1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পড়ার আনন্দ ফিরিয়েছেন বিশ্বজিৎ

শীর্ষ বন্দ্যোপাধ্যায় কলকাতা
২৩ অক্টোবর ২০১৭

বিশ্বজিৎ মিত্র৷ ছিলেন তথ্য প্রযুক্তি ক্ষেত্রের কর্মী৷ হঠাৎ চাকরি ছেড়ে দিলেন, মানুষের জন্যে কিছু করার তাগিদে৷ সহজে ইংরেজি শেখার জন্য তৈরি করলেন একটি অ্যাপলিকেশন সফটওয়্যার এবং বিনা পয়সায় প্রত্যন্ত গ্রামের ছেলেমেয়েদের হাতে তুলে দিলেন সেই অ্যাপ৷

https://p.dw.com/p/2mLdX

কিন্তু সেখানেই থেমে থাকেননি বিশ্বজিৎ, তৈরি করে ফেলেছেন আস্ত একটা স্কুল৷ গ্রামের সেই সব ছেলে-মেয়েদের জন্যে, যারা মেধাবী, কিন্তু অভাবের কারণে বেশিদূর পড়ালেখা করতে পারে না ৷ আর তাদের ইংরেজি শেখার ক্ষেত্রেও বিশ্বজিতের মনে হয়েছিল, যারা প্রথমবার ইংরেজি শিখছে, চলতি পাঠক্রম তাদের উপযুক্ত নয়৷ কী করে এদের পড়ার আনন্দটা ফিরিয়ে আনা যায়, সেই চিন্তা থেকেই ইংরেজি শেখার অ্যাপটির জন্ম৷ যেখানে খেলতে খেলতে ইংরেজি শেখা যায়৷