প্রত্যেক ঘরে চাই সাহসী নারী | পাঠক ভাবনা | DW | 30.01.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

প্রত্যেক ঘরে চাই সাহসী নারী

সম্প্রতি বাংলাদেশের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠার পরিপ্রেক্ষিতে আমার প্রিয় ডয়চে ভেলে বাংলা বিভাগ তার স্বকীয়তা বজায় রেখে নিরপেক্ষভাবে প্রতিবেদন প্রচার করে চলেছে৷

সেজন্য ধন্যবাদ , এভাবেই লিখেছেন চট্টগ্রাম থেকে শ্রোতাবন্ধু অসিত কুমার দাস মিন্টু৷

স্মার্ট ফোনের ব্যবহার নিয়া পরিবেশনাটি বাতিক্রমী ছিল৷ মন্তব্য ফয়সাল আহমেদের৷

যৌতুক বিষয়ক প্রতিবেদনে ফারজানা ইয়াসমীনের বিপ্লবী মানসিকতার প্রমাণ পেলাম৷ তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা৷ তবে এদেশে যৌতুক নিরসনে শুধু দু'একজনের বিচ্ছিন্ন প্রতিবাদ নয়৷ যৌতুকের বিরুদ্ধে তৈরি করতে হবে প্রবল গণ-আন্দোলন৷ এগিয়ে আসতে হবে সবাইকে, তবেই সম্ভব হবে যৌতুকমুক্ত শান্তিময় বাংলাদেশ গড়া৷ সেই প্রত্যাশায় - কাজল রঞ্জন ঘোষ, সজল রঞ্জন ঘোষ, কপিলমুনি, খুলনা থেকে৷

রাতের অনুষ্ঠানে ফারজানার আসাধারণ সাহসিকতার কথা জানতে পারলাম৷ সত্যি এমন সাহসী নারী আমাদের সমাজে খুব কমই আছে৷ আজ যদি ফারজানার মত সাহসী নারী প্রত্যেক ঘরে ঘরে থাকতো তাহলে এই সমাজে যৌতুকের কোন অস্তিত্বই থাকত না৷ বাপি ও বাপ্পা দেবনাথ , ঘোষনগর, তালা থেকে৷

আসসালামু আলাইকুম৷ আশা করি সবাই ভাল আছেন৷ বেশ কিছুদিন হলো বাংলা বিভাগের কর্মীদের সংক্ষিপ্ত পরিচিতি দেখলাম৷ এখনও মাঝে মাঝে দেখি৷ সেখান থেকে যা জানতে পারলাম একেক জনের একেক রকম অনুভুতি৷ দায়িত্ব, কর্ম ইত্যাদি৷ কিভাবে ডয়চে ভেলেতে এসেছেন কেমন করে সাজিয়েছেন এ রকম নানা ধরনের বিষয় নিয়ে লেখা হয়েছে৷ এবার আমার কিছু ভাললাগা মন্দলাগা বিষয় তুলে ধরলাম৷

ছোটবেলা থেকে রেডিও শোনায় অভ্যস্ত৷ বাংলাদেশ বেতারের ঢাকা কেন্দ্রের কলকাকলিতে ছোটদের কবিতা শুনতে ভাল লাগতো (১৯৯৬-৯৭)৷ গল্পের বই পড়ার খুব নেশা ছিল যে কারণে পাঠ্যবই ছাড়াও গল্প পড়তে ও শুনতে ভীষণ মজা পেতাম৷

আমার এক মামা স্কুল লাইব্রেরি থেকে নতুন বই নিয়ে আসতেন এবং তিনিও আমাকে বই থেকে গল্প পড়ে শোনাতেন৷ তখনকার সেই দিনগুলির কথা আজও মনের মাঝে উঁকি মারে৷ যাই হোক আরও অনেককথা পরে জানবেন৷ বর্তমানে আমি বিএসসি (৩য় বর্ষ) শাখায় অধ্যয়নরত৷ আমার জন্য দোয়া করবেন৷ ফিরোজ আহমেদ, খেজুর তলা, চুয়াডাঙ্গা৷

আমাদের গত সপ্তাহান্তের ‘ছবি খুঁজুন, পুরস্কার জিতুন' ওয়েবসাইট প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন, বেলদা, নবোদয় পল্লি, পশ্চিম মেদিনীপুর থেকে শ্রোতাবন্ধু ডা.সিদ্ধার্থ ভট্টাচার্য্য এবং কোয়ারদারা, বিলপাড়া, রাজশাহী থেকে শ্রোতাবন্ধু এসএমজে হাবীব৷

দু'জনকে আমাদের আন্তরিক অভিনন্দন!

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক