1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পৌরসভা ১০ তলার অনুমোদন দেয়

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২ মে ২০১৩

সাভার পৌরসভাই রানা প্লাজার ১০ তলার অনুমোদন দিয়েছিল৷ এর আগে পৌর মেয়র ১০ তলার অনুমোদনের কথা অস্বীকার করলেও, এবার তা স্বীকার করতে বাধ্য হয়েছেন৷ রাজউক চেয়ারম্যান এই অনুমোদনের বিষয়টিতে বিস্ময় প্রকাশ করেছেন৷

https://p.dw.com/p/18QER
Bangladeshi soldiers assist volunteers and rescue workers looking for survivors three days after an eight-storey building collapsed in Savar, on the outskirts of Dhaka on April 27, 2013. Police arrested two textile bosses over a Bangladeshi factory disaster as the death toll climbed to 332 and distraught relatives lashed out at rescuers trying to detect signs of life. AFP PHOTO/ Munir uz ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)
ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

সাভার পৌরসভা রাজউক এলাকায় হলেও, তাদের ছয় তলা পর্যন্ত ভবন অনুমোদনের ক্ষমতা আছে৷ কিন্তু নিয়ম ভেঙে সাভার পৌরসভা ১০ তলা রানা প্লাজার অনুমোদন দিয়েছিল৷ মেয়র ও পাঁচ কর্মকর্তার সইসহ সেই অনুমোদনের কাগজ প্রকাশ হয়ে পড়ায়, মেয়র রেফাত উল্লাহ এখন সব স্বীকার করছেন৷

এই ভবনের অনুমোদন দেয়া হয় ২০০৮ সালে৷ তখনও রেফাত উল্লাহ সাভার পৌরসভার মেয়র ছিলেন৷ তার নকশাও এখন পাওয়া গেছে৷ আর ভবনের অনুমোদন নেয়া হয় কৌশলে রানার বাবা আব্দুল খালেকের নামে৷ তবে রেফাত উল্লাহ দাবি করেন যে, তিনি রাজনৈতিক চাপে এই নকশা অনুমোদন করেছিলেন৷ আর ভবন ত্রুটিপূর্ণ হওয়ায় তার দায় প্রকৌশলীদের৷

রাজউক চেয়ারম্যান প্রকৌশলী মো. নূরুল হুদা ডয়চে ভেলেক জানান, সাভার পৌরসভা ১০ তলা ভবনের অনুমোদন দিতে পারে না৷ তারা সর্বোচ্চ ছয় তলা ভবনের অনুমোদন দিতে পারে৷ ১০ তলা রানা প্লাজার অনুমোদ দিয়ে তারা বেআইনী কাজ করেছে৷ তবে রানা প্লাজার পাশের ভবনের মালিক এবং নেসলে বাংলাদেশের পরিবেশক রবীন্দ্রনাথ সরকার ডয়চে ভেলেকে জানান, তিনি লিখিতভাবে ২০০৮ সালেই পৌর সভায় অভিযোগ দেন৷ কিন্তু পৌরসভা তা আমলে নেয়নি৷ এরপর তিনি রাজউককে বিষয়টি জানিয়ে অভিযোগ করেছিলেন৷ আর সেই অভিযোগের ভিত্তিতে রাজউক কর্মকর্তারা গিয়ে দু'দিন নির্মাণ কাজ বন্ধ রাখেন৷ কিন্তু পরে অজ্ঞাত কারণে কাজ আবারো শুরু হয়৷ ফলে তিনি হতাশ হয়ে পড়েন৷ রাজউক এ ধরনের কোনো অভিযোগ পেয়েছিল কিনা – তা বলতে পারেননি রাজউক চেয়ারম্যান৷ তবে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দেন তিনি৷

Bangladeshi people and garments workers march in the street demanding the death sentence for owner of Rana Plaza, Sohel Rana following the eight-storey building collapse in Savar, on the outskirts of Dhaka, on April 30, 2013. Bangladesh on Tuesday defended its decision to snub foreign aid after the collapse of a factory complex as anger flared at the recovery operation and towards the building's owner when he appeared in court, with the death toll from the country's worst ever industrial disaster now standing at 387. AFP PHOTO/MUNIR UZ ZAMAN (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)
তৈরি পোশাক শিল্পের শ্রমিকরা বিক্ষুব্ধ সাভারের ঘটনার পর...ছবি: AFP/Getty Images

এদিকে, রানা প্লাজার সামনের দিকে ১ তলায় ব্র্যাক ব্যাংকের একটি শাখা ছিল৷ ভবন ধসে ৪ শতাধিক লোকের মৃত্যু হলেও আগাম সতর্কতার কারণে শাখার ১১ জন কর্মচারীর সবাই নিরাপদে আছেন৷ ব্র্যাক ব্যাংকের হেড অব কমিউনিকেশন জীসান কিংশুক হক ডয়চে ভেলেকে জানান, ভবন ধসের আগের দিন ২৩শে এপ্রিল দুপুরের মধ্যেই তারা তাদের কর্মকর্তা এবং কর্মচারীদের সরিয়ে নেন৷ শাখাটি বন্ধ করে গ্রাহকদেরও সতর্ক করে নোটিশ টানিয়ে দেন৷ এছাড়া, বিষয়টি তারা বাংলাদেশ ব্যাংককেও জানান৷ তিনি বলেন, তারা তাত্‍ক্ষণিক পরিদর্শনে দেখেছেন যে শুধু ভবনের পিলারে ফাটল নয়, দেয়ালের পলেস্তরাও খসে পরছিল৷

জীসান কিংশুক হক বলেন, ভবনটি ভাড়া নেয়ার সময় তারা যে কাগজপত্র নিয়েছেন তাতে পৌরসভার অনুমোদনের কাগজও ছিল৷ তাতে ১০ তলার অনুমোদনের কথা লেখা আছে৷

এই পরিস্থিতিতে সরকার পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণের অনুমোদন দেয়ার ক্ষমতা রহিত করতে যাচ্ছে বলে জানা গেছে৷ রাজউক চেয়ারম্যান জানান, সিটি কর্পোরেশন এলাকায় উন্নয়ন কর্তৃপক্ষ এবং পৌরসভা ও ইউনিয়ন এলাকায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ভবন নির্মাণ তদারকি করবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান