1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দ্য লাস্ট স্ট্যান্ড’

৭ জানুয়ারি ২০১৩

আর্নল্ড শোয়ারৎসেনেগার এ কথাটা বললেন তাঁর নতুন অ্যাকশন ছবি ‘দ্য লাস্ট স্ট্যান্ড’-এর মোহরত উপলক্ষ্যে৷ ফিল্ম হল মনোরঞ্জন, কনেক্টিকাটের স্কুলে গুলি চালনার মতো ট্র্যাজিক ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, বলেন শোয়ারৎসেনেগার৷

https://p.dw.com/p/17FFU
Batman und Robin (Batman and Robin, USA 1997, Regie: Joel Schumacher)Uma Thurman, Arnold Schwarzenegger / Kostüme: Poison Ivy, Mr, Freeze, Mister; Rüstung, Panzer, Brustpanzer, Harnisch, futuristisch, Fantasy, Comic-Verfilmung, & /------ WICHTIG: Nutzung nur redaktionell mit Filmtitelnennung bzw. Berichterstattung über diesen Film. Buch- und Kalendernutzung nur nach Absprache. ------IMPORTANT: To be used solely for editorial coverage of this specific motion picture/TV programme.
ছবি: picture-alliance/dpa

‘দ্য লাস্ট স্ট্যান্ড' মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে ১৮ই জানুয়ারি থেকে৷ এ ধরণের ছবি হলো এন্টারটেইনমেন্ট, আর অন্যটা হলো একটি অবিশ্বাস্য ট্র্যাজেডি, লস এঞ্জেলেসে রিপোর্টারদের বলেন ‘টার্মিনেটর', ‘প্রেডেটর', ‘ট্রু লাইজ' ইত্যাদি ছবির নায়ক শোয়ারৎসেনেগার, যিনি ৬৫ পার করেছেন৷ এবং শুধু অভিনেতাই নন, সাত বছর ধরে ক্যালিফোর্নিয়ার গভর্নর ছিলেন অস্ট্রিয়া-জাত এই সাবেক বডি-বিল্ডার৷ প্রদেশ শাসনের দায়িত্ব থেকে রেহাই পাবার পর নায়ক হিসেবে তাঁর প্রথম ছবি হলো ‘দ্য লাস্ট স্ট্যান্ড'৷

epa03514071 A card with the Newton Town Emblem and a black ribbon sits amid roses and candles at a memorial for the victims of the Sandy Hook Elementary School shooting on a street corner in the center of Newtown, Connecticut, USA 19 December 2012. Reports stated on 14 December 2012 that a gun man unleashed a hail of gunfire that killed 20 children and six adults at a school in Newtown, a quiet, affluent suburb of 27,500 people about 100 kilometres north-east of New York City. He then killed himself inside Sandy Hook Elementary School, having previously killed his mother. EPA/CJ GUNTHER
ফিল্ম হল মনোরঞ্জন, কনেক্টিকাটের স্কুলে গুলি চালনার মতো ট্র্যাজিক ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, বলেন শোয়ারৎসেনেগারছবি: picture-alliance/dpa

১৪ই ডিসেম্বর স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে হত্যাকাণ্ডে ২০ জন শিশু এবং ছয় জন শিক্ষক-শিক্ষিকা প্রাণ হারান৷ শোয়ারৎসেনেগারের মতে এই ট্র্যাজেডি শুধুমাত্র আগ্নেয়াস্ত্র ঘটিত নয়৷ ‘‘আমাদের দেখতে হবে, আমরা কিভাবে মানসিক অসুস্থতার মোকাবিলা করি; আগ্নেয়াস্ত্র আইনের ব্যাপারে আমরা কি করি; সন্তান প্রতিপালনের ব্যাপারে আমরা কি করি,'' বলেন শোয়ারৎসেনেগার৷

বলতে কি, স্যান্ডি হুক হত্যাকাণ্ডের ব্যাপারে হলিউড এবং অ্যাকশন ছবির দিকে যারা আঙুল তুলেছে, তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ‘গান লবি' – অর্থাৎ যারা সাধারণ নাগরিকদের আগ্নেয়াস্ত্র রাখার এবং বন্দুকধারণের সপক্ষে – সেই ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনও পড়ে৷ এমনকি এনআরএ প্রধান ওয়েন লাপিয়ের শোয়ারৎসেনেগারের ‘দ্য লাস্ট স্ট্যান্ড' ছবিটির নাম করেই বলেছেন, স্যান্ডি হুক হত্যাকাণ্ডের পিছনে এ ধরণের ছবিরও একটা ভূমিকা থাকতে পারে৷

ছবিটিতে শোয়ারৎসেনেগার লস এঞ্জেলেসের এক অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন, যে পরে মেক্সিকো সীমান্তে একটি ছোট শহরের শেরিফ হয়ে এক ড্রাগলর্ডের অ্যামেরিকায় ঢোকা রোখার চেষ্টা করছে৷ স্বভাবতই ছবিটিতে মারদাঙ্গা দৃশ্যের কোনো অভাব নেই৷ তবে শোয়ারৎসেনেগারের মতে আগ্নেয়াস্ত্র আইন এবং মানসিক রোগের চিকিৎসা সংক্রান্ত নিয়মাবলীর সংস্কারের প্রয়োজন থাকতে পারে – হলিউডের নেই৷

সন্তান প্রতিপালন? শোয়ারৎসেনেগারের প্রশ্ন হলো, কনেক্টিকাটের খুনি অ্যাডাম ল্যাঞ্জার মা বন্দুক সংগ্রহ করতেন ও তাঁর শিশুসন্তানকে শুটিং রেঞ্জে নিয়ে যেতেন কি কারণে?

এসি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য