1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

হত্যার পেছনে আনসারুল্লাহ বাংলা টিম!

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৩১ অক্টোবর ২০১৫

ঢাকায় নিহত ব্লগার অভিজিত্‍ রায়ের প্রকাশক আহমেদুর রশীদ টুটুলকে লালমাটিয়ায় কুপিয়ে হত্যা করতে না পারলেও ঘণ্টার ব্যবধানে শাহবাগে তাঁর আরেক প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা৷

https://p.dw.com/p/1Gxdz
Bangladesch Blogger
ছবি: picture alliance/NurPhoto/Z. H. Chowdhury

[No title]

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার বিপ্লব সরকার ডয়চে ভেলেকে জানিয়েছেন, ‘‘আমার ধারণা এটা আনসারুল্লাহ বাংলা টিমেরই কাজ৷'' তিনি জানান, ‘‘আক্রান্ত হওয়ার পর আহতরা আমাকে মোবাইল ফোনে এসএমএস দিয়ে রক্ষা করার আকুতি জানিয়েছেন৷''

শনিবার দুপুর আড়াইটার দিকে লালমাটিয়ায় প্রকাশনা সংস্থা শুদ্ধস্বরের কার্যালয়ে ঢুকে প্রকাশক আহমেদুর রশীদ টুটুলসহ তিনজনকে কুপিয়ে তালা মেরে চলে যায় দুর্বৃত্তরা৷ পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়৷ টুটুলের অবস্থা আশঙ্কাজনক৷ আহত অন্য দু'জন হলেন তারেক রহিম ও রণদীপম বসু৷

এর ঘণ্টাখানেক পর জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনকে শাহবাগে আজিজ সুপার মার্কেটে তাঁর কার্যালয়ে ঢুকে দুর্বৃত্তরা কুপিয়ে রেখে বাইরে দিয়ে তালা মেরে দরজা বন্ধ করে চলে যায়৷ সন্ধ্যা সাতটার দিকে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিত্‍সক তাঁকে মৃত ঘোষণা করেন৷

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার বিপ্লব সরকার ডয়চে ভেলেকে জানান, ‘‘আমি লালমাটিয়া থেকে আহতদের এসএমএস পাই৷ একজন ফোনও করেন৷ দ্রুত গিয়ে তালা ভেঙ্গে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই৷ সন্ধ্যার আগে আজিজ সুপার মার্কেটে আরেকজনকে হত্যার খবর পাই৷'' তিনি বলেন, ‘‘দু'টি ঘটনা একই স্টাইলে৷ আমার মনে হয় এটা আনসারুল্লাহ বাংলা টিমের কাজ৷ এবং একই পরিকল্পনায় তাদের ওপর হামলা হয়েছে৷ তাদের কোপানোর পর বাইরে থেকে তালা মেরে রাখা হয়৷''

তিনি আরো বলেন, ‘‘দু'টি হামলাই ছিল হত্যার উদ্দেশ্যে৷ তারা দু'জনই নিহত ব্লগার অভিজিত্‍ রায়ের বইয়ের প্রকাশক৷''

বাংলাদেশে চলতি বছর ৪ জন ব্লগারকে হত্যা করা হয়েছে৷ আর এবার নিহত ব্লগার অভিজিত্‍ রায়ের এক প্রকাশকে হত্যা এবং একজনকে হত্যার চেষ্টা করা হল৷

অভিজিত্‍ রায়কে গত ২৬শে ফেব্রুয়ারী বাংলা একাডেমি বইমেলা থেকে বের হওয়ার পর হত্যা করা হয়৷ এই হামলায় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও মারাত্মক আহত হন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান