1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দিল্লি ছাড়লেন গুরমেহের কৌর

রাজীব চক্রবর্তী নতুন দিল্লি
২ মার্চ ২০১৭

দিল্লির রামজস কলেজের ঘটনার প্রতিবাদে সরব হওয়া ছাত্রী গুরমেহের কৌর ফেসবুক-টুইটারে লাগাতার আক্রমণ ও ধর্ষণের হুমকি আর সহ্য করতে পারলেন না৷ মঙ্গলবার জানালেন, আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন তিনি৷

https://p.dw.com/p/2YVB5
Screenshot Twitter Gurmehar Kaur
ছবি: Twitter/Gurmehar Kaur

টুইটার মারফত তিনি জানান, তাঁকে যেন একা থাকতে দেওয়া হয়৷ অবশ্য আন্দোলনে যোগ দেওয়ার জন্য সকলকে অভিনন্দনও জানান তিনি৷ টুইটে গুরমেহের লেখেন, ‘‘আমার মতো ২০ বছরের মেয়ের পক্ষে এর থেকে বেশি চাপ নেওয়া সম্ভব নয়৷’’

গত কয়েকদিন ধরে গুরমেহের কৌরকে ঘিরে যে বিতর্ক দানা বেঁধেছে, তাকে কার্যত ফুৎকারে উড়িয়ে দিয়ে ২০ বছরের ছাত্রীটির পাশে এসে দাঁড়ালেন ক্রিকেটার গৌতম গম্ভীর৷ গম্ভীরের এক সময়ের সতীর্থ বীরেন্দ্র শেহবাগ এবং অলিম্পিকে ব্রোঞ্জজয়ী কুস্তিগির যোগেশ্বর দত্তরা গুরমেহেরের বিরোধী শিবিরে নাম লিখিয়েছেন৷ কিন্তু মেহেরকে সমর্থন করে দৃষ্টান্ত স্থাপন করলেন ‘‌কলকাতা নাইট রাইডার্স’-‌এর অধিনায়ক৷ গম্ভীর টুইটারে বলেছেন, ‘‘‌প্রত্যেকেরই ব্যক্তিস্বাধীনতা রয়েছে৷ প্রতিদিনই এ রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যেতে হয়৷’’

এদিকে, রামজস-‌বিতর্ক যেভাবে মাথাচাড়া দিচ্ছে তাতে দেশজুড়ে ছাত্র আন্দোলনের আশঙ্কায় ঘুম ছুটেছে বিজেপি তথা কেন্দ্র সরকারের৷ চাপে দিল্লি পুলিশও৷ বিরোধীদের সমালোচনার মুখে দেরিতে হলেও অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে ধর্ষণ ও হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছে পুলিশ৷ পরিস্থিতি সামাল দিতে বুধবার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি-র দুই সদস্যকে গ্রেপ্তারও করেছে তারা৷ কিন্তু ধর্ষণের হুমকি দেওয়া জনৈক রাহুলের এখনও কোনো সন্ধান জানতে পারেনি পুলিশ৷ বামপন্থি ছাত্র সংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন বা আইসা-র সদস্যদের মারধরের অভিযোগে এবং বিশ্ববিদ্যালয়ের শান্তি নষ্ট করার অভিযোগে এই দুই ছাত্রকে দল থেকে ‘সাসপেন্ড’ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ অভিযুক্ত দুই এবিভিপি সদস্য হলেন, প্রশান্ত মিশ্র এবং বিনায়ক শর্মা৷

ঘটনার সূত্রপাত কিছুদিন আগে৷ রামজস কলেজের একটি সভায় জওহলরাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা ওমর খালিদের ভাষণ দেওয়ার কথা ছিল৷ ওই সভার বিরুদ্ধে রামজস কলেজে ‌এবিভিপি সদস্যরা তাণ্ডব চালায়৷ সোশ্যাল সাইটে ছড়িয়ে পড়ে পুরো ঘটনা৷ নিন্দায় সরব হয় প্রায় সব মহল৷ দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত লেডি শ্রীরাম কলেজের প্রথম বর্ষের ছাত্রী গুরমেহের ভূমিকা অন্যরকম৷ তিনি কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেন মনদীপ সিংয়ের মেয়ে৷ বাবার শহিদ হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘‘‌‌আমার বাবার মৃত্যুর জন্য পাকিস্তান দায়ী নয়, দায়ী যুদ্ধ৷’’ এরপরেই সোশ্যাল সাইটে সমালোচনার ঝড় বয়ে যায়৷ তাঁকে ধর্ষণের হুমকি পর্যন্ত দেওয়া হয়৷ ক্রিকেটার শেহবাগ তো পাল্টা ২০ বছরের গুরমেহেরকে কটাক্ষ করতেও ছাড়েননি৷ টুইটে তিনি লেখেন, ‘‘‌‌দু’টো ত্রিশতরান আমি নিজে করিনি৷ আমার ব্যাট রান করেছে৷’’ এরইমধ্যে তাণ্ডবের প্রতিবাদে একদিন আগেই দিল্লি বিশ্ববিদ্যালয়ে শিক্ষাকর্মী এবং শিক্ষার্থীদের মিছিল বেরোয়৷ সেই মিছিলে সক্রিয় ভূমিকা নেন গুরমেহের৷

তারপরই গম্ভীর গুরমেহেরের পাশে দাঁড়িয়ে পড়লেন৷ এদিকে প্রাক্তন সতীর্থ গুরমেহেরের পাশে দাঁড়ানোয় বুধবারই নিজের সুর নরম করেছেন শেহবাগ৷ তিনি একটি টুইট করে বলেছেন, ‘‌‘‌কাউকে আক্রমণ করতে চাইনি৷ নিজের মতামত জানিয়েছি মাত্র৷ প্রত্যেকেরই নিজের মত জানানোর অধিকার আছে৷’’

গুরমেহেরের বন্ধুরা মনে করেছেন, এমনিতেই মানসিকভাবে চাপে ছিলেন তিনি৷ পুলিশ বা কেন্দ্র তবু গুরমেহরের পাশে দাঁড়াতে সে ভাবে উদ্যোগী হয়নি৷ রামজস কলেজের গণিত অনার্সের প্রথম বর্ষের ছাত্রী শ্রীজিতা পাল মনে করেন, কারও ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ অথবা এইভাবে কটাক্ষ করার কোনো অধিকার শেহবাগের নেই৷ উদ্দেশ্যপ্রণোদিতভাবে রামজস কলেজের গায়ে ‘‌দেশদ্রোহী’ তকমা সেঁটে দেওয়ার চেষ্টা হচ্ছে৷ তাঁর কথায়, ‘‌‘রামজস কলেজে যে আলোচনার আয়োজন করা হয়েছিল তাতে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় বা জেএনইউ-এর ওমর খালিদ-‌সহ মোট ১৩ জন বক্তা ছিলেন৷ অন্যদের কাউকে নিয়ে কোনো সমস্যা না করে খালিদকে নিয়ে নোংরামি করেছে এবিভিপি সদস্যরা৷ অথচ ওই আলোচনায় কাউকে জোর করে যেতে বলা হয়নি৷ পরে বাধ্য হয়েই সেই অনুষ্ঠান বাতিল করে দিতে হয়েছে৷ এটা ছাত্রছাত্রী তথা সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকারে হস্তক্ষেপ৷ তাছাড়া এই ঘটনার পর ‌শুধু গুরমেহের নয়, আরও অনেককে নানা ভাবে হুমকি দিচ্ছে এবিভিপি-‌র সমর্থকরা৷ হুমকি এমন স্তরে পৌঁছেছিল তাতে মেহেরের জায়গায় অন্য যে কেউ থাকলে তাঁকেও দিল্লি ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিতেই হতো৷ তবে এইভাবে ছাত্র আন্দোলন দমিয়ে রাখা যাবে না৷’’

‘কাউকে এভাবে কটাক্ষ করার অধিকার শেহবাগের নেই’

গুরমেহেরকে কেন্দ্র করে রাজনীতিও চলছে সমান তালে৷ কংগ্রেসের অভিযোগ, ধর্ষণ ও খুনের হুমকিতে ভীত হয়েই দিল্লি ছেড়েছেন ওই ছাত্রী৷ তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু বলেন, ‘‘গুরমেহের কোথায় থাকবেন বা থাকবেন না, তা নিয়ে চাপ দেওয়া উচিত নয়৷’’ তবে তিনি নিশ্চিত, গুরমেহেরকে বোড়ে বানিয়েছে বামেরা, যাঁরা আসলে আফজল গুরুকে সমর্থন করেন (‌‌সংসদ হামলার জন্য ২০১৩ সালে ফাঁসি হয় গুরুর)‌‌৷ রিজিজুর টুইট, ‘‌‘‌কারা গুরমেহেরের মাথা খাচ্ছে?‌ শক্তিশালী সশস্ত্রবাহিনী যুদ্ধ আটকায়৷ ভারত কাউকে আক্রমণ করেনি, কিন্তু দুর্বল ভারতকে শত্রুরা আক্রমণ করেছে৷’’

তবে গুরমেহেরের পাশে এসে দাঁড়িয়েছে বলিউড পরিচালক কবির খানের মতো আরো অনেকে৷ 

এদিকে, কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু, বিজেপি সাংসদ সাক্ষী মহারাজের পর এবার গুরমেহেরকে আক্রমণ করলেন হরিয়ানার মন্ত্রী অনিল ভিজ৷ বিতর্কিত মন্তব্য করতে পটু ভিজ বুধবার বলেছেন, ‘‌‘‌যাঁরা তাঁর প্রচারকে সমর্থন করেন তাঁরা আসলে পাকিস্তানের সমর্থক৷ এই সব লোকদের দেশ থেকে তাড়ানো উচিত৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য