1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুটবল: এক নম্বরে স্পেন, ১৬৬ নম্বরে বাংলাদেশ

১৬ এপ্রিল ২০১১

বিশ্ব ফুটবলে শীর্ষ কে? উত্তর: স্পেন৷ বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফার সদ্য প্রকাশিত ব়্যাংকিং-এ এই তথ্যই উঠে এসেছে৷ দ্বিতীয় অবস্থানে রয়েছে নেদারল্যান্ডস এবং এরপরেই আছে ব্রাজিল৷

https://p.dw.com/p/10ue6
স্পেন, ফুটবল, বিশ্বকাপ
গত বিশ্বকাপে স্পেনের সাফল্য ছিল সেরাছবি: AP

গত ১৩ই এপ্রিল প্রকাশিত এই তালিকায় ১৮৫৭ পয়েন্ট নিয়ে স্পেন সেরা হলো আবারো৷ তবে বিশ্বকাপ জয়ী এই দেশের পয়েন্ট কিছুটা কমেছে৷ অর্থাৎ ১১ মার্চ প্রকাশিত ফিফার ব়্যাংকিং-এর চেয়ে তাদের কমেছে ২৩ পয়েন্ট৷ নেদারল্যান্ডস-এর কমেছে ২৮ পয়েন্ট৷ আর ব্রাজিল ভক্তদের জন্য সুসংবাদ এই যে এই দলটির বেড়েছে ১৪ পয়েন্ট৷ চতুর্থ অবস্থানে রয়েছে জার্মানি, পঞ্চম আর্জেন্টিনা৷ এরপর দশ নম্বর পর্যন্ত আছে যথাক্রমে ইংল্যান্ড, ঊরুগুয়ে, পর্তুগাল, ইটালি এবং ক্রোয়েশিয়া৷

Fußball WM Finale Spanien Niederlande Weltmeisterschaft Flash-Galerie
বিশ্বকাপ হাতে স্প্যানিশ দলছবি: AP

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এই তালিকায় শীর্ষে আছে মালদ্বীপ, তাদের অবস্থান ১৪৩৷ মোট পয়েন্ট ১৪৬৷ গত মার্চ মাস প্রকাশিত ব়্যাংকিং এর তুলনায় তারা ১৮ ধাপ এগিয়েছে৷ এরপর আছে ভারত, তারা ১৪৬ নম্বরে৷ আগের চেয়ে এক ধাপ নীচে নেমেছে তারা৷ নেপালের অবস্থান এরপর৷ তারা বিশ্ব আসরের ব়্যাংকিং-এর ১৫০তম দেশ৷ মিয়ানমার ১৬১ নম্বর অবস্থানেই রয়ে গেছে, কোন পরিবর্তন হয়নি৷ আট ধাপ উপরে উঠে বাংলাদেশের বর্তমান অবস্থান এখন ১৬৬, মোট পয়েন্ট ৮৬৷ আগের চেয়ে পয়েন্ট বেড়েছে ২৬৷ পাকিস্তান রয়েছে বাংলাদেশের দুই ধাপ পরেই, ১৬৮ নম্বরে৷ মোট পয়েন্ট ৭২৷ আগের চেয়ে তাদের পয়েন্ট বেড়েছে ১৬৷ শ্রীলংকা এবং আফগানিস্তান রয়েছে তারপরই৷ এই দুই দেশের অবস্থান যথাক্রমে ১৭৩ এবং ১৭৪৷ ভুটান রয়েছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে নীচের অবস্থানে৷ তাদের বতর্মান অবস্থান ১৯৬ নম্বরে৷

পৃথিবীর তাবৎ ফুটবল খেলুড়ে দেশের মধ্যে সবচেয়ে নীচে, অর্থাৎ ২০২ নম্বরে আছে পাপুয়া নিউগিনির নাম৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: বিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান