারের মত সময়সীমা বেধে দিয়েছে এই অন্তর্কোন্দল মিটিয়ে ফেলতে এবং একটি নির্বাচিত ফুটবল সংস্থার হাতে কর্তৃত্ব ছেড়ে দিতে৷

এর অন্যথা হলে অনির্দিষ্টকালের জন্য ইন্দোনেশিয়াকে বহিষ্কার করা হতে পারে৷ ফলে সব ধরণের আন্তর্জাতিক ফুটবল ম্যাচ থেকে বাইরে থাকতে হবে দেশটিকে৷

আরআই / এএইচ (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য