1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফাইনালের আগে ইউনাইটেড'এর প্রশংসায় পঞ্চমুখ বার্সার কোচ

২৪ মে ২০১১

শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচের আগে বার্সেলোনার কোচ পেপ গুয়ার্দিওলা প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড'এর ভূয়সী প্রশংসা করেছেন৷ এমনকি সবিনয়ে বলেছেন, বার্সেলোনা মোটেই ফেভারিট নয়৷

https://p.dw.com/p/11Mjm
বার্সেলোনার কোচ পেপ গুয়ার্দিওলাছবি: AP

ইউনাইটেড'এর যে এই প্রশংসা প্রাপ্য, এবিষয়ে কোনো সন্দেহ নেই৷ চলতি মরশুমে তারা কোনো বড় চমক না দেখালেও একটানা ভালো ফল করে গেছে৷ গুয়ার্দিওলা বলেছেন, সেমি ফাইনাল ম্যাচে ম্যানচেস্টার যেভাবে শালকের বিরুদ্ধে খেলেছে, তা সত্যি মনে রাখার মতো৷ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকা সত্ত্বেও তারা যথেষ্ট শক্তিশালী ছিলো৷ তাদের খেলার মধ্যে গভীর নিষ্ঠা রয়েছে৷ মাঠে চার থেকে পাঁচ রকমের আলাদা লাইন-আপ করেও খেলার ক্ষমতা রাখেন ইউনাইটেড'এর খেলোয়াড়রা৷ ‘‘গত ৫ থেকে ১০ বছর ধরে দুনিয়ার সেরা টিমগুলির মধ্যে একটি হলো ম্যানচেস্টার ইউনাইটেড'', বলেন গুয়ার্দিওলা৷ ম্যানচেস্টারের কোচ সার অ্যালেক্স ফার্গুসনকেও দুনিয়ার সেরা কোচদের তালিকায় রাখছেন গুয়ার্দিওলা৷

Symbilbild Wappen Manchester United FC Barcelona
ম্যানচেস্টার ও বার্সেলোনার প্রতীকছবি: picture-alliance/ dpa/DW

অন্যদিকে বার্সেলোনা চোখ ধাঁধানো খেলা দেখিয়ে এবার স্পেনের লিগ জিতে নিয়েছে৷ এমনকি এটাই বার্সেলোনার সর্বকালের সেরা টিম কি না, সেই প্রশ্নও উঠে আসছে৷ তবে লন্ডনে শনিবারের ম্যাচে ইউনাইটেড'এর বিরুদ্ধে বার্সার জয় সত্ত্বেও কোচ গুয়ার্দিওলা মনে করেন, প্রথমার্ধে ইউনাইটেড বেশি ভালো খেলেছে৷ তারপর অবশ্য বার্সেলোনাই মাঠে কর্তৃত্ব করেছে৷

FC Barcelona Champions League Sieger 2009
২০০৯ সালে ইউনাইটেডকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল বার্সেলোনাছবি: AP

গোটা বিশ্বের ফুটবল অনুরাগীরা অপেক্ষা করে আছে ‘স্বপ্নের ফাইনাল' দেখার জন্য৷

এদিকে আইসল্যান্ডে আগ্নেয়গিরির তাণ্ডবের ফলে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল ম্যাচে যাতে কোনো বিঘ্ন না ঘটে, তা নিশ্চিত করতে আগেভাগেই লন্ডনে পৌঁছে যাবার পরিকল্পনা করছে বার্সা৷ বিমান চলাচল বন্ধ হয়ে গেলে তাদের পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়তে পারে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: আব্দুল্লাহ আল ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য