1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাহুল বনাম মোদী?

অনিল চট্টোপাধ্যায়, নতুন দিল্লি৭ এপ্রিল ২০১৩

ভারতে ২০১৪ সালের সাধারণ নির্বাচনের আর বেশি দেরি নেই৷ রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই নিজেদের ঘর গোছাতে শুরু করে দিয়েছে৷ প্রধান দুই রাজনৈতিক দল কংগ্রেস ও বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নিয়ে দুই শিবিরেই চলছে জল্পনা৷

https://p.dw.com/p/18B1O
Supporters of India's ruling Congress party hold posters of Prime Minister Manmohan Singh, Chief of Congress party Sonia Gandhi and Rahul Gandhi, a lawmaker and son of Sonia, during a public rally in New Delhi's Ramlila Maidan ground November 4, 2012. India's embattled Congress party, led by Sonia Gandhi, sought to drum up support for the contentious opening up of the country's vast retail sector to big foreign chains at a mass rally on Sunday, saying supermarkets would help farmers and consumers battling high inflation. REUTERS/Mansi Thapliyal (INDIA - Tags: POLITICS)
ছবি: Reuters

বহু চর্চিত দুটি বিষয়৷ গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী যদি হিন্দুত্ববাদী দল বিজেপির মুখ হয়, তাহলে কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী প্রার্থী কে হবেন? বারংবার উঠে আসছে ৪২ বছর বয়সি কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীর নাম৷ সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদের জন্য লড়াই হবে রাহুল বনাম মোদীর৷ জনমানসে কে বেশি গ্রহণীয়? একটা তুলনামূলক বিশ্লেষণ চলেছে সুশীল সমাজের মধ্যে৷

Rahul Gandhi, a lawmaker and son of India's ruling Congress party chief Sonia Gandhi, smiles as he speaks with the media in New Delhi March 6, 2012. Rahul Gandhi failed spectacularly to deliver a promised comeback for his Congress party in crucial state elections, casting fresh doubt on his capacity to become the next member of a storied dynasty to lead the country. REUTERS/Parivartan Sharma (INDIA - Tags: POLITICS ELECTIONS)
কংগ্রেস পার্টির সহৃসভাপতি রাহুল গান্ধীছবি: Reuters

ভারতীয় বণিক মহাসঙ্ঘের বার্ষিক সম্মেলনে এক নতুন রূপে আত্মপ্রকাশ করে কংগ্রেস পার্টির সহৃসভাপতি রাহুল গান্ধী তুলে ধরেন তাঁর ‘ভারত ভিশন’৷ ভারতের অর্থনৈতিক মঞ্চে ফেরি করলেন আধুনিক ভারত গড়ার স্বপ্ন৷ চাইলেন ক্ষমতার বিকেন্দ্রীকরণ৷ বললেন, মুষ্টিমেয় লোকের হাতে ভারতের ভাগ্য নির্ধারত হতে পারে না৷ সেটাকে নিয়ে যেতে হবে নীচু তলা অবধি৷ ভারতীয় অর্থনীতির বিরাট সম্ভাবনাকে কাজে লাগাতে তিনি কর্পোরেট সংস্থাগুলির সহযোগিতা চান৷ তাঁর ভাষণে যত সমস্যার কথা ছিল, তত সমাধান ছিল না৷

মোদীর সমান্তরাল শিল্প-বান্ধব ভাবমূর্তি গড়ে তোলার প্রয়াস বলে অনেকে মনে করছেন৷ কিন্তু কর্পোরেট মহলে তা কতটা দাগ কাটতে পেরেছে তা নিয়ে সংশয়ের অবকাশ আছে৷ প্রথমত, রাহুল বয়সে ও অভিজ্ঞতায় নবীন৷ রাজনৈতিক পোড় খাওয়া মোদীর প্রতিপক্ষ হওয়া বেশ কঠিন হবে রাহুলের, এমনটাই ধারণা বিশ্লেষকদের৷ রাহুল নিজেও জানেন তাঁর সীমাবদ্ধতা৷ বলেছেন, ‘‘অনভিজ্ঞতা আমার প্রধান বাধা’’৷ তাঁর প্রধানমন্ত্রী পদের প্রার্থী হওয়ার ব্যাপারটা নিছক জল্পনামাত্র৷ দেশের মানুষ যা চাইবেন, তাই হবে৷ তবে একথা ঠিক, আমজনতার কাছে রাহুলের ভাবমূর্তি স্বচ্ছ ও নিষ্কলঙ্ক৷ রাহুল সুবক্তা নয়৷ ৯ বছরের সংসদীয় জীবনে মনে রাখার মতো কোনো বক্তৃতা দেননি৷ তবে পার্টি চাইলে এইসব যুক্তি ধোপে টেঁকার নয়৷

India's Gujarat state chief minister Narendra Modi, greets his supporters upon arriving at the party's state headquarters after casting his vote in the second phase of the state assembly elections in Ahmadabad, India, Monday, Dec. 17, 2012. Ninety-five seats go for polls on Monday in the second and last phase of the elections in which 19.8 million voters will decide the fate of 820 candidates including Modi, who is seeking his third term, according to local news agency Press Trust of India. (Foto:Ajit Solanki/AP/dapd)
গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীছবি: AP

অন্যদিকে, গুজরাটের তিন বারের মুখ্যমন্ত্রী মোদী এক সফল প্রশাসক ও সুবক্তা হিসেবে প্রমাণিত৷ পরিণত রাজনৈতিক অভিজ্ঞতার ওপর দাঁড়িয়ে জাতীয় স্তরে বৃহত্তর ভূমিকা পালনে আত্মবিশ্বাস তাঁর অনেকটাই রয়েছে৷ উন্নয়নের মন্ত্র দিয়ে গুজরাটবাসীদের মন জিতে নিয়েছেন তিনি৷ এবার গোটা দেশে সেই মন্ত্র ছড়িয়ে দিতে তৈরি৷ কিন্তু এটাই সব কথা নয়৷ ধর্মনিরপেক্ষ বহুত্ববাদী ভারতীয় সমাজে তাঁর ভাবমূর্তি স্বচ্ছ নয়৷ কেউ কেউ প্রশ্ন তুলেছেন, গুজরাট দাঙ্গা যদি মোদীর কলঙ্ক হয়, তাহলে দিল্লিতে ৮৪ সালের শিখ বিরোধী দাঙ্গা কংগ্রেসের কলঙ্ক নয় কেন?

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য