‘প্রকৃত শিক্ষা দিয়ে মৌলবাদ বিদায় করা যেতে পারে' | পাঠক ভাবনা | DW | 23.11.2016
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘প্রকৃত শিক্ষা দিয়ে মৌলবাদ বিদায় করা যেতে পারে'

এক জরিপে দেখা গেছে, শতকরা ১০ ভাগ ছাত্র নাকি জঙ্গিবাদ সমর্থন করে৷ তবে ডয়চে ভেলের অনেক পাঠকই জরিপের ফলাফলের সাথে একমত নন৷ ফেসবুক পাতায় সেরকম মন্তব্যই তাঁরা জানিয়েছেন৷

জরিপে অংশ নেয়া শতকরা ১০ ভাগ শিক্ষার্থী সরাসরি নিজেদের সমর্থনের কথা না জানালেও তারা মনে করে অন্তত ১০ ভাগ ছাত্র জঙ্গিবাদ সমর্থন করে৷ এই জরিপের ফলাফলটি মোটেই বিশ্বাস করতে পারছেন না ডয়চে ভেলের পাঠক মোহাম্মদ আসলাম৷ তাই তাঁর প্রশ্ন, এই জরিপ কে করেছে?

তবে পাঠক মোকসেদ খানের হিসেবে ১০ ভাগ নয়, সংখ্যাটা আরো বেশি হবার কথা৷

রাসেল বিন রাফি বলছেন, যারা খারাপ তারা ছোটবেলায় প্রকৃত শিক্ষার অভাবে খারাপ হয়ে যায়৷ তাছাড়া ভারতীয় উপমহাদেশের মানুষ ছোটবেলা থেকেই খুব ধর্মভীরু৷ গ্রামাঞ্চলে বিষয়টা আরো প্রকট৷ তিনি মনে করেন, প্রকৃত শিক্ষার দ্বারা মৌলবাদ ও অশিক্ষাকে বিদায় করা যেতে পারে৷

এদিকে, নারায়ন বর্মন লিখেছেন, ‘‘বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বী মানুষদের প্রতি অত্যাচার জাতিসংঘের চোখে পড়েনা৷ কিন্তু মিয়ানমারে মুসলিম রোহিঙ্গাদের উপর হামলা ঠিকই চোখে পড়ে৷''

তবে মো. তারেক আলী মুন্না কিন্তু বাংলাদেশে জঙ্গিবাদের কারণ হিসেবে বর্তমান সরকারকেই দায়ী করেছেন৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: জাহিদুল হক

নির্বাচিত প্রতিবেদন