1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পদ্মা সেতু

৫ জুলাই ২০১২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, এই সেতু প্রকল্পে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায়নি৷ বরং বিশ্ব ব্যাংকই তাদের পছন্দের ভুয়া প্রতিষ্ঠানকে কাজ দেয়ার জন্য চাপ সৃষ্টি করেছিল৷ আর এদেশে কারা ঋণ বাতিলের সঙ্গে জড়িত তার তদন্ত হবে৷

https://p.dw.com/p/15RFM
ছবি: dapd

পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংক ১২০ কোটি মার্কিন ডলার ঋণ বাতিলে পর, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই প্রথম প্রকাশ্যে মুখ খুললেন৷ বুধবার রাতে প্রশ্নোত্তর পর্বে সংসদে তিনি বলেন, বাংলাদেশের দিক দিয়ে এই সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি৷ বরং বিশ্ব ব্যাংক একটি ভুয়া প্রতিষ্ঠানকে কাজ দেয়ার জন্য চাপ সৃষ্টি করেছিল৷ আর তা না দেয়ায়ই তারা ঋণ বাতিল করেছে৷ তিনি বলেন, এর পেছেনে কারা জড়িত তা তদন্ত করে দেখা হবে৷

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ নিজস্ব অর্থায়নের মাধ্যমেই প্রয়োজনে পদ্মা সেতু নির্মাণ করবে৷ তবুও কোনো অযৌক্তিক আবদার মেনে নেয়া হবেনা৷

প্রধানমন্ত্রী বলেন, তিনি বা তাঁর পরিবারের সদস্যরা কোনোরকম দুর্নীতির সঙ্গে জড়িত নন৷ তাঁর নাম ভাঙ্গিয়ে কেউ কিছু করলে সরাসরি তাঁকে জানানোর আহ্বান জানান৷

তিনি বলেন, এখনো দুদক তদন্ত চালিয়ে যাচ্ছে৷ যদি পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতির প্রমাণ পাওয়া যায় তাহলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য