1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে আবারো বিস্ফোরণ

১৫ মার্চ ২০১১

ভূমিকম্প এবং সুনামিতে বিপর্যস্ত জাপানের পরিস্থিতি আরো খারাপ হচ্ছে পারমাণবিক চুল্লির বিস্ফোরণের কারণে৷ মঙ্গলবার ফুকুশিমা পরমাণু স্থাপনায় আরো একটি বিস্ফোরণ ঘটেছে৷

https://p.dw.com/p/10Z8t
ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রে বিস্ফোরণ (ফাইল ফটো)ছবি: AP

বিস্ফোরণে সর্বশেষ পরিস্থিতি

ফুকুশিমার পারমাণবিক চুল্লি-২ এ মঙ্গলবার বিস্ফোরণ ঘটে৷ ভূমিকম্পের পর সেখানকার আরো দুটি চুল্লিতে আগেই বিস্ফোরণ ঘটেছিল৷ সবচেয়ে ভয়াবহ যে শঙ্কা এখন তৈরি হচ্ছে, তাহলো এসব চুল্লিতে থাকা পরমাণু জ্বালানি রডগুলো গলতে শুরু করতে পারে৷ কেননা, রডগুলো ঠান্ডা রাখতে পানির যে প্রবাহ প্রয়োজন, ভূমিকম্পের পর তা আর পাওয়া যাচ্ছে না৷ এদিকে, রডগুলো গলতে শুরু করলে ভয়াবহ বিপর্যয় দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে৷ ইতিমধ্যে কেন্দ্র সংশ্লিষ্ট এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বাড়তে শুরু করেছে৷ অবশ্য পারমাণবিক কেন্দ্রের আশেপাশের বিশ কিলোমিটার এলাকার প্রায় দু লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে৷

প্রাণহানি বাড়ছে

জাপানে ৯ মাত্রার ভূমিকম্প এবং সুনামিতে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে৷ বেঁচে যাওয়া কয়েক লাখ মানুষ রাত কাটাচ্ছেন খোলা আকাশের নিচে৷ এছাড়া পানীয় জল, খাদ্য, বিদ্যুৎ, গ্যাস -- সবক্ষেত্রেই এখন তীব্র সংকট৷ জাপানের উত্তর-পূর্বাঞ্চলে উদ্ধার তৎপরতা চলছে৷ মিয়াগি জেলা থেকে সোমবার দু' হাজার মরদেহ উদ্ধার করা হয়৷ সেখানকার কর্মকর্তারা ধারণা করছেন, শুধুমাত্র এই জেলাতেই দশ হাজার মানুষ প্রাণ হারিয়েছে৷ এছাড়া দুর্গত এলাকাগুলোতে ত্রাণ সহায়তায় এক লাখ সেনা মোতায়েন করেছে জাপান সরকার৷

Flash-Galerie Japan Erdbeben Tsunami
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একজনের প্রতিক্রিয়াছবি: AP

আন্তর্জাতিক সমাজের সহায়তা

মার্কিন যুক্তরাষ্ট্র জাপানে দুটি উদ্ধারকারী দল এবং একাধিক পরমাণু শক্তি বিশেষজ্ঞ পাঠিয়েছে৷ জার্মানির দুর্যোগকালিন ত্রাণ সংস্থা জাপানে খোঁজ এবং উদ্ধার কাজে সহায়তায় ৪৪ জন কর্মী পাঠিয়েছে৷ এছাড়া পারমাণবিক চুল্লিতে ক্রমাগত বিস্ফোরণের পর আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার কাছে আনুষ্ঠানিক সহায়তা চেয়েছে জাপান৷ এই বিষয়ে করণীয় নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে আইএইএ৷

জার্মানিতে সতর্কতা

জার্মানির পারমাণবিক কেন্দ্রগুলোর মেয়াদকাল বাড়ানো নিয়ে বিতর্ক চলছিল বেশ কিছুদিন ধরে৷ সোমবার জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল জানিয়েছেন, মেয়াদকাল বাড়ানোর পরিকল্পনা তিন মাস স্থগিত থাকবে৷ এই সময়ের মধ্যে আরো তদন্ত হবে৷ আর জার্মানিতে সবচেয়ে পুরনো যে পারমাণবিক চুল্লিগুলো আছে তা অনতিবিলম্বে বন্ধ করা হবে, স্বল্পসময়ের জন্য হলেও৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান