1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোলিও দিবস

মার্টিন ভিংকেলহাইডে/আরআই২৯ অক্টোবর ২০১২

পোলিওকে নির্মূল করার জন্য ১৯৮৮ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকাদান কর্মসূচি চালু করে৷ একইসঙ্গে ২৮ অক্টোবরকে পোলিও দিবস হিসেবে ঘোষণা করে৷ তবে পোলিওর বিরুদ্ধে যুদ্ধটা এত সহজ হয়নি৷

https://p.dw.com/p/16YUO

পোলিওর ভাইরাসটি যে কোন মানুষের শরীরেই সহজে ঢুকে পড়তে পারে৷ তবে প্রত্যেকেই যে পোলিওতে আক্রান্ত হয়, তা কিন্তু নয়৷ এই ব্যাপারে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর চিকিৎসক সেবাস্টিয়ান ডিট্রিশ বলেন, ‘‘শতকরা ৯০ ভাগের বেলাতে কোন লক্ষণ দেখা যায় না৷ বাকি দশ ভাগ আক্রান্তের শরীরে দুয়েক সপ্তাহের মধ্যে জ্বরের লক্ষণ দেখা যায়৷''

এই দশভাগের মধ্যে দুয়েকজনের জ্বর খারাপের দিকে যেতে থাকে অর্থাৎ ভাইরাস তাদের শরীরে বাসা বাঁধতে থাকে, ক্রমশই শরীরকে অবশ করে ফেলতে থাকে৷ তবে পোলিও ভাইরাস চূড়ান্ত পর্যায় পর্যন্ত যেতে বেশ সময় লাগে৷ সমীক্ষাতেই দেখা গেছে যে যাদের শরীরে পোলিও ভাইরাসের সংক্রমণ হয়েছে তাদের মধ্যে মাত্র দুয়েকজন শেষ পর্যন্ত পঙ্গু হয়ে গেছে৷ তবে এই রোগের কোন প্রতিরোধক ওষুধ নেই, তাই পোলিও ঠেকানোর একটিই উপায় প্রতিষেধক টিকা নেওয়া৷ এই রোগ থেকে বাঁচতে হলে ভালোভাবে প্রতিষেধক নিতে হবে৷ অন্তত তিন দফা টিকা ন্যুনতম চার সপ্তাহের ব্যবধানে৷ তাহলে পোলিও থেকে অনেকদিনের জন্য নিজেকে রক্ষা করা যাবে৷

যখন কোন দেশের সকল শিশুকে টিকা দেওয়া সম্ভব হবে তখন সেই দেশ থেকে পোলিওর ভাইরাস নির্মূল হয়ে যাবে৷ এই ক্ষেত্রে জার্মানির উদাহরণ টেনে আনেন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর হয়ে কর্মরত ডিট্রিশ৷ তিনি জানান, যে পূর্ব জার্মানিতে ১৯৬০ সালে এবং পশ্চিম জার্মানিতে তার দুই বছর পর শিশুদের পোলিও টিকাদান শুরু হয়৷ এবং অল্প কয়েক বছরের মধ্যেই জার্মানির দুই অংশে পোলিও নির্মূল হয়ে যায়৷ প্রথমে পূর্ব জার্মানি তার দুই বছর পর পশ্চিম জার্মানি৷

A Pakistani health worker gives a polio vaccine to a child in Lahore, Pakistan, Monday, June 4, 2012. Polio remains endemic in Afghanistan, Nigeria and Pakistan. (Foto:K.M. Chaudary/AP/dapd)
নাইজেরিয়া, পাকিস্তান এবং আফগানিস্তান- এই তিনটি দেশে এখনও পোলিও সংক্রমণের খবর পাওয়া যায়ছবি: AP

উল্লেখ্য যে পোলিও কে নির্মূল করার লক্ষ্যে ১৯৮৮ সাল থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা টিকাদান কর্মসূচি চালু করে৷ এই পর্যন্ত বিশ্বের প্রায় সব দেশই এই ভাইরাসের বিরুদ্ধে সাফল্য লাভ করেছে৷ চলতি বছর ভারতকে পোলিওমুক্ত দেশ বলে ঘোষণা করেছে জাতিসংঘ৷ গত ২০ মাস ধরে ভারতে পোলিওর কোন ঘটনা ধরা না পড়ায় তাদের এই স্বীকৃতি দেওয়া হয়৷ বিশ্বব্যাপী টিকাদান কর্মসূচির সাফল্য সম্পর্কে সেবাস্টিয়ান ডিট্রিশ বলেন, ‘‘যদিও কর্মসূচিটি বেশ সফল হয়েছে তবে এখনও তার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছেনি৷ গত কয়েক বছরে দেড়শ থেকে ১৭০টি জায়গায় পোলিও আক্রান্তের খবর পাওয়া গেছে৷ তবে তার আগের কয়েক বছরে এই সংখ্যাটি ছিলো হাজারের ঘরে৷''

নাইজেরিয়া, পাকিস্তান এবং আফগানিস্তান- এই তিনটি দেশে এখনও পোলিও সংক্রমণের খবর পাওয়া যায়৷ তবে নিরাপত্তার কারণে এই দেশগুলোর সব জায়গাতে টিকাদান কর্মসূচি চালু করা যাচ্ছে না৷ এই দেশগুলো থেকে আবারও পোলিও ভাইরাস আশেপাশে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য