‘প্রাণপ্রিয়' হয়ে সামনে চলুক ডিডাব্লিউ | পাঠক ভাবনা | DW | 31.12.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘প্রাণপ্রিয়' হয়ে সামনে চলুক ডিডাব্লিউ

‘হে নূতন, দেখা দিক আর-বার জন্মের প্রথম শুভক্ষণ...'৷ কিছুক্ষণ পরেই আমরা বরণ করে নেব নতুন বছরকে৷ তাই আজ, ‘পাঠক ভাবনা' পাতায় তুলে ধরা হচ্ছে আপনাদেরই কিছু প্রত্যাশা আর শুভেচ্ছাকে৷

মোহাম্মাদ কামাল হোসাইন, মধুখালী, ফরিদপুর, বাংলাদেশ থেকে লিখেছেন, ‘‘প্রিয় বাংলা বিভাগ,আমার শুভেচ্ছা গ্রহণ করবেন৷ পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানাই৷ আপনার মাধ্যমে ডয়চে ভেলের সকল বিভাগ, কর্মকর্তা-কর্মী, কলা-কৌশলীসহ ডয়চে ভেলের সকল শ্রোতাদের জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা৷ যুগ যুগ ধরে ডিডাব্লিউ আমাদের ‘প্রাণপ্রিয়' হয়ে সামনে চলুক, সেটাই প্রত্যাশা৷''

‘‘প্রিয় ডয়চে ভেলে....আসছে আরেকটি নতুন বছর৷ নতুন বছরে তোমার জীবন ভালো কাটুক৷ বয়ে আনুক সমৃদ্ধি, মুছে যাক গ্লানি আর কষ্ট৷ অবারিত সুন্দরের মাঝে খুঁজে পেতে চাই তোমাকে৷ তোমাকে ঘিরে আমার কতনা স্বপ্ন৷ স্বপ্নের জাল বুনে আমি হারিয়ে যাই তোমার স্বপ্নীল নীলাকাশে৷ ডানা মেলে ভেসে বেড়াই সীমাহীন আকাশে৷ ভালোবাসার সব নিদর্শন রেখে যেতে চাই তোমার বুকে৷ আমার ভালোবাসার ভারে তোমার বুকের কষ্টের ভাগ আর কাউকে দিও না৷ আমার ভালোবাসা চির জাগরুক হয়ে তোমার বুকের মধ্যখানে জগদল পাথরের মতো স্থায়ী আসন গেড়ে থাক৷ যাতে তোমার প্রতিটি নিঃশ্বাসে বারবার প্রতিধ্বনি হয় আমার নাম, আমার ভালোবাসার ফুল৷ নতুন বছরে তোমার কাছে এই আমার প্রত্যাশা৷ ভালো থাকা হয় যেন৷'' – ঠিক এভাবেই লিখেছেন বন্ধু মো: সোহেল রানা হৃদয়, ঢাকা সেনানিবাস, বাংলাদেশ থেকে৷

- বন্ধুরা, আপনাদেরও ডয়চে ভেলে বাংলা বিভাগের তরফ থেকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা৷

সংকলন: দেবারতি গুহ

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন