1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

একই পরিবারের ২০ জন নিহত!

২৫ ডিসেম্বর ২০১৭

ক্যাথলিকপ্রধান ফিলিপাইন্সে এবারের বড়দিন এসেছে একের পর এক প্রাণহানির খবর নিয়ে৷ কমপক্ষে ৫২ হাজার মানুষের বড়দিন কাটছে আশ্রয় শিবিরে৷

https://p.dw.com/p/2puiX
Philipinen - Schäden durch Taifun Nock-Ten
ছবি: Reuters/R. Loaquinario

বড়দিনের সকালে প্রখ্যাত এক গির্জায় সকালের প্রার্থনায় যোগ দিতে বাসে চড়েছিলেন একটি যৌথ পরিবারের বেশ কয়েকজন সদস্য৷ কিন্তু তাঁদের বহন করা ছোট বাসের সঙ্গে বড় একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে প্রাণ হারান ২০ জন৷ ছোট বাসে থাকা ন'জন আর বড় বাসের ১৭ জন যাত্রী আহত হন৷ উত্তর ফিলিপাইন্সে এই দুর্ঘটনা ঘটে৷ পুলিশের এক কর্মকর্তা স্থানীয় বেতারকে বলেছেন, ছোট বাসটি আরেকটি বাহনকে ‘ওভারটেক’ করতে গিয়ে দুর্ঘটনাটি ঘটে৷

ঘূর্ণিঝড়

এর আগে শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে ঘূর্ণিঝড় তেমবিন আঘাত হানে৷ এতে সৃষ্ট বন্যা ও ভূমিধসের কবলে পড়ে এখন পর্যন্ত ২৪০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ এখনও নিখোঁজ আছেন প্রায় ১০৭ জন৷ সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, মিন্দানাওয়ের প্রায় ১৩ হাজার পরিবার – কমপক্ষে ৫২ হাজার মানুষ – বড়দিনটা কাটাচ্ছেন দ্বীপের বিভিন্ন আশ্রয় শিবিরে৷

প্রতিবছর ২০টি বা তারও বেশি প্রাকৃতিক দুর্যোগের শিকার হয় ফিলিপাইন্স৷ তবে সাধারণত বেশিরভাগের হামলা থেকে মুক্ত থাকে মিন্দানাও৷ তবে এবার ঘূর্ণিঝড় তেমবিন শুধু সেখানেই আঘাত হেনেছে৷

সরকারি রেকর্ড বলছে, ২০১২ সালে মিন্দানাওয়ে টাইফুন বোফার আঘাতে প্রায় ১,৯০০ জন নিহত বা নিখোঁজ হয়েছিল৷ তার আগের বছর আরেকটি ঘূর্ণিঝড়ে নিহত বা নিখোঁজ হন প্রায় ১,০৮০ জন৷

সোমবার বিকেলের দিকে ঘূর্ণিঝড় তেমবিনের ভিয়েতনামে আঘাত হানার কথা৷ সেখানে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে৷

চারদিন পর নাটকীয়ভাবে উদ্ধার

এদিকে ঘূর্ণিঝড়ের কারণে বাড়ি থেকে ছিটকে পড়া ২৫ বছরের এক নারীকে প্রায় ৯০০ কিলোমিটার দূরে সাগর থেকে সোমবার ভোরে উদ্ধার করা হয়েছে৷ ডিয়ানা সালিম নামের ঐ নারী প্রায় চারদিন বাড়ির একটি অংশ ধরে সাগরে ভেসেছিলেন৷ সোমবার ভোরে কার্গোবাহী একটি জাহাজ সালিমের পাশ দিয়ে যাওয়ার সময় তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করে৷

মিন্দানাওয়ের সিবুচো শহরে বাস করেন সালিম৷ তেমবিনের আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়া এলাকার মধ্যে এটি একটি৷ শহরের মেয়র সালিমের উদ্ধার হওয়ার খবর নিশ্চিত করে বলেন, ‘‘তাঁর উদ্ধারের খবর নিখোঁজ অন্যদের খোঁজ পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী করছে৷’’

শপিং মলে অগ্নিকাণ্ড

ফিলিপাইন্সের দক্ষিণের ডাবাও শহরের একটি শপিং মলে শনিবার আগুন লেগেছিল৷ আজ সোমবার মলের একটি অফিসের লবিতে ত্রিশের বেশি মৃতদেহ পাওয়া গেছে বলে জানিয়েছেন দমকল কর্মীরা৷ রবিবার আরও একটি মৃতদেহ পাওয়া গিয়েছিল৷ স্থানীয় দমকল বিভাগের প্রধান জানান, তাঁর এক সহকর্মী ‘প্রায় ৩৬টি’ মৃতদেহ গণনা করেছেন৷

জেডএইচ/ডিজি (ডিপিএ, এএফপি)