1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

প্রস্টেট অপারেশনের প্রতিক্রিয়া

২২ মে ২০১৮

প্রস্টেট অপারেশনের পর যদি উরেথ্রা বা মূত্রনালি সরে যায়, তাহলে দিনে বা রাতে প্রস্রাব সংবরণ মুশকিল হয়ে পড়তে পারে৷ এক্ষেত্রে উরেথ্রার দু'পাশে বেলুন বা প্যাড বসিয়ে উপকার পাওয়া যেতে পারে – একটি ছোট, কিন্তু উপযোগী অপারেশন৷

https://p.dw.com/p/2y5Nx
ছবি: AP

‘ইনকন্টিনেন্স’, মানে মল বা মূত্র নিয়ন্ত্রণে রাখার অক্ষমতা, যাকে ইন্দ্রিয়ের অসংযমও বলা হয়ে থাকে৷ প্রস্টেট অপারেশনের পর প্রবীণদের ইনকন্টিনেন্স দেখা দিতে পারে৷ চিকিৎসার একটি পদ্ধতি হল ‘উরেথ্রা’ বা মূত্রনালির দু'পাশে তথাকথিত ‘বেলুন’ বসিয়ে চাপ সৃষ্টি করা, যাতে অনভিপ্রায়ে প্রস্রাব নিঃসৃত না হয়৷ ফ্রিৎস ডিবার্ন গত ১০ বছর ধরে এই বেলুন নিয়ে বাস করছেন৷

ইউরোজিস্ট প্রফেসর পেটার ব্রাউন বলেন, ‘‘ওটা একটা ছোট অপারেশন৷ ‘মাস্ক’-এর মাধ্যমে স্বল্প সময়ের জন্য অ্যানিসথেটিক দিয়েই এই অপারেশন করা যায়৷ অপারেশনের ফলে পেশেন্টের ইন্দ্রিয় সংযম অনেকটা বাড়ানো সম্ভব হয়৷’’

পেশেন্ট ফ্রিৎস ডিবার্ন জানালেন, ‘‘মূত্রনালির উপর বেলুনগুলোর সঠিক চাপ গড়ে উঠতে চার থেকে পাঁচ সপ্তাহ সময় লেগে যায়৷ কাজেই তিন মাসের মধ্যেই ইনকন্টিনেন্স কমে প্রায় শূন্যে এসে দাঁড়ায়৷’’

তরল পদার্থে ভরা বেলুনগুলোর চাপ কমে এলে সেগুলিতে আবার তরল ভরা যায়৷ একটি সাইকেল দুর্ঘটনার পর ফ্রিৎস ডিবার্নের একটি বেলুন সরে যায়৷ ঠিক এই কারণেই, অর্থাৎ বেলুনগুলি সরে অথবা ফেটে যাওয়ার বিপদ থাকার কারণে পদ্ধতিটি বছর পনেরো আগে যতোটা ব্যবহার করা হত, আজ আর ততোটা করা হয় না৷

প্রফেসর ব্রাউন জানালেন, ‘‘বেলুন নিয়ে সমস্যাটা সমাধানযোগ্য এই অর্থে যে, বেলুনটা বদলে নেওয়া সম্ভব – সেটাও একটা ছোট অপারেশন ছাড়া আর কিছু নয়৷ ঐ অপারেশনের ঝুঁকিও কম, কাজেই তা খুব সহজেই করা যায়৷’’

বার পাঁচেক বেলুন বদলানো সত্ত্বেও ফ্রিৎস ডিবার্ন বহাল তবিয়তেই আছেন – প্রস্রাবের অসংযম পুরোপুরি সেরে না গেলেও তিনি সন্তুষ্ট৷ 

অপারেশনের নতুন পদ্ধতি

অপারেশনের একটি নতুন পদ্ধতি হল, দু'টির বদলে একটি প্যাড বা স্যাশে ব্যবহার করা – বছর খানেক আগে ফ্রানৎস ক্রাম্প যে পদ্ধতি বেছে নেন৷ গোড়ায় তাঁর বহুদিন বেলুন থাকা সত্ত্বেও তাতে বিশেষ কাজ হয়নি৷

পেশেন্ট ফ্রানৎস ক্রাম্প বললেন, ‘‘স্বভাবতই গোড়ায় একটু হতাশ হয়েছিলাম৷ ব্যাপারটা এতো ভালো শুরু হয়েছিল যে, তা থেকে অনেক আশা করেছিলাম৷’’

আবার পরীক্ষা করে দেখা গেল যে, প্রস্টেট অপারেশনের পর তাঁর মূত্রনালিটি সরে গেছে৷ এবার একটি ব্যান্ড দিয়ে সেটিকে সঠিক স্থানে এনে একটি প্যাড বা স্যাশে দিয়ে ঠেকিয়ে রাখা হবে৷

প্রফেসর ব্রাউন বললেন, ‘‘এক্ষেত্রে এই অপারেশনটায় সত্যিই কাজ হতে পারে, কেননা ব্যান্ড দিয়ে মূত্রনালিটিকে সঠিক অবস্থানে আনা যায়; অপরদিকে তাতেও প্রস্রাবের অসংযম ঠিক না হলে, স্যাশে থাকায় তা পরে খাপ খাইয়ে নেওয়া যায়৷’’

বেলুনের মতো এই প্যাড বা স্যাশেগুলিতেও পরে তরল পদার্থ ভরা যায় – অর্থাৎ প্রয়োজন অনুযায়ী মূত্রনালির উপর চাপ বাড়ানো কিংবা কমানো যায়৷ ফ্রানৎস ক্রাম্প বছর খানেক আগে এই প্যাড লাগিয়েছেন ও ইতিমধ্যে তাঁর অভ্যাস হয়ে গিয়েছে৷ ক্রাম্প বললেন, ‘‘প্যাডটা হাজার হোক শরীরের অংশ নয়, যদিও তা শরীরে ঢুকিয়ে দেওয়া হয়৷ তবে তা থেকে ক্রমেই আরো বেশি কাজ হয়েছে৷ কাজেই আমি খুব সন্তুষ্ট বলতে হবে৷’’

তৃতীয় পদ্ধতি হল শুধুমাত্র ব্যান্ড ব্যবহার করা৷

এক্ষেত্রে একটি ব্যান্ড দিয়ে মূত্রনালিটিকে তার সঠিক অবস্থানে নিয়ে আসা হয়৷ কিন্তু যে সব পেশেন্টের রাত্রে অসংযমের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে প্রায়শই এই পদ্ধতি পর্যাপ্ত নয় – তখন স্বভাবতই ব্যান্ডের সঙ্গে প্যাড ব্যবহার করা ছাড়া উপায় থাকে না, যেমন মানফ্রেড ড্যোর্নব্রাকের ক্ষেত্রে৷

ইউরোলজিস্ট ড. রশিদ হোদা জানালেন, ‘‘এই অপারেশনের পদ্ধতি নিয়ে আমরা দশ বছর কাজ করছি৷ আমাদের অভিজ্ঞতা হল এই যে, মাঝারি ইনকন্টিনেন্সের পেশেন্টরা ব্যান্ড বসানো থেকে লাভবান হন৷’’

মাস দুয়েক আগে মানফ্রেড ড্যোর্নব্রাক-এর অপারেশন হয় – ৪৫ মিনিটের অপারেশন৷ সেযাবৎ তাঁকে প্যাড রি-অ্যাডজাস্ট করার জন্য দুবার ক্লিনিকে আসতে হয়েছে৷ ড্যোর্নব্রাক সন্তুষ্ট: ‘‘রাত্রে আমার আর প্রায় প্রস্রাবের অসংযম নেই, যদিও দিনে তা এখনও পুরোপুরি কাজ করে না৷ তবে ডাক্তাররা বলেন সেটাই নাকি স্বাভাবিক, কাজেই আমি আশাবাদী৷’’

আনা শুবার্ট/এসি